ক্রীড়া ডেস্ক
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট। সেই টেস্ট সামনে রেখে দুই দলই জোর কদমে অনুশীলন করছে। প্রথম টেস্টে ভারতের একাদশ কেমন হতে পারে, সেটার ধারণা পাওয়া গেছে ভারতীয় গণমাধ্যমে।
টেস্টের একদিন বা দুই আগে ম্যাচের একাদশ জানিয়ে দেওয়া অবশ্য নতুন কিছু নয়। ইংল্যান্ড সেটা হরহামেশাই করছে। পাকিস্তান, শ্রীলঙ্কাও সেটা করেছে। ভারত সেই পথে হাঁটেনি। তবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিপক্ষে ভারত একাদশ না ঘোষণা করলেও সেটা নিয়ে আলোচনা করছেন অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীর। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে জানা গেছে, একাদশে তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব খেলানোর চিন্তা করছেন রোহিত-গম্ভীর। তাতে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক অক্ষর প্যাটেলের জায়গা হচ্ছে না চেন্নাই টেস্টে। সেই অক্ষর ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট দলীপ ট্রফিতেও তাঁর অলরাউন্ড নৈপুন্য দেখাচ্ছেন।
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ঋষভ পন্ত সবশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। তাঁর অনুপস্থিতিতে শ্রীকর ভরত, ধ্রুব জুরেল, লোকেশ রাহুল, ঈশান কিষান টেস্টে উইকেটরক্ষকের দায়িত্ব সামলেছেন। যেখানে জুরেলের এ বছরের ফেব্রুয়ারিতে টেস্টে অভিষেক হয়। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে হয়েছেন ম্যাচসেরা। তবে জুরেলের চেয়ে চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্টে অভিজ্ঞতা বিবেচনায় এগিয়ে থাকছেন পন্ত। এছাড়া চেন্নাইতে বোলিং আক্রমণে তিন স্পিনারের পাশাপাশি দুই পেসার জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে খেলানোর পরিকল্পনা করছেন রোহিত ও গম্ভীর।
ওপেনিংয়ে অধিনায়ক রোহিতের সঙ্গে যশস্বী জয়সওয়ালের খেলাটা অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে তিন ও চারে ব্যাটিং করতে দেখা যাবে শুবমান গিল ও বিরাট কোহলি। পাঁচ নম্বর স্থান নিয়ে প্রতিযোগিতা হতে পারে লোকেশ রাহুল ও সরফরাজ খান। সরফরাজের এ বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকটা দারুণ হয়েছিল। তবে এগিয়ে থাকবেন রাহুল। যদিও প্রথম টেস্ট শুরুর আগে চেন্নাইতে ভারতীয় দলের সঙ্গে তিনি যোগ দিয়েছেন। চলমান দলীপ ট্রফিতেও তাঁর পারফরম্যান্স আশানুরূপ নয়।
কদিন আগে বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম টেস্টের একাদশ বানিয়ে দিয়েছিলেন ব্র্যাড হগ। সেই একাদশে রাহুল, অক্ষরকে রাখেননি হগ। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারের পছন্দের একাদশে ছিলেন সরফরাজ খান। সিরিজের দ্বিতীয় টেস্ট কানপুরে শুরু হচ্ছে ২৭ সেপ্টেম্বর। টেস্ট সিরিজ শেষে ৬,৯ ও ১২ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত।
বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম টেস্টের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট। সেই টেস্ট সামনে রেখে দুই দলই জোর কদমে অনুশীলন করছে। প্রথম টেস্টে ভারতের একাদশ কেমন হতে পারে, সেটার ধারণা পাওয়া গেছে ভারতীয় গণমাধ্যমে।
টেস্টের একদিন বা দুই আগে ম্যাচের একাদশ জানিয়ে দেওয়া অবশ্য নতুন কিছু নয়। ইংল্যান্ড সেটা হরহামেশাই করছে। পাকিস্তান, শ্রীলঙ্কাও সেটা করেছে। ভারত সেই পথে হাঁটেনি। তবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিপক্ষে ভারত একাদশ না ঘোষণা করলেও সেটা নিয়ে আলোচনা করছেন অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীর। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে জানা গেছে, একাদশে তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব খেলানোর চিন্তা করছেন রোহিত-গম্ভীর। তাতে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক অক্ষর প্যাটেলের জায়গা হচ্ছে না চেন্নাই টেস্টে। সেই অক্ষর ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট দলীপ ট্রফিতেও তাঁর অলরাউন্ড নৈপুন্য দেখাচ্ছেন।
