Ajker Patrika

বিপিএলে আসতে অগ্রিম টাকা নিচ্ছেন বিদেশি ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কখনো ব্যাটিং, কখনো বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন ফাহিম আশরাফ। ছবি: ফরচুন বরিশাল
কখনো ব্যাটিং, কখনো বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন ফাহিম আশরাফ। ছবি: ফরচুন বরিশাল

বিপিএলে পারিশ্রমিক ইস্যু এমন জায়গায় এসে পৌঁছেছে যে রাজশাহী দলের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) নাকি নিজের বসতবাড়ি বিক্রি করে ক্রিকেটারদের পাওনা মেটানোর পরিকল্পনা করতে হচ্ছে! হোটেলে বিল বকেয়া রাখায় ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধারকে হোটেলে নজরদারিতে রাখা, খেলোয়াড়দের চেক বারবার বাউন্স করার মতো ঘটনা ঘটেছে। তিনি কীভাবে এই বিপিএলে দল পেলেন, এটাই প্রশ্ন।

বিপিএলের পারিশ্রমিক ইস্যু পৌঁছেছে আন্তর্জাতিক পর্যায়েও। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা ধুয়ে দিয়েছে বিসিবিকে। শেষ চারের লড়াইয়ে বিদেশি ক্রিকেটারদের আনতেও হিমশিম খেতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। যে ক্রিকেটাররা খেলতে আসতে চাইছেন, তাঁরা বিশেষ অনুরোধে অগ্রিম পারিশ্রমিক নিয়ে খেলতে রাজি হচ্ছেন। কেউ কেউ আবার আগে অ্যাকাউন্টে টাকা জমা দেখে বিপিএল খেলতে রওনা হচ্ছেন।

রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের মতো পেশাদার দলগুলো প্লে-অফের আগে বিদেশি তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে চুক্তির পুরো অর্থ অগ্রিম জমা দিতে বাধ্য হচ্ছে। নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনের উদাহরণ আসবে সবার আগে। তামিম ইকবালের ফরচুন বরিশাল তাঁকে দলে নিয়েছে, মিলনের আসার আগেই চুক্তির পুরো অর্থ তাঁর অ্যাকাউন্টে জমা হয়ে গেছে।

রংপুর রাইডার্সও একই পরিস্থিতির মুখোমুখি। তারা অস্ট্রেলিয়ার টিম ডেভিড, ডেভিড ওয়ার্নার এবং ক্যারিবীয় তারকা সুনীল নারাইনকে দলে নিতে আলোচনা চূড়ান্ত করেছে, তবে এই চুক্তি কার্যকর হতে অগ্রিম পারিশ্রমিক পরিশোধ করা নাকি বাধ্যতামূলক। বিদেশি ক্রিকেটারদের চোখে বিপিএল এখন ‘খেলাপি লিগ’! এখানে টাকা না পাওয়ার ঘটনা নতুন কিছু নয়, এবারের আসরে পেছনের সব টুর্নামেন্ট ছাপিয়ে গেছে। এ বিষয়ে পরশু প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোকে সতর্ক থাকতে হবে এবং খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করার সময় একটি স্বচ্ছ চুক্তিপত্র থাকা উচিত। এর মাধ্যমে খেলোয়াড়দের অর্থ ও তাঁদের অধিকার সুরক্ষিত থাকবে, কোনো ধরনের বিতর্ক সৃষ্টি হবে না।’ জাতীয় দলের সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনও এই পরিস্থিতির জন্য আয়োজকদেরই বেশি দায় দেখেন। তিনি বলেন, ‘যদি আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাপারে কঠোর হতাম, তবে এসব বিতর্ক এড়ানো সম্ভব হতো।’

বিপিএল ক্যারিয়ারে দুই সেঞ্চুরির দুটি করেছেন রংপুর রাইডার্সের হয়ে। ছবি:রংপুর রাইডার্স
বিপিএল ক্যারিয়ারে দুই সেঞ্চুরির দুটি করেছেন রংপুর রাইডার্সের হয়ে। ছবি:রংপুর রাইডার্স

বিপিএলের বিতর্কিত ঘটনায় বিসিবি তথা দেশেরই ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিপ্রেক্ষিতে যথাযথভাবে খতিয়ে দেখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ একটি ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করেছে গতকাল। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘২০২৫ বিপিএলকে কেন্দ্র করে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকা-সংক্রান্তে উত্থাপিত ইস্যুসমূহ যথাযথ খতিয়ে দেখতে একটা সত্যানুসন্ধান কমিটি গঠন করা হলো।’

তিন সদস্যের কমিটিতে আহ্বায়ক হিসেবে কাজ করবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক। সাত কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে কমিটি গণমাধ্যমে প্রকাশিত খবর আমলে নিচ্ছে। এর মধ্যে দুদিন আগে আজকের পত্রিকায় প্রকাশিত ‘চেক দিচ্ছে, টাকা পাচ্ছি না, এটা প্রতারণা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত