Ajker Patrika

প্রথম দিন যে রেকর্ড গড়লেন আমিরাতের আয়ান

ক্রীড়া ডেস্ক
প্রথম দিন যে রেকর্ড গড়লেন আমিরাতের আয়ান

অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর্দা উঠেছে আজ। প্রথম দিন শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখিয়েছে নামিবিয়া। দিনের দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরেছে সংযুক্ত আরব আমিরাত। হারার আগে অবশ্য একটা রেকর্ডে নাম লিখিয়ে ফেলেছে আমিরাত। রেকর্ডটা আমিরাতের অলরাউন্ডার আয়ান আফজাল খানের। 

আজ মাঠে নামার সময় বয়স ছিল ১৬ বছর ৩৩৫ দিন। সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইতিহাসে নাম উঠে গেছে তাঁর। এর আগে এই রেকর্ডটি ছিল মোহাম্মদ আমিরের দখলে। ২০০৯ ইংল্যান্ড বিশ্বকাপে ১৭ বছর ৫৫ দিন বয়সে খেলতে নেমেছিলেন এই পাকিস্তানি বাঁহাতি পেসার। 

ব্যাটে-বলে ম্যাচটা খুব রাঙাতে পারেননি আয়ান। ব্যাটিংয়ে ৭ বলে করেন ৫ রান। বোলিংয়ে অবশ্য বেশ কিপটে ছিলেন, ৩ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট নেন। জন্মসূত্রে আয়ান একজন ভারতীয়। ছোটবেলায় বাবার কর্মসূত্রে গোয়া থেকে আমিরাতে পাড়ি জমান। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে সবার নজর আসেন। 

এরপর আয়ানকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। সুযোগ পেয়ে যান আমিরাতের জাতীয় দলে। আয়ানের আন্তর্জাতিক অভিষেক বাংলাদেশের বিপক্ষে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। দুই ম্যাচে নেন ৩ উইকেট এই বাঁহাতি স্পিনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত