Ajker Patrika

নেপালকে বিধ্বস্ত করে ৩৯ বছরের রেকর্ড ভাঙল ভারত

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১: ২৬
নেপালকে বিধ্বস্ত করে ৩৯ বছরের রেকর্ড ভাঙল ভারত

নেপালের বোলারদের নিয়ে গতকাল রীতিমতো ছেলেখেলা করেছেন রোহিত শর্মা-শুভমান গিল। পাল্লেকেলেতে ভারতের বিশাল জয়ে রেকর্ডও গড়েছেন এ দুই ব্যাটার। প্রায় ৪০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিল ভারতের এই উদ্বোধনী জুটি। 

টস হেরে প্রথমে ব্যাট করে নেপাল ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায়। এরপর ২৩১ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ১৭ রান। তারপর বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। বৃষ্টির পর খেলা শুরু হলে ভারতের লক্ষ্য হয় ২৩ ওভারে ১৪৫ রান। রোহিত-গিলের ১২১ বলে ১৪৭ রানের অবিচ্ছেদ্য উদ্বোধনী জুটিতে ২০.১ ওভারেই জয় নিশ্চিত করে ভারত। ৩৯ বছর পর এশিয়া কাপে ১০ উইকেটের জয় পেল ভারত। শারজায় ১৯৮৪-এর এশিয়া কাপে শ্রীলঙ্কার দেওয়া ৯৭ রানের লক্ষ্য ২১.৪ ওভারে তাড়া করে জিতে যায় ভারত। উদ্বোধনী জুটিতে ৯৭ রান করেন সুরিন্দর খান্না ও গুলাম পারকর। 

রোহিত-গিলের ১৪৭ রানের জুটি ওয়ানডে এশিয়া কাপে ভারতের সেরা চার উদ্বোধনী জুটিতে জায়গা করে নিয়েছে। ভারতের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি হয়েছিল ২০১৮ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে। দুবাইয়ে রোহিত-শিখর ধাওয়ান ২১০ রানের জুটি গড়েছিলেন। 

ওয়ানডে এশিয়া কাপে ভারতের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান: 
২১০ রান: রোহিত শর্মা-শিখর ধাওয়ান; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: দুবাই; ২০১৮ 
১৬১ রান: শচীন টেন্ডুলকার-মনোজ প্রভাকর; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: শারজা; ১৯৯৫ 
১৪৭ রান: রোহিত শর্মা-শুভমান গিল; প্রতিপক্ষ: নেপাল; ভেন্যু: পাল্লেকেলে; ২০২৩ 
১২৭ রান; বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর; প্রতিপক্ষ: হংকং; ভেন্যু: দুবাই; ২০০৮ 

ওয়ানডেতে ভারতের ১০ উইকেটের জয়ে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান: 
২০১ রান: বীরেন্দর শেবাগ-গৌতম গম্ভীর; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: হ্যামিল্টন; ২০০৯ 
 ১৯৭ রান: শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: শারজা; ১৯৯৮ 
 ১৯২ রান; শিখর ধাওয়ান-শুভমান গিল; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: হারারে; ২০২২ 
 ১৪৭ রান: রোহিত শর্মা-শুভমান গিল; প্রতিপক্ষ: নেপাল; ভেন্যু: পাল্লেকেলে; ২০২৩

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত