নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ প্রায় শেষের দিকে চলে এসেছে। টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে মিরপুরে প্রস্তুতি ম্যাচ খেলছেন শুধুই ২০ ওভারের ক্রিকেটের জন্য দেশে থাকা ক্রিকেটাররা। টি-টোয়েন্টি দলে থাকা খেলোয়াড়েরা ভারতে যাচ্ছেন পরশু।
বিসিবি সূত্র জানায়, টি-টোয়েন্টি দলে থাকা ৯ সদস্য ঢাকা থেকে দিল্লি যাবেন পরশু। দিল্লিতে থাকতে হবে এক রাত। পরদিন তাঁরা ধরবেন গোয়ালিয়রের ফ্লাইট। এখানেই ৬ অক্টোবর শুরু সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সূত্র আরও জানায়, টি-টোয়েন্টি দলে দুই বছর পর ফিরেছেন পারভেজ হোসেন ইমন। টেস্ট সিরিজ শেষে ২০ ওভারের সংস্করণের ক্রিকেট খেলতে দলের সঙ্গে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজেরও থেকে যাওয়ার গুঞ্জন আছে। সাকিব আল হাসান অবসরে যাওয়ায় মিরাজকে আবারও টি-টোয়েন্টিতে চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। দল নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কিছু বলতে চাইলেন না। শুধু জানালেন, আজ ভারত সফরের টি-টোয়েন্টি দল ঘোষণা করে দেবেন তাঁরা।
গতকাল প্রস্তুতির ফাঁকে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে কথা বলেছেন দলের স্পিন বিভাগের অন্যতম ভরসা রিশাদ হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা যে পাঁচ-ছয়জন স্পিনার আছি, সবাই মিলে আলোচনা করছি কীভাবে ভারতের মাঠে বা সামনে যে খেলা আছে, সেগুলোয় ভালো করা যায়।’ সাকিব জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি তাঁর শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। সাকিবের শূন্যতা দূর করা কতটা চ্যালেঞ্জিং, সেটির উত্তরে রিশাদ বলেছেন, ‘সাকিব ভাই হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমাদের জন্য হতাশার ব্যাপার। চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার (তাঁর শূন্যতা পূরণে)।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ প্রায় শেষের দিকে চলে এসেছে। টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে মিরপুরে প্রস্তুতি ম্যাচ খেলছেন শুধুই ২০ ওভারের ক্রিকেটের জন্য দেশে থাকা ক্রিকেটাররা। টি-টোয়েন্টি দলে থাকা খেলোয়াড়েরা ভারতে যাচ্ছেন পরশু।
বিসিবি সূত্র জানায়, টি-টোয়েন্টি দলে থাকা ৯ সদস্য ঢাকা থেকে দিল্লি যাবেন পরশু। দিল্লিতে থাকতে হবে এক রাত। পরদিন তাঁরা ধরবেন গোয়ালিয়রের ফ্লাইট। এখানেই ৬ অক্টোবর শুরু সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সূত্র আরও জানায়, টি-টোয়েন্টি দলে দুই বছর পর ফিরেছেন পারভেজ হোসেন ইমন। টেস্ট সিরিজ শেষে ২০ ওভারের সংস্করণের ক্রিকেট খেলতে দলের সঙ্গে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজেরও থেকে যাওয়ার গুঞ্জন আছে। সাকিব আল হাসান অবসরে যাওয়ায় মিরাজকে আবারও টি-টোয়েন্টিতে চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। দল নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কিছু বলতে চাইলেন না। শুধু জানালেন, আজ ভারত সফরের টি-টোয়েন্টি দল ঘোষণা করে দেবেন তাঁরা।
গতকাল প্রস্তুতির ফাঁকে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে কথা বলেছেন দলের স্পিন বিভাগের অন্যতম ভরসা রিশাদ হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা যে পাঁচ-ছয়জন স্পিনার আছি, সবাই মিলে আলোচনা করছি কীভাবে ভারতের মাঠে বা সামনে যে খেলা আছে, সেগুলোয় ভালো করা যায়।’ সাকিব জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি তাঁর শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। সাকিবের শূন্যতা দূর করা কতটা চ্যালেঞ্জিং, সেটির উত্তরে রিশাদ বলেছেন, ‘সাকিব ভাই হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমাদের জন্য হতাশার ব্যাপার। চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার (তাঁর শূন্যতা পূরণে)।’
ভারতের জার্সি এখনো গায়ে পরতে পারেননি উর্বিল প্যাটেল। তাঁরই আগে হৈ চৈ ফেলে দিয়েছেন তিনি। ২৮ বলে সেঞ্চুরি করে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন উর্বিল।
১৯ মিনিট আগেবুলাওয়েতে চলছে জিম্বাবুয়ে-পাকিস্তান সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। ছয় ম্যাচের মধ্যে কেবল হয়েছে দুই ম্যাচ। দ্বিপক্ষীয় এই সিরিজ চলার মাঝপথেই ধাক্কা খেল পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে সফরকারী দলের দুই ক্রিকেটারের সিরিজ শেষ হয়ে গেছে।
১ ঘণ্টা আগেহারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দল আজ ছেলেখেলা করেছে আয়ারল্যান্ডকে নিয়ে। মিরপুরে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশদের ১৫৪ রানে হারিয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২ ঘণ্টা আগেঅ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ২০১ রানে। বাংলাদেশের বিশাল পরাজয়ের মাঝে তাসকিন আহমেদ করেছেন নজরকাড়া বোলিং। দুর্দান্ত বোলিংয়ের পর আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের এই পেসার।
৩ ঘণ্টা আগে