নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের ফুটবলের কিংবদন্তি গোলরক্ষক মোহাম্মদ মহসিনের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
মহসিনকে সহায়তার বিষয়ে নিজাম উদ্দিন বলেছেন, ‘আমাদের বোর্ড সভাপতি কিংবদন্তি ফুটবলার মহসিন ভাইয়ের ব্যাপারে আমাদের নির্দেশনা দিয়েছেন। তাঁর (পাপন) নির্দেশনায় আমরা গতকালই তাঁর (মহসীন) পরিবারের সঙ্গে আলোচনা করেছি ৷ তাঁর সুস্থতার জন্য চিকিৎসায় বিসিবি পাশে থাকবে।’
দেশের ক্রীড়াঙ্গনে যেকোনো সংকটে প্রায়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিসিবি। এ নিয়ে নিজাম উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু ক্রিকেটারদের জন্য নয়, যেকোনো খেলার যেসব ক্রীড়াবিদ আছেন, তাঁদের যেকোনো অসুবিধায় পাশে থাকার চেষ্টা করে। মহসিন ভাইয়ের ব্যাপারটা এমনই। আমাদের বোর্ড সভাপতির নজরে বিষয়টা এসেছে। তিনি এরই মধ্যে আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ওনাকে (মহসিন) সার্বিক সহযোগিতার ব্যাপারে।’
মহসিনের চিকিৎসার পাশাপাশি জমি উদ্ধারের ব্যাপারেও আইনি সহায়তা করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন। তিনি বলেছেন, ‘আমাদের আইন পরামর্শককে ইতিমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে। মহসিন ভাইয়ের পরিবারকে সেই জমির কাগজপত্র আমাদের আইন পরামর্শককে দিতে বলা হয়েছে। এরপর তিনি বিষয়টি দেখভাল করবেন। আমরাও বিসিবির পক্ষ থেকে সহায়তা করব।’
বাংলাদেশের ফুটবলের কিংবদন্তি গোলরক্ষক মোহাম্মদ মহসিনের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
মহসিনকে সহায়তার বিষয়ে নিজাম উদ্দিন বলেছেন, ‘আমাদের বোর্ড সভাপতি কিংবদন্তি ফুটবলার মহসিন ভাইয়ের ব্যাপারে আমাদের নির্দেশনা দিয়েছেন। তাঁর (পাপন) নির্দেশনায় আমরা গতকালই তাঁর (মহসীন) পরিবারের সঙ্গে আলোচনা করেছি ৷ তাঁর সুস্থতার জন্য চিকিৎসায় বিসিবি পাশে থাকবে।’
দেশের ক্রীড়াঙ্গনে যেকোনো সংকটে প্রায়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিসিবি। এ নিয়ে নিজাম উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু ক্রিকেটারদের জন্য নয়, যেকোনো খেলার যেসব ক্রীড়াবিদ আছেন, তাঁদের যেকোনো অসুবিধায় পাশে থাকার চেষ্টা করে। মহসিন ভাইয়ের ব্যাপারটা এমনই। আমাদের বোর্ড সভাপতির নজরে বিষয়টা এসেছে। তিনি এরই মধ্যে আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ওনাকে (মহসিন) সার্বিক সহযোগিতার ব্যাপারে।’
মহসিনের চিকিৎসার পাশাপাশি জমি উদ্ধারের ব্যাপারেও আইনি সহায়তা করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন। তিনি বলেছেন, ‘আমাদের আইন পরামর্শককে ইতিমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে। মহসিন ভাইয়ের পরিবারকে সেই জমির কাগজপত্র আমাদের আইন পরামর্শককে দিতে বলা হয়েছে। এরপর তিনি বিষয়টি দেখভাল করবেন। আমরাও বিসিবির পক্ষ থেকে সহায়তা করব।’
মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের প্রথম দিনের অর্ধেকটা সময় কেড়ে নিয়েছে বাজে আবহাওয়া। পরে ব্যাটিংয়ে নেমে ৪৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তবে পঞ্চম উইকেটে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ৯৭ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে তাঁরা। তবে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু হতেও দেরি...
২৭ মিনিট আগেআকাশে উড়তে থাকা রংপুর রাইডার্সকে মাটিতে নামিয়ে আনার দারুণ একটা সুযোগ পেয়েছিল চিটাগং কিংস। ১৬৪ রানেই তারা আটকে দিয়েছিল রংপুর রাইডার্সকে। কিন্তু ঘরের মাঠ, গ্যালারিভর্তি দর্শকের সমর্থন নিয়েও ব্যাটিংয়ে অনুজ্জ্বল চিটাগং; ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১৩১ রানের বেশি তুলতে পারেনি তারা। তাতে রংপুর রাইডার্সের জয় ৩
১২ ঘণ্টা আগেবোঝাই যাচ্ছিল, একটা অস্বস্তিতে আছেন। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। চিকিৎসা বিরতি নিয়ে ইনহেলার সেবন করতেও দেখা গেল। তারপরও তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে হারিয়ে দিলেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাচাককে।
১৪ ঘণ্টা আগেপয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই যেমন হওয়ার উচিত, ঠিক তেমনই হলো রংপুরের ইনিংস পর্যন্ত। আলিস আল ইসলাম-বিনুরা ফার্নান্দোদের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে ৬৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল রংপুর। ধুঁকতে ধুঁকতে ১৪ ওভারে রান তুলতে পেরেছিল কেবল...
১৪ ঘণ্টা আগে