Ajker Patrika

সমালোচনার মুখে নেতৃত্ব ছাড়লেন বাবর

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৪: ৪৮
সমালোচনার মুখে নেতৃত্ব ছাড়লেন বাবর

তারকা খেলোয়াড়দের যেন ‘ঝামেলার’ অন্ত নেই। ভালো খেললে যেমন পাওয়া যায় প্রশংসার ফুলঝুরি, তেমনি খারাপ খেললে মুদ্রার উল্টো পিঠ দেখতেও সময় লাগে না। ২০২৩ বিশ্বকাপে গ্রুপ পর্বে পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে যাওয়ায় বাবর আজমের নেতৃত্ব নিয়ে চলছিল তুমুল সমালোচনা। তাঁর নেতৃত্ব কেড়ে নেওয়ার কথাও শোনা যাচ্ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে। অবশেষে তিনি আজ পাকিস্তানের নেতৃত্ব ছাড়লেন তিনি। 

সামাজিকমাধ্যমে এক বিবৃতি দিয়ে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন বাবর। পাকিস্তানের এই ব্যাটার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, ‘সব সংস্করণ থেকে পাকিস্তানের নেতৃত্ব ছেড়ে দিচ্ছি। এটা কঠিন সিদ্ধান্ত হলেও মনে হচ্ছে এখনই সরে যাওয়ার উপযুক্ত সময়। তিন সংস্করণেই খেলোয়াড় হিসেবে আমি পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করব। নতুন যে অধিনায়ক হচ্ছে, তাকে সমর্থন দেওয়ার জন্য আমি আছি। আমার অভিজ্ঞতা ও আত্মনিবেদন দিয়ে দলের পাশে সবসময় থাকব। এমন মহান দায়িত্ব দিয়ে আমার ওপর বিশ্বাস রাখার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি।’ 

২০১৯ সালে অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বাবরের অধিনায়কত্বের শুরু। শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে সাফল্য পেতে থাকেন অধিনায়ক বাবর। তাঁর নেতৃত্বে ২০২১ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। এরপর দক্ষিণ আফ্রিকায় গিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল পাকিস্তান। বাবরের নেতৃত্বে পাকিস্তান টানা ৯ ওয়ানডে জেতার কীর্তি গড়ে। এরপর ২০২৩ সালে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দুইবার উঠেছিল এশিয়ার এই দল। একই সঙ্গে ছুটিয়েছেন রানের ফোয়ারা।

চার বছরে উত্থান-পতনের যাত্রার কথা উল্লেখ করে বাবর বলেন, ‘আমার এখনো স্পষ্ট মনে আছে যখন ২০১৯ সালে পিসিবির থেকে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার ডাক পেয়েছিলাম। গত চার বছরে অনেক উত্থান-পতনের অভিজ্ঞতা হয়েছে। তবে বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের সম্মান ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করেছি। খেলোয়াড়, কোচ ও ম্যানেজমেন্টের সম্মিলিত প্রচেষ্টায় সাদা বলের ক্রিকেটে এক নম্বরে ওঠা সম্ভব হয়েছে। পাকিস্তানের ক্রিকেট ভক্তদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।’ 

অধিনায়ক হিসেবে চার বছরের ক্যারিয়ারে তিন সংস্করণ মিলে বাবর খেলেছেন ১৩৪ ম্যাচ। ৪৮.০৩ গড়ে করেন ৬২৯২ রান। ১৫ সেঞ্চুরি ও ৪৮ ফিফটি করেন। তাঁর নেতৃত্বে পাকিস্তান জিতেছে ৭৮ ম্যাচ, হেরেছে ৪৪ ম্যাচ, ৪ ম্যাচ ড্র ও ১ ম্যাচ টাই হয়েছে। ৭ ম্যাচের কোনো ফল হয়নি। বাবর পদত্যাগ করায় পাকিস্তান হয়ে পড়েছে নেতৃত্বশূন্য। পাকিস্তানের গণমাধ্যমে সম্ভাব্য অধিনায়ক হিসেবে শোনা যাচ্ছে শান মাসুদ, শাহিন শাহ আফ্রিদি, ইমাদ ওয়াসিমের মতো খেলোয়াড়দের নাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত