Ajker Patrika

বাংলাদেশকে হারিয়ে পাকিস্তানকে পেছনে ফেলল লঙ্কানরা 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ২৯
বাংলাদেশকে হারিয়ে পাকিস্তানকে পেছনে ফেলল লঙ্কানরা 

২০২৩ এশিয়া কাপ যেন শ্রীলঙ্কার কাছে এক রেকর্ড গড়ার মঞ্চই। প্রথম রাউন্ডেই এক রেকর্ড গড়ে ফেলেছিল লঙ্কানরা। সেবার তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। এবার সুপার ফোরে গড়ল নতুন এক রেকর্ড। প্রতিপক্ষ সেই বাংলাদেশ।

কলম্বোর প্রেমাদাসায় গতকাল সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিং করে ২৫৭ রান করেছিল লঙ্কানরা। রান তাড়া করতে নেমে সাকিব আল হাসানের দল অলআউট হয়ে যায় ২৩৬ রানে। ২১ রানের জয়ে ওয়ানডেতে টানা ১৩ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। লঙ্কানরা ভেঙে দিয়েছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ১৭-১৮ বছরের পুরোনো রেকর্ড। ২০০৭-০৮ সালে ওয়ানডেতে টানা ১২ ম্যাচ জিতেছিল পাকিস্তান। আর দক্ষিণ আফ্রিকা টানা ১২ ম্যাচ জিতেছিল ২০০৫ সালে। লঙ্কানদের সামনে এখন শুধুই অস্ট্রেলিয়া। ২০০৩ সালে টানা ২১ ওয়ানডে জিতেছিল অজিরা।

পাকিস্তানের আরও এক রেকর্ড গতকাল ছুঁয়ে ফেলেছে শ্রীলঙ্কা। ওয়ানডে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ১৩ ম্যাচ জিতেছে লঙ্কানরা। যা এশিয়া কাপের ওয়ানডে সংস্করণে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে যৌথ সর্বোচ্চ জয়। ওয়ানডে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ১৩ ম্যাচ জিতেছে পাকিস্তান।

বাংলাদেশকে এশিয়া কাপের ওয়ানডে সংস্করণে ১১ ম্যাচে হারিয়েছে ভারত। ভারত, পাকিস্তান-এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে ১০ বার করে হারিয়েছে শ্রীলঙ্কা। 

ওয়ানডেতে টানা জয়: 
২১: অস্ট্রেলিয়া (জানুয়ারি ২০০৩ থেকে মে ২০০৩) 
১৩: শ্রীলঙ্কা (জুন ২০২৩ থেকে চলছে) 
১২: দক্ষিণ আফ্রিকা (ফেব্রুয়ারী ২০০৫ থেকে অক্টোবর ২০০৫) 
১২: পাকিস্তান (নভেম্বর ২০০৭ থেকে জুন ২০০৮) 

ওয়ানডে এশিয়া কাপে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে বেশি জয়: 
১৩: পাকিস্তান; প্রতিপক্ষ: বাংলাদেশ
১৩: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: বাংলাদেশ
১১: ভারত; প্রতিপক্ষ: বাংলাদেশ
১০: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: ভারত 
১০: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: পাকিস্তান

ওয়ানডেতে প্রতিপক্ষকে টানা অলআউট করার রেকর্ড: 
১৩: শ্রীলঙ্কা (২০২৩) 
১০: অস্ট্রেলিয়া (২০০৯-১০) 
১০: দক্ষিণ আফ্রিকা (২০১৩-১৪) 
৯: পাকিস্তান (১৯৯৯-২০০০) 
৯: পাকিস্তান (১৯৯৬)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত