নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসান খেলছেন গল টাইটানসের হয়ে। সাকিব এবার সতীর্থ হিসেবে পাচ্ছেন লিটন দাসকে। গল টাইটানসের হয়ে খেলবেন লিটন।
এলপিএল খেলতে লিটনকে আজ অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সূত্র জানিয়েছে, টুর্নামেন্টে দলের বাকি ম্যাচগুলো খেলবেন লিটন। বাংলাদেশের এই ক্রিকেটার দুপুর ১২টার ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছেন। ফেসবুকে ছবি পোস্ট করে লিটন ক্যাপশন দিয়েছেন, ‘কলম্বোতে যাচ্ছি।’
সাকিব, লিটন দুজনই এলপিএল খেলার আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেছেন। কানাডায় সাকিব খেলেছেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে। আর লিটন খেলেছেন সারে জাগুয়ার্সের হয়ে। ফাইনালে জাগুয়ার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টাইগার্স। তবে ফাইনালে খেলতে পারেননি সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার চার ম্যাচ খেলে উড়াল দিয়েছিলেন শ্রীলঙ্কায়। ৪ ম্যাচে ২৫.৫০ গড় ও ১৫৪.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ১০২ রান। আর ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। অন্যদিকে কানাডায় পুরো টুর্নামেন্ট খেলেও লিটন ছিলেন বিবর্ণ। আট ম্যাচে খেলে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন সাত ম্যাচে। ২১.৭১ গড় ও ১০০.৬৬ স্ট্রাইক রেটে করেছেন ১৫২ রান।
এলপিএলে এখন পর্যন্ত সাকিব খেলেছেন ছয় ম্যাচ। ১৬.৬০ গড় ও ১২০.২৮ স্ট্রাইক রেটে করেছেন ৮৩ রান। ৬.৬৮ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। আর পয়েন্ট তালিকায় পাঁচ দলের মধ্যে পাঁচ নম্বরে আছে গল টাইটানস। ছয় ম্যাচে ২টি জয় ও ৪ পরাজয়ে ৪ পয়েন্ট পেয়েছে গল।
এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসান খেলছেন গল টাইটানসের হয়ে। সাকিব এবার সতীর্থ হিসেবে পাচ্ছেন লিটন দাসকে। গল টাইটানসের হয়ে খেলবেন লিটন।
এলপিএল খেলতে লিটনকে আজ অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সূত্র জানিয়েছে, টুর্নামেন্টে দলের বাকি ম্যাচগুলো খেলবেন লিটন। বাংলাদেশের এই ক্রিকেটার দুপুর ১২টার ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছেন। ফেসবুকে ছবি পোস্ট করে লিটন ক্যাপশন দিয়েছেন, ‘কলম্বোতে যাচ্ছি।’
সাকিব, লিটন দুজনই এলপিএল খেলার আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেছেন। কানাডায় সাকিব খেলেছেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে। আর লিটন খেলেছেন সারে জাগুয়ার্সের হয়ে। ফাইনালে জাগুয়ার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টাইগার্স। তবে ফাইনালে খেলতে পারেননি সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার চার ম্যাচ খেলে উড়াল দিয়েছিলেন শ্রীলঙ্কায়। ৪ ম্যাচে ২৫.৫০ গড় ও ১৫৪.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ১০২ রান। আর ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। অন্যদিকে কানাডায় পুরো টুর্নামেন্ট খেলেও লিটন ছিলেন বিবর্ণ। আট ম্যাচে খেলে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন সাত ম্যাচে। ২১.৭১ গড় ও ১০০.৬৬ স্ট্রাইক রেটে করেছেন ১৫২ রান।
এলপিএলে এখন পর্যন্ত সাকিব খেলেছেন ছয় ম্যাচ। ১৬.৬০ গড় ও ১২০.২৮ স্ট্রাইক রেটে করেছেন ৮৩ রান। ৬.৬৮ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। আর পয়েন্ট তালিকায় পাঁচ দলের মধ্যে পাঁচ নম্বরে আছে গল টাইটানস। ছয় ম্যাচে ২টি জয় ও ৪ পরাজয়ে ৪ পয়েন্ট পেয়েছে গল।
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩১ মিনিট আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
২ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
২ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে