Ajker Patrika

ফিরেই কাঁপাচ্ছেন সাকিব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফিরেই কাঁপাচ্ছেন সাকিব 

পেশাদার ক্রিকেটে আজ প্রায় এক মাস পর ফিরেছেন সাকিব আল হাসান। ব্যাটে বলে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যানস করছেন আবাহনীর বিপক্ষে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী এখনো অপরাজিত।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথমে ব্যাটিং পাওয়া শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। পাঁচ নম্বরে নেমে বিপদে ফেরা শেখ জামালের হাল ধরেন সাকিব। চতুর্থ উইকেটে সৈকত আলীর সঙ্গে ৬২ রানের জুটি গড়তে অবদান রাখেন সাকিব। প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার পর অবশ্য সাকিব তাড়াতাড়ি আউট হয়েছেন। ৫৬ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৯ রান করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুর্দান্ত তিনি। আবাহনীর উদ্বোধনী জুটি দলীয় ১০ রানে ভেঙেছে সাকিবের কল্যাণেই। চতুর্থ ওভারের পঞ্চম বলে আবাহনী ওপেনার সাব্বির হোসেনকে ফেরান সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এক রকম ‘প্রতিশোধ’ই নিয়েছেন। প্রথম ইনিংসে সাকিব যখন তানজিম সাকিবের বলে আউট হয়েছেন, তখন ক্যাচ ধরেন সাব্বির।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আবাহনী ২২ ওভারে করেছে ২ উইকেটে ১০১ রান। ৫৭ বলে ৫০ রান করে অপরাজিত এনামুল হক বিজয়। মