Ajker Patrika

চেন্নাইয়ে সেঞ্চুরি করে ভারতকে পথ দেখালেন চেন্নাইয়ের ছেলে

ক্রীড়া ডেস্ক
চেন্নাইয়ে সেঞ্চুরি করে ভারতকে পথ দেখালেন চেন্নাইয়ের ছেলে

প্রথম সেশনেই হাওয়া ভারতের ৩ উইকেট। ফিল্ডিংয়ে উৎকর্ষতা দেখাতে পারলে শুরুর ওই সেশনেই আরও দু-একটি উইকেট নিতে পারত বাংলাদেশ। সেটি না হলেও পরের সেশনে আরও ৩ উইকেট নিয়ে ভারতকে চাপে রাখে বাংলাদেশ। তবে তৃতীয় সেশনে বাংলাদেশ নয়, ভারত হেসেছে, আর ভারতকে হাসিয়েছে এক চেন্নাইয়ের সন্তান।

তো চেন্নাইয়ের সে সন্তানটি কে? রবিচন্দ্রন অশ্বিন। মূলত অফ স্পিনারের পরিচিতি তাঁর। ক্রিকইনফোয় তাঁর প্রোফাইলে ঢুকলেই দেখা যায়—দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার সিরিজ সেরা হওয়ার রেকর্ড তাঁর, তৃতীয় সর্বোচ্চ ৩৬ বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড। তবে কখনো কখনো দলের প্রয়োজনে চওড়া হয়ে উঠে তাঁর ব্যাট। গতকাল চেন্নাইয়ে সেই ভূমিকাতেই দেখা গেল তাঁকে। রবীন্দ্র জাদেজাকে নিয়ে দিনের সবচেয়ে বড় জুটিটি গড়েছেন তিনি। ১০টি চার ও ২টি ছয়ে ১০৮ বলে রানের তিন অঙ্ক ছুঁয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপরাজিত ছিলেন ১০২ রানে।

আজকের আগে টেস্টে পাঁচটি সেঞ্চুরি আছে অশ্বিনের। তবে তাঁর মোট ছয় সেঞ্চুরির ৪টিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একটি ইংল্যান্ডের বিপক্ষে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইংলিশদের বিপক্ষে গড়া সেই সেঞ্চুরিটির সঙ্গে বাংলাদেশের বিপক্ষে আজকের সেঞ্চুরিটির একটা মিলও আছে। সেই সেঞ্চুরিটিও তিনি করেছিলেন ঘরের মাঠে চেন্নাইয়ে। এবারও একই ভেন্যুতে। সেবারের সেঞ্চুরিটিও এসেছিল চাপের মুখে, দলীয় ১০০ রানের আগেই ৫ উইকেট খুইয়ে ফেলার পর। আর আজ ১০০ রানের আগে ৪ উইকেট হারানো ভারতের ত্রাতা হয়ে উঠলেন চেন্নাইয়ের ছেলে অশ্বিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত