ক্রীড়া ডেস্ক
যে ক্রিকেট বিরাট কোহলিকে দীর্ঘ সময় দুহাত ভরে দিয়েছে, সেই ক্রিকেট যেন কোহলির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
অথচ ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা কোহলি কয়েক মাস আগেও ছিলেন ভারতের তিন সংস্করণের অধিনায়ক। আর এখন তাঁকে দল থেকে ছেটে ফেলার চিন্তা করতে বাধ্য হচ্ছেন নির্বাচকেরা। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ইংল্যান্ড সফরেই কোহলির ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে।
আজ রাতে থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজেই হয়তো লেখা আছে কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাগ্য। বিশ্বকাপ দলে কোহলির জায়গা হবে কি না, এ নিয়ে টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে লিখেছে, ‘টি-টোয়েন্টি দল কেমন হবে, দল কেমন হবে, এটা এখনই বলা যাচ্ছে না। কারণ, শীর্ষ ক্রিকেটারদের বিশ্রাম দিতে হচ্ছে। বুমরা হয়তো ওয়েস্ট ইন্ডিজ যাবেন না। রোহিত, পন্ত, পান্ডিয়া টি-টোয়েন্টি খেলতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে কোহলির জন্য টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় সেটি দেখতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের এই সিরিজটা তাই তাঁর জন্য গুরুত্বপূর্ণ।’
সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর তো বলেই দিয়েছেন, কোহলি টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার অবস্থায় নেই। সর্বশেষ আইপিএলে ‘ডাকের হ্যাটট্রিক’ করা ব্যাটারকে নিয়ে জাফরের মত, এখন কোহলির ফর্ম নির্বাচকদের নজরে থাকবে। দীপক হুদা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ারের মতো খেলোয়াড়রা টি-টোয়েন্টি দলের মিডল অর্ডারে জায়গা পাকা করে নিচ্ছেন। কোহলির পক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রাখা খুব একটা সহজ হবে না।’
যে ক্রিকেট বিরাট কোহলিকে দীর্ঘ সময় দুহাত ভরে দিয়েছে, সেই ক্রিকেট যেন কোহলির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
অথচ ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা কোহলি কয়েক মাস আগেও ছিলেন ভারতের তিন সংস্করণের অধিনায়ক। আর এখন তাঁকে দল থেকে ছেটে ফেলার চিন্তা করতে বাধ্য হচ্ছেন নির্বাচকেরা। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ইংল্যান্ড সফরেই কোহলির ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে।
আজ রাতে থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজেই হয়তো লেখা আছে কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাগ্য। বিশ্বকাপ দলে কোহলির জায়গা হবে কি না, এ নিয়ে টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে লিখেছে, ‘টি-টোয়েন্টি দল কেমন হবে, দল কেমন হবে, এটা এখনই বলা যাচ্ছে না। কারণ, শীর্ষ ক্রিকেটারদের বিশ্রাম দিতে হচ্ছে। বুমরা হয়তো ওয়েস্ট ইন্ডিজ যাবেন না। রোহিত, পন্ত, পান্ডিয়া টি-টোয়েন্টি খেলতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে কোহলির জন্য টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় সেটি দেখতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের এই সিরিজটা তাই তাঁর জন্য গুরুত্বপূর্ণ।’
সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর তো বলেই দিয়েছেন, কোহলি টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার অবস্থায় নেই। সর্বশেষ আইপিএলে ‘ডাকের হ্যাটট্রিক’ করা ব্যাটারকে নিয়ে জাফরের মত, এখন কোহলির ফর্ম নির্বাচকদের নজরে থাকবে। দীপক হুদা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ারের মতো খেলোয়াড়রা টি-টোয়েন্টি দলের মিডল অর্ডারে জায়গা পাকা করে নিচ্ছেন। কোহলির পক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রাখা খুব একটা সহজ হবে না।’
উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ শেষ ষোলোর দ্বিতীয় লেগে মাঠে নামছে বার্সেলোনা ও বেনফিকা। কাতালানরা প্রথম লেগে পর্তুগাল ক্লাবটির মাঠ থেকে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছিল। আজ নিজেদের মাঠে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে হান্সি ফ্লিকের শিষ্যরা।
১১ মিনিট আগেঘরের মাঠে দাপট দেখাবে পিএসজি, সেটাই অনুমিত ছিল। কিন্তু ১-০ গোলের জয়ে প্যারিস থেকে বাড়ি ফেরে লিভারপুল। তাতে বড় কৃতিত্ব অবশ্য গোলরক্ষক আলিসন বেকারের। তাঁর ৯টি সেভের কারণে আজ চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে নির্ভার থেকেই পিএসজিকে আতিথ্য দেবে অলরেডরা।
৩৮ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফি জিতে ভারতীয় দলের উচ্ছ্বাস ‘দর্শক’ হিসেবেই দেখল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। তারা দেখছে আফগানিস্তানের মতো দলের ধারাবাহিক ভালো পারফরম্যান্স। বিশ্বমঞ্চে নিয়মিত ব্যর্থ বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ কম। বরং ক্রিকেট এগোচ্ছে না পেছাচ্ছে, এ রকম একটা প্রশ্ন প্রায়ই প্রাসঙ্গিক হয়ে ওঠে
২ ঘণ্টা আগে৩৫ পেরোলেই উপমহাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে অবসরের গুঞ্জনটা বেশিই শোনা যায়। ৩৬ ও ৩৭ বছর বয়সী বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অবসর নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। বিশেষ করে, রোহিতকে নিয়ে ফিসফাস একটু বেশিই শোনা গেছে।
১২ ঘণ্টা আগে