ক্রীড়া ডেস্ক
২৩ বছর আগে হারার লজ্জায় মুখ ঢেকেছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। ১৯৯৯ সালে সেবার মধ্যপ্রদেশের অধিনায়ক হিসেবে শিরোপা জিততে ব্যর্থ হন চন্দ্রকান্ত। এবার সেই দুঃখ ভুলে মাথা উঁচু করে মাঠ চক্কর দিলেন শিষ্যদের কাঁধে। রঞ্জি ট্রফিতে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল মধ্যপ্রদেশ।
শিরোপা নিশ্চিত করার পর মাঠে নতুন চ্যাম্পিয়নরা উচ্ছ্বাসে ভাসলেন। গুরু চন্দ্রকান্ত জয়ের মুহূর্তে সৃষ্টিকর্তাকে স্মরণ করে দর্শকদের করজোড়ে প্রমাণ করলেন। চোখে আনন্দ অশ্রু নিয়ে মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের এক সারিতে দাঁড় করালেন। এরপর সকলে মিলে তিন বার মাথা নিচু করে অভিবাদন জানালেন দর্শকদের।
২০২২ এর রঞ্জির ফাইনালে মুখোমুখি হয় মধ্যপ্রদেশ বনাম মুম্বাই। ৪১ বারের চ্যাম্পিয়ন মুম্বাই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মুম্বাই প্রথম ইনিংসে ৩৭৪ রান করে। মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে ৫৩৬ রানের বিশাল সংগ্রহ পায়। দ্বিতীয় ইনিংসে মুম্বাই ২৬৯ রানে অলআউট হলে মধ্যপ্রদেশের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১০৮ রানের। চন্দ্রকান্তের শিষ্যরা ৬ উইকেট হাতে রেখে সে রান সংগ্রহ করে।
চন্দ্রকান্ত মধ্যপ্রদেশকে চ্যাম্পিয়ন করে নিজের অপূর্ণতা ঘোচালেন। খেলোয়াড় হিসেবে মধ্যপ্রদেশকে চ্যাম্পিয়ন করার সুযোগ ছিল ১৯৯৮-৯৯ মৌসুমে। দলীয় অধিনায়কও ছিলেন সে মৌসুমে। ফাইনালে কর্ণাটকের কাছে ৯৬ রানে হেরে যায় তাঁর দল। শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই জয়টা খুব গুরুত্বপূর্ণ। ১৯৯৯ সালে অধিনায়ক হয়ে যে কাজটা করতে পারিনি, ২০২২ সালে কোচ হিসাবে সেটা পারলাম।’
দলের অধিনায়ক আদিত্য শ্রীবাস্তবও রঞ্জি জয়ের কৃতিত্ব দিয়েছেন চন্দ্রকান্তকে। এরপর ট্রফিকে মাঝখানে রেখে কোচ ও অধিনায়ক চুমু খেয়েছেন আরাধ্য ট্রফিতে।
২৩ বছর আগে হারার লজ্জায় মুখ ঢেকেছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। ১৯৯৯ সালে সেবার মধ্যপ্রদেশের অধিনায়ক হিসেবে শিরোপা জিততে ব্যর্থ হন চন্দ্রকান্ত। এবার সেই দুঃখ ভুলে মাথা উঁচু করে মাঠ চক্কর দিলেন শিষ্যদের কাঁধে। রঞ্জি ট্রফিতে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল মধ্যপ্রদেশ।
শিরোপা নিশ্চিত করার পর মাঠে নতুন চ্যাম্পিয়নরা উচ্ছ্বাসে ভাসলেন। গুরু চন্দ্রকান্ত জয়ের মুহূর্তে সৃষ্টিকর্তাকে স্মরণ করে দর্শকদের করজোড়ে প্রমাণ করলেন। চোখে আনন্দ অশ্রু নিয়ে মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের এক সারিতে দাঁড় করালেন। এরপর সকলে মিলে তিন বার মাথা নিচু করে অভিবাদন জানালেন দর্শকদের।
২০২২ এর রঞ্জির ফাইনালে মুখোমুখি হয় মধ্যপ্রদেশ বনাম মুম্বাই। ৪১ বারের চ্যাম্পিয়ন মুম্বাই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মুম্বাই প্রথম ইনিংসে ৩৭৪ রান করে। মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে ৫৩৬ রানের বিশাল সংগ্রহ পায়। দ্বিতীয় ইনিংসে মুম্বাই ২৬৯ রানে অলআউট হলে মধ্যপ্রদেশের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১০৮ রানের। চন্দ্রকান্তের শিষ্যরা ৬ উইকেট হাতে রেখে সে রান সংগ্রহ করে।
চন্দ্রকান্ত মধ্যপ্রদেশকে চ্যাম্পিয়ন করে নিজের অপূর্ণতা ঘোচালেন। খেলোয়াড় হিসেবে মধ্যপ্রদেশকে চ্যাম্পিয়ন করার সুযোগ ছিল ১৯৯৮-৯৯ মৌসুমে। দলীয় অধিনায়কও ছিলেন সে মৌসুমে। ফাইনালে কর্ণাটকের কাছে ৯৬ রানে হেরে যায় তাঁর দল। শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই জয়টা খুব গুরুত্বপূর্ণ। ১৯৯৯ সালে অধিনায়ক হয়ে যে কাজটা করতে পারিনি, ২০২২ সালে কোচ হিসাবে সেটা পারলাম।’
দলের অধিনায়ক আদিত্য শ্রীবাস্তবও রঞ্জি জয়ের কৃতিত্ব দিয়েছেন চন্দ্রকান্তকে। এরপর ট্রফিকে মাঝখানে রেখে কোচ ও অধিনায়ক চুমু খেয়েছেন আরাধ্য ট্রফিতে।
দুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত। লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে আজ কে জিতবে তা সময়ই বলবে, তবে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম তো পারলে বলেই ফেলেন—‘গত মাসেই তো ওদের লাহোরে হারালাম।’
২৪ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
১২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১৩ ঘণ্টা আগে