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ঋষভ পন্ত সবশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। তাঁর অনুপস্থিতিতে শ্রীকর ভরত, ধ্রুব জুরেল, লোকেশ রাহুল, ঈশান কিষান টেস্টে উইকেটরক্ষকের দায়িত্ব সামলেছেন। যেখানে জুরেলের এ বছরের ফেব্রুয়ারিতে টেস্টে অভিষেক হয়। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে হয়েছেন ম্যাচসেরা। তবে জুরেলের চেয়ে চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্টে অভিজ্ঞতা বিবেচনায় এগিয়ে থাকছেন পন্ত। এছাড়া চেন্নাইতে বোলিং আক্রমণে তিন স্পিনারের পাশাপাশি দুই পেসার জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে খেলানোর পরিকল্পনা করছেন রোহিত ও গম্ভীর।
ওপেনিংয়ে অধিনায়ক রোহিতের সঙ্গে যশস্বী জয়সওয়ালের খেলাটা অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে তিন ও চারে ব্যাটিং করতে দেখা যাবে শুবমান গিল ও বিরাট কোহলি। পাঁচ নম্বর স্থান নিয়ে প্রতিযোগিতা হতে পারে লোকেশ রাহুল ও সরফরাজ খান। সরফরাজের এ বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকটা দারুণ হয়েছিল। তবে এগিয়ে থাকবেন রাহুল। যদিও প্রথম টেস্ট শুরুর আগে চেন্নাইতে ভারতীয় দলের সঙ্গে তিনি যোগ দিয়েছেন। চলমান দলীপ ট্রফিতেও তাঁর পারফরম্যান্স আশানুরূপ নয়।
কদিন আগে বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম টেস্টের একাদশ বানিয়ে দিয়েছিলেন ব্র্যাড হগ। সেই একাদশে রাহুল, অক্ষরকে রাখেননি হগ। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারের পছন্দের একাদশে ছিলেন সরফরাজ খান। সিরিজের দ্বিতীয় টেস্ট কানপুরে শুরু হচ্ছে ২৭ সেপ্টেম্বর। টেস্ট সিরিজ শেষে ৬,৯ ও ১২ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত।
বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম টেস্টের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা
আইপিএলের মতো ‘হটকেক’ টুর্নামেন্ট নিয়ে আগ্রহ থাকে বিশ্বের অনেক ক্রিকেটারেরই। এবারেরটা যেহেতু মেগা নিলাম ছিল, তাতে অন্যান্যদের মতো বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আশা ছিল অনেক বেশি। কিন্তু মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের কেউই কোনো দল পাননি ২০২৫ আইপিএলে।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের পঞ্চপাণ্ডবদের মধ্যে বিদায়ের সুর বাজতে শুরু করেছে অনেক আগে থেকেই। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে নেই এক বছর ধরে। মাশরাফি বিন মর্তুজা তো নেই ২০২০ সাল থেকে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা কোনো না কোনো সংস্করণ থেকে অবসর নিয়েছেন।
৯ ঘণ্টা আগেবসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় খেলতে চায় না মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের বরাবর লেখা এক চিঠিতে এমনটাই জানিয়েছে দর্শকনন্দিত ক্লাবটি।
১০ ঘণ্টা আগে২০২৩ সাল থেকে দেখা যাচ্ছে একই ঘটনার পুনরাবৃত্তি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির সঙ্গে কোনো না কোনোভাবে ধাক্কা লাগছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি)। ২০২৫ সালেও সমান্তরালে চলবে বিপিএল ও আইএল টি-টোয়েন্টি।
১০ ঘণ্টা আগে