ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ শুরুর আগ থেকেই বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। বিশ্বকাপের ব্যর্থতায় সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে। আবদুল রাজ্জাক, কামরান আকমলদের মতো অনেকের মতো তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত।
আবার কেউ কেউ জানিয়েছেন, নিজ থেকে অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া উচিত বাবরের। তবে পাকিস্তানের সাবেক ও বর্তমানরা সমালোচনা করলেও তাঁদের সঙ্গে একমত নন কপিল দেব। ভারতীয় কিংবদন্তির মতে, বর্তমান ফর্মকে বিবেচনা করে বাবরকে বিচার করা ঠিক নয়।
এক ইউটিউব পডকাস্টের সঙ্গে কথা বলার সময় বাবরের পাশে দাঁড়িয়েছেন কপিল। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, বাবরের নেতৃত্বেই ছয় মাস আগে পাকিস্তান ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিল। তাই বর্তমান ফর্ম বিবেচনায় তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলা ভুল। ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘যদি বলেন এই মুহূর্তে বাবর অধিনায়কত্বের জন্য সঠিক ব্যক্তি নন, তাহলে আপনি তার বর্তমান পারফরম্যান্সের দিকে তাকাচ্ছেন। অথচ, তার নেতৃত্বেই পাকিস্তান ছয় মাস আগে ওয়ানডেতে শীর্ষে ছিল।’
বাবরের বর্তমান পারফরম্যান্স বিবেচনা না করে তাঁর মধ্যে প্যাশন ও মেধা কতটা বিদ্যমান, তার দিকে দৃষ্টিপাত করেছেন কপিল। তিনি বলেছেন, ‘যখন কোনো ব্যাটার শূন্যতে আউট হয়, তখন ৯৯ ভাগ মানুষ গলা ফাটায় সেই খেলোয়াড়কে বাদ দিতে। আবার যখন একজন সাধারণ মানের ব্যাটার এসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দেয়, তখন তাকে সুপারস্টার বলে ডাকা হয়। তাই বর্তমান পারফরম্যান্স বিবেচনা করা ঠিক নয়। দেখতে হবে সে কতটা খেলার প্রতি নিবিষ্ট। আর তার মধ্যে কতটা প্যাশন ও মেধা আছে।’
বিশ্বকাপ শুরুর আগ থেকেই বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। বিশ্বকাপের ব্যর্থতায় সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে। আবদুল রাজ্জাক, কামরান আকমলদের মতো অনেকের মতো তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত।
আবার কেউ কেউ জানিয়েছেন, নিজ থেকে অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া উচিত বাবরের। তবে পাকিস্তানের সাবেক ও বর্তমানরা সমালোচনা করলেও তাঁদের সঙ্গে একমত নন কপিল দেব। ভারতীয় কিংবদন্তির মতে, বর্তমান ফর্মকে বিবেচনা করে বাবরকে বিচার করা ঠিক নয়।
এক ইউটিউব পডকাস্টের সঙ্গে কথা বলার সময় বাবরের পাশে দাঁড়িয়েছেন কপিল। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, বাবরের নেতৃত্বেই ছয় মাস আগে পাকিস্তান ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিল। তাই বর্তমান ফর্ম বিবেচনায় তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলা ভুল। ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘যদি বলেন এই মুহূর্তে বাবর অধিনায়কত্বের জন্য সঠিক ব্যক্তি নন, তাহলে আপনি তার বর্তমান পারফরম্যান্সের দিকে তাকাচ্ছেন। অথচ, তার নেতৃত্বেই পাকিস্তান ছয় মাস আগে ওয়ানডেতে শীর্ষে ছিল।’
বাবরের বর্তমান পারফরম্যান্স বিবেচনা না করে তাঁর মধ্যে প্যাশন ও মেধা কতটা বিদ্যমান, তার দিকে দৃষ্টিপাত করেছেন কপিল। তিনি বলেছেন, ‘যখন কোনো ব্যাটার শূন্যতে আউট হয়, তখন ৯৯ ভাগ মানুষ গলা ফাটায় সেই খেলোয়াড়কে বাদ দিতে। আবার যখন একজন সাধারণ মানের ব্যাটার এসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দেয়, তখন তাকে সুপারস্টার বলে ডাকা হয়। তাই বর্তমান পারফরম্যান্স বিবেচনা করা ঠিক নয়। দেখতে হবে সে কতটা খেলার প্রতি নিবিষ্ট। আর তার মধ্যে কতটা প্যাশন ও মেধা আছে।’
আচমকা এক ঘোষণায় গত রাতে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেটের এই সংস্করণে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে কত ক্রিকেটারকেই তো সতীর্থ হিসেবে পেয়েছেন তিনি। ওয়ানডেকে মুশফিক বিদায় জানানোর পর সামাজিক...
৮ মিনিট আগেমুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৯ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
১০ ঘণ্টা আগে