Ajker Patrika

আইসিসি সভার আগে ভারতকে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১২: ৩৮
ভারতের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়েছিল পাকিস্তান। ছবি: ক্রিকইনফো
ভারতের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়েছিল পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

পাকিস্তান সুপার লিগসহ (পিএসএল) আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানে হচ্ছে হরহামেশাই। বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড নিয়মিত খেলছে পাকিস্তানের মাঠে। কিন্তু ভারতীয় ক্রিকেট দল সেখানে যাচ্ছে না ১৭ বছর ধরে। প্রতিবেশী দেশকে এবার কড়া হুঁশিয়ারি করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজকস্বত্ব অনেক আগেই দেওয়া হয়েছে পাকিস্তানকে। কিন্তু সময় যত গড়াচ্ছে, আইসিসির ইভেন্টটি নিয়ে বাড়ছে জটিলতা। কারণ, টুর্নামেন্টটি খেলতে পাকিস্তানে যাওয়া সম্ভব নয় বলে আইসিসিকে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরই মধ্যে ক্রিকইনফোর পরশু রাতের এক প্রতিবেদনে জানা গেছে, আইসিসি একটি ভার্চুয়াল সভা ডেকেছে ২৯ নভেম্বর। আগামীকাল হতে যাওয়া সভায় চ্যাম্পিয়নস ট্রফির সমাধান নিয়ে আলোচনা হতে পারে। এমন পরিস্থিতিতে আজ সকালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে নাকভি বলেন, ‘আমরা ভারতে গিয়ে খেলব এবং তারা এখানে (পাকিস্তানের মাঠে) এসে খেলবে না। যা হবে সব সমতার ভিত্তিতে হবে। আমরা আইসিসিকে খুবই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। ভবিষ্যতে কী হবে, সেটা আপনাদের জানাচ্ছি।’

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে ‘যুদ্ধের’ কারণে পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফি সরে যেতে পারে বলে শোনা যাচ্ছে সংবাদমাধ্যমে। আইসিসির ইভেন্টটি সেক্ষেত্রে হতে পারে বহুল আলোচিত হাইব্রিড মডেলে। ভারত তাদের ম্যাচগুলো অন্য কোন দেশে খেলবে, সেটা বোর্ডের সদস্যদের ভোটের ভিত্তিতে আগামীকাল আইসিসির সভায় ঠিক হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপের পাকিস্তান যে আইসিসির ইভেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে, সেটা তো হাতছাড়া করতে চাইবে না পিসিবি। দীর্ঘ ২৯ বছর পর বলেই নয়। ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি-আইসিসির কোনো টুর্নামেন্ট হলেই কোটি কোটি টাকার রাজস্ব আয় হয়ে থাকে।

নাকভি আজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আইসিসি চেয়ারম্যানের সঙ্গে তাঁর এবং পিসিবির সদস্যের নিয়মিত কথা হচ্ছে। পিসিবি সভাপতি বলেন, ‘আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমি প্রতিজ্ঞা করছি, পাকিস্তান ক্রিকেটের যাতে সবচেয়ে ভালো হয়, আমরা সেটাই করব। আইসিসি চেয়ারম্যানের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমার দলও তাদের সঙ্গে নিয়মিত কথা বলছে।’ এ বছরের আগস্টে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। ১ ডিসেম্বর থেকে তাঁর দায়িত্ব শুরু হবে আইসিসিতে। সেদিনই ক্রিকেটের অভিভাবক সংস্থার প্রধান হিসেবে চাকরির মেয়াদ শেষ হবে গ্রেগ বার্কলের।

সবশেষ ২০১৭ সালে আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। লন্ডনের ওভালে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান। ৮ বছর পর আবারও চ্যাম্পিয়নস ট্রফি হতে যাচ্ছে ৮ দল নিয়ে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান-এই দলগুলো খেলবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে।

২০০৮ এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফর করছে না ঠিকই। তবে ভারতে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এই দুই টুর্নামেন্ট খেলেছে পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত