Ajker Patrika

পাকিস্তানকে আয়োজক ধরেই ভিডিও ছাড়ল আইসিসি

ক্রীড়া ডেস্ক    
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও টুর্নামেন্টের ভেন্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ছবি: ফাইল ছবি
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও টুর্নামেন্টের ভেন্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ছবি: ফাইল ছবি

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে যুদ্ধ চলছে ভারত-পাকিস্তানের। হাইব্রিড মডেলে হবে নাকি পাকিস্তান থেকেই টুর্নামেন্ট সরে যাবে, সেটা নিয়ে আলাপ-আয়োজন চলছে নিয়মিত। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) পাকিস্তানকে আয়োজক ধরেই ছেড়েছে টুর্নামেন্টের প্রচারণামূলক ভিডিও।

নতুন যুগে চ্যাম্পিয়নস ট্রফি-এই শিরোনামে আইসিসি নিজেদের অফিশিয়াল সাইটে ৯৮ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও ছেড়েছে আইসিসি। ভিডিওর বেশির ভাগ অংশে দেখা গেছে ভারত ও পাকিস্তানকে। বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, বাবর আজম, হারিস রউফদের পাশাপাশি দুই দেশের ক্রিকেট নিয়ে উন্মাদনার ছবি ফুটে উঠেছে ভিডিওতে। এমনকি যে টুর্নামেন্টে অংশ নিতে খেলতে পারছে না শ্রীলঙ্কা, সেই দলের ক্রিকেটারদেরও দেখা গেছে। তবে বাংলাদেশকে দেখা গেছে যৎ সামান্যই।

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আইসিসির প্রচারণামূলক ভিডিওতে পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটারদেরও দেখা গেছে। কারণ, ২০২৭ সালে প্রথমবারের মতো হতে যাচ্ছে নারী চ্যাম্পিয়নস ট্রফি। মেয়েদের চ্যাম্পিয়নস ট্রফি ৬ দল নিয়ে টি-টোয়েন্টি সংস্করণে হবে শ্রীলঙ্কায়।

নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র, ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটার হেইলি ম্যাথুসের পরিসংখ্যানও দেখিয়েছে আইসিসি। নারী ক্রিকেটারদের উদযাপনও দেখা গেছে ভিডিওতে। ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ পাকিস্তান’ লেখা সংবলিত একটি ট্রাক ঘুরতে দেখা গেছে। সাদা অক্ষরে চ্যাম্পিয়নস ট্রফি লেখা একটি টি-শার্ট দেখিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।

ভারত ও পাকিস্তানের উদযাপনও দেখিয়েছে আইসিসি। যেখানে ২০১৭ সালে ইংল্যান্ডে সবশেষ আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তান। তার আগে ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হয় ভারত। সবশেষ দুই চ্যাম্পিয়নস ট্রফিরই আয়োজক ছিল ইংল্যান্ড। আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ না করলেও কয়েক মাস আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ টুর্নামেন্টের সূচি প্রকাশ হয়ে যায়। তাতে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হওয়ার কথা টুর্নামেন্টটি। করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর প্রস্তাবিত তিন ভেন্যুর সংস্কারকাজ পুরোদমে চালাতে থাকে পিসিবি। ১১ নভেম্বর লাহোরে হওয়ার কথা ছিল টুর্নামেন্টের সূচি ঘোষণার অনুষ্ঠান। তবে পাকিস্তান সফর নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আপত্তি জানানোয় সূচি ঘোষণার অনুষ্ঠান পিছিয়ে দেয় আইসিসি। ভারত, পাকিস্তান দুই পক্ষ দিচ্ছে পাল্টাপাল্টি হুমকি।

বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড নিয়মিতই সফর করছে পাকিস্তান। তবে নিরাপত্তার অজুহাত দেখিয়ে ২০০৮ সালের পর পাকিস্তান সফর করছে না ভারতীয় ক্রিকেট দল। ২০২৩ এশিয়া কাপই জ্বলন্ত উদাহরণ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট পুরোটা পাকিস্তানে হওয়ার কথা থাকলেও শ্রীলঙ্কা, পাকিস্তান দুই দেশ মিলে আয়োজন করতে হয়েছে টুর্নামেন্ট। বিরাট কোহলি-রোহিত শর্মারা তাদের ম্যাচগুলো খেলেছেন শ্রীলঙ্কায়। পাকিস্তানও তখন ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে না যাওয়ার হুমকি দিয়েছিল। যদিও ভারতের মাঠে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল পাকিস্তান। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা হতে পারে বলে গুঞ্জন চলছে। এমনকি পুরো টুর্নামেন্টই পাকিস্তান থেকে সরে যেতে পারে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকায় হতে পারে আইসিসির ইভেন্টটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত