Ajker Patrika

দ্রুত রান তাড়ায় চাপে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২০: ৫০
দ্রুত রান তাড়ায় চাপে আফগানিস্তান

মিইয়ে যাচ্ছে আফগানিস্তানের সুপার ফোর খেলার আশা। সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কার দেওয়া ২৯২ রানের লক্ষ্য ৩৭.১ মধ্যে তাড়া করতে হবে আফগানদের। লক্ষ্য তাড়া করতে নেমে পদচ্যুত আফগানরা এর মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছে। 

স্কোরবোর্ডে রান উঠেছে ৭৫। এই প্রতিবেদন লেখার সময় ১২ ওভারের খেলা চলছে। উইকেটে আছেন রহমত শাহ ও অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। অবশ্য আফগানরা শুরুতেই ধাক্কা খায় আক্রমণাত্মক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের উইকেট হারিয়ে। ইনিংসের তৃতীয় ওভারে কাসুন রাজিথার বলে উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে আউট হন গুরবাজ। 

দ্রুত রান তোলার তাগিদ থাকায় রহমতের জায়গায় এদিন তিনে নামানো হয় গুলবাদিন নাইবকে। আশা জাগানিয়া শুরু হলেও ইনিংস লম্বা করতে পারেননি গুলবাদিন। ১৬ বলে তাঁর ২২ রানের ইনিংস শেষ হয়েছে পাতিরানার বলে এলবিডব্লিউ হয়ে। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি গুলবাদিনের।

এর আগে আগের ম্যাচের সেরা ব্যাটার ইব্রাহিম জাদরানের উইকেটও হারায় আফগানিস্তান। পেসার রাজিথার বলে বোল্ড হয়ে ৭ রানে ফিরেছেন তিনি। এখান থেকে ম্যাচ বের করতে হলে বিশেষ কিছুই করতে হবে আফগানদের। যদিও ম্যাচের যত সময় যাচ্ছে, কাজটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে আফগানিস্তানের জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত