ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের কাছে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ইংলিশদের কাছে ধরাশায়ী হলেও দ্বিতীয় ম্যাচে বড় জয়ের দেখা পেয়েছেন যুবারা। এই জয়ে টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার মিশনে পরের রাউন্ডের আশা জিইয়ে রাখল রকিবুল হাসানের দল।
রিপন মণ্ডল, এস এম মেহেরবের বোলিং তোপের পর ব্যাটিংয়ে ওপেনার ইফতিখারের ফিফটি। ফলশ্রুতিতে কানাডাকে ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। কানাডার দেওয়া ১৩৭ রানের লক্ষ্য ১১৯ বল হাতে রেখেই পেরিয়ে যান যুবারা। ইফতিখার ৮৯ বলে ৭ চারে ৬১ অপরাজিত এক ইনিংস খেলেন। ৩৩ রান আসে প্রান্তিক নওরোজ নাবিলের ব্যাট থেকে।
ইফতিখারের সঙ্গে ২০ রান করে অপরাজিত থাকেন আইচ মোল্লা। মাহফিজুল ইসলামের ব্যাট থেকে আসে ১২ রান। ২ উইকেট হারিয়ে ৩০.১ ওভারে ১৪১ রান করে কানাডার দেওয়া লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ। কানাডার হয়ে একটি করে উইকেট নেন পার্মবীর খারুদ ও ইথান গিবসন।
এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেয় কানাডা। কিন্তু বাংলাদেশ যুবাদের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে তারা। বাংলাদেশের হয়ে বোলিংয়ে দাপট দেখান রিপন ও মেহেরব। দুজনেই চারটি করে উইকেট নেন। দুটি উইকেট নেন আশিকুর জামান। ৪৪.৩ ওভারে কানাডার স্কোর যে ১৩৬-এ পোঁছায়, তার বড় কৃতিত্ব ওপেনার অনুপ চিমার ফিফটি। ১১৭ বলে ৭ চারে ৬৩ রান করেন অনুপ।
ইংল্যান্ডের কাছে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ইংলিশদের কাছে ধরাশায়ী হলেও দ্বিতীয় ম্যাচে বড় জয়ের দেখা পেয়েছেন যুবারা। এই জয়ে টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার মিশনে পরের রাউন্ডের আশা জিইয়ে রাখল রকিবুল হাসানের দল।
রিপন মণ্ডল, এস এম মেহেরবের বোলিং তোপের পর ব্যাটিংয়ে ওপেনার ইফতিখারের ফিফটি। ফলশ্রুতিতে কানাডাকে ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। কানাডার দেওয়া ১৩৭ রানের লক্ষ্য ১১৯ বল হাতে রেখেই পেরিয়ে যান যুবারা। ইফতিখার ৮৯ বলে ৭ চারে ৬১ অপরাজিত এক ইনিংস খেলেন। ৩৩ রান আসে প্রান্তিক নওরোজ নাবিলের ব্যাট থেকে।
ইফতিখারের সঙ্গে ২০ রান করে অপরাজিত থাকেন আইচ মোল্লা। মাহফিজুল ইসলামের ব্যাট থেকে আসে ১২ রান। ২ উইকেট হারিয়ে ৩০.১ ওভারে ১৪১ রান করে কানাডার দেওয়া লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ। কানাডার হয়ে একটি করে উইকেট নেন পার্মবীর খারুদ ও ইথান গিবসন।
এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেয় কানাডা। কিন্তু বাংলাদেশ যুবাদের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে তারা। বাংলাদেশের হয়ে বোলিংয়ে দাপট দেখান রিপন ও মেহেরব। দুজনেই চারটি করে উইকেট নেন। দুটি উইকেট নেন আশিকুর জামান। ৪৪.৩ ওভারে কানাডার স্কোর যে ১৩৬-এ পোঁছায়, তার বড় কৃতিত্ব ওপেনার অনুপ চিমার ফিফটি। ১১৭ বলে ৭ চারে ৬৩ রান করেন অনুপ।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
১ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৩ ঘণ্টা আগে