Ajker Patrika

নারীদের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সপ্তম শিরোপা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৫: ০১
নারীদের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সপ্তম শিরোপা

ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে নারী বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড বিশ্বকাপে শিরোপা জয়ের পথে একটি ম্যাচেও হারেনি মেগ লানিংয়ের দল। ওয়ানডেতে এই নিয়ে সপ্তম শিরোপা জিতল নারী বিশ্বকাপের সবচেয়ে বেশি ফাইনাল খেলা দলটা। সর্বশেষ ২০১৩ বিশ্বকাপে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।

ক্রাইস্টচার্সে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ন্যাট স্কিভারের অপরাজিত ১৪৮ রানের সুবাদে ২৮৫ রান তোলে ইংলিশরা। স্কিভার ছাড়া আর কেউই খুব একটা সুবিধা করতে পারেনি। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার অ্যালিসা হিলি।

র‌্যাচেল হেইন্সের সঙ্গে জুটি বেঁধে স্রেফ কচুকাটা করেন ইংলিশ বোলারদের। হেইন্স কিছুটা দেখেশুনে খেললেও শুরু থেকেই তাণ্ডব চালিয়েছেন হিলি। উদ্বোধনী জুটিতে এই দুজন তোলেন ১৬০ রান। এরপর ব্যক্তিগত ৬৮ রানে হেইন্স ফিরলে বেথ মুনিকে নিয়ে আবার শুরু করেন হিলি। দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৫৬ রান।  দলীয় ৩১৬ রানে আউট হন হিলি। তখনো ইনিংস শেষ হতে ২৭ বল বাকি। যেভাবে রান আসছিল, শেষ পর্যন্ত হিলি উইকেটে হয়তো ডাবল সেঞ্চুরিই করে ফেলতেন!  শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

 অস্ট্রেলিয়ার এই রানের পাহাড় গড়তে বড় অবদান রাখেন হলি। প্রথম ব্যাটার হিসেবে নারী ও পুরুষ মিলিয়ে  যেকোনো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েন এই অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটার। আগে যে রেকর্ড ছিল আরেক অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের দখলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত