নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাঁচ ম্যাচের তিন জয়ে বিপিএলে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে সবার ওপরে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ধারাবাহিক ভালো খেলতে থাকা একটা দলের চেহারা যতটা ‘সুখী’ থাকার কথা, সেটা নেই চট্টগ্রামে। হঠাৎ অধিনায়ক বদলের ঘটনায় একটু যেন এলোমেলো দলটা। এই পরিস্থিতিতে দলটির শুরুর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এর দল ছাড়ার খবরও জানা গেছে।
দলীয় ও মিরাজের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মিরাজ আজ সন্ধ্যায় দল ছেড়ে চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসতে পারেন। চট্টগ্রাম দলের ম্যানেজার ফাহিম মুনতাসির অবশ্য দুপুরে বিষয়টি নিশ্চিত না করলেও আজকের পত্রিকাকে এতটুকু বলেছেন, ‘ওর মা অসুস্থ, সে (ঢাকায়) যেতে চাইছে। এখনো নিশ্চিত নই, দেখা যাক কী হয়।’
মিরাজ কেন টুর্নামেন্টের মাঝপথে দল কিংবা চট্টগ্রাম ছাড়তে চাইছেন—এই প্রশ্নে যেটা জানা গেছে, হঠাৎ চট্টগ্রামের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়াটা মিরাজ স্বাভাবিকভাবে নিতে পারেননি। তাঁর জায়গায় গতকাল থেকে চট্টগ্রামের অধিনায়কত্ব করছেন নাঈম ইসলাম। যদিও চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির প্রধান পরিচালন কর্মকর্তা ইয়াসির আলমের দাবি ছিল, দলটির বিদায়ি ইংলিশ কোচ পল নিক্সনের নির্দেশে ‘চাপমুক্ত’ রাখতে মিরাজকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরানো হয়েছে। নিক্সন অবশ্য আজকের পত্রিকাকে পাল্টা প্রশ্ন করেছেন, ‘কে এটা করেছে (পরিবর্তন)? টি-টেন এবং বিপিএলের কারণে লম্বা সময় দল (লেস্টারশায়ার) থেকে দূরে ছিলাম। এখন আমি দেশে ফিরে যাচ্ছি লেস্টারশায়ারের দায়িত্ব নিতে।’
আজ সকালে মিরাজের সঙ্গে যোগাযোগ করা হলে জানালেন, এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলতে চান না। তবে ঢাকায় ফেরার ব্যাপারটি উড়িয়েও দেননি। মিরাজের এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেল, ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে ২৪ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার এতটাই অসন্তুষ্ট, এ বিপিএলে চট্টগ্রামের হয়ে আর নাও দেখা যেতে পারে মিরাজকে। যদিও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এখনো। তবে আজ সন্ধ্যায় মিরাজ ঢাকায় ফিরলে চট্টগ্রাম পর্বের বাকি অংশে আর হয়তো তাঁকে দেখা যাচ্ছে না।
আরও পড়ুন:
পাঁচ ম্যাচের তিন জয়ে বিপিএলে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে সবার ওপরে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ধারাবাহিক ভালো খেলতে থাকা একটা দলের চেহারা যতটা ‘সুখী’ থাকার কথা, সেটা নেই চট্টগ্রামে। হঠাৎ অধিনায়ক বদলের ঘটনায় একটু যেন এলোমেলো দলটা। এই পরিস্থিতিতে দলটির শুরুর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এর দল ছাড়ার খবরও জানা গেছে।
দলীয় ও মিরাজের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মিরাজ আজ সন্ধ্যায় দল ছেড়ে চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসতে পারেন। চট্টগ্রাম দলের ম্যানেজার ফাহিম মুনতাসির অবশ্য দুপুরে বিষয়টি নিশ্চিত না করলেও আজকের পত্রিকাকে এতটুকু বলেছেন, ‘ওর মা অসুস্থ, সে (ঢাকায়) যেতে চাইছে। এখনো নিশ্চিত নই, দেখা যাক কী হয়।’
মিরাজ কেন টুর্নামেন্টের মাঝপথে দল কিংবা চট্টগ্রাম ছাড়তে চাইছেন—এই প্রশ্নে যেটা জানা গেছে, হঠাৎ চট্টগ্রামের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়াটা মিরাজ স্বাভাবিকভাবে নিতে পারেননি। তাঁর জায়গায় গতকাল থেকে চট্টগ্রামের অধিনায়কত্ব করছেন নাঈম ইসলাম। যদিও চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির প্রধান পরিচালন কর্মকর্তা ইয়াসির আলমের দাবি ছিল, দলটির বিদায়ি ইংলিশ কোচ পল নিক্সনের নির্দেশে ‘চাপমুক্ত’ রাখতে মিরাজকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরানো হয়েছে। নিক্সন অবশ্য আজকের পত্রিকাকে পাল্টা প্রশ্ন করেছেন, ‘কে এটা করেছে (পরিবর্তন)? টি-টেন এবং বিপিএলের কারণে লম্বা সময় দল (লেস্টারশায়ার) থেকে দূরে ছিলাম। এখন আমি দেশে ফিরে যাচ্ছি লেস্টারশায়ারের দায়িত্ব নিতে।’
আজ সকালে মিরাজের সঙ্গে যোগাযোগ করা হলে জানালেন, এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলতে চান না। তবে ঢাকায় ফেরার ব্যাপারটি উড়িয়েও দেননি। মিরাজের এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেল, ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে ২৪ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার এতটাই অসন্তুষ্ট, এ বিপিএলে চট্টগ্রামের হয়ে আর নাও দেখা যেতে পারে মিরাজকে। যদিও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এখনো। তবে আজ সন্ধ্যায় মিরাজ ঢাকায় ফিরলে চট্টগ্রাম পর্বের বাকি অংশে আর হয়তো তাঁকে দেখা যাচ্ছে না।
আরও পড়ুন:
আইসিসি ইভেন্টের নকআউট পর্বে পা হড়কানো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে নতুন কিছু নয়। চাপ সামলাতে না পারায় লাহোরে গতকাল চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে প্রোটিয়ারা ৫০ রানে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। সেমিফাইনালে বিদায়ঘণ্টা...
১৪ মিনিট আগেআচমকা এক ঘোষণায় গত রাতে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেটের এই সংস্করণে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে কত ক্রিকেটারকেই তো সতীর্থ হিসেবে পেয়েছেন তিনি। ওয়ানডেকে মুশফিক বিদায় জানানোর পর সামাজিক...
১ ঘণ্টা আগেমুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
১০ ঘণ্টা আগে