Ajker Patrika

সুন্দর লাগছে, ওয়াও ফিলিংস, অধিনায়ক হয়ে নাসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুন্দর লাগছে, ওয়াও ফিলিংস, অধিনায়ক হয়ে নাসির

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম সংস্করণ শুরু হচ্ছে আগামীকাল। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি উন্মোচনে উপস্থিত হয়েছেন অধিনায়কেরা। ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া বাকি ছয়ে দলের অধিনায়কই উপস্থিত ছিলেন।

অধিনায়কের নাম জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ঢাকা ডমিনেটরস ফ্র্যাঞ্চাইজি। তবে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নাসির হোসেনের উপস্থিতি দেখে বোঝা গেছে তিনিই নেতৃত্ব দেবেন ঢাকাকে। দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বসিত নাসির। একটু মজা করেই বলেছেন, ‘আমার সুন্দর লাগছে, ওয়াও ফিলিংস, যেহেতু আমি অধিনায়ক।’

বিপিএলের গত আসরে চোটের কারণে খেলতে পারেননি নাসির হোসেন। এবার ঢাকা ডমিনেটরসের অধিনায়ক হয়েই ফিরেছেন দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে।

দল গোছানো থেকে শুরু করে, এখন পর্যন্ত তেমন আলোচনায় নেই ঢাকা। বড় কোনো মুখ না থাকলেও নাসির আশাবাদী চ্যাম্পিয়ন হতে, ‘সবার মতো আমরাও চ্যাম্পিয়ন হতে চাই। আমরা আশাবাদী, খুব ভালো কিছু করব। আমি এর আগেও অধিনায়কত্ব করেছি। প্রত্যেক টুর্নামেন্টেই সবার চ্যালেঞ্জ থাকে। এটা আমাদের জন্য একটা সুযোগ। এখানে ভালো করলে সামনের ক্যারিয়ারেও ভালো হবে। এটাই মনোযোগ থাকবে, সাথে দল যেন ভালো ফল করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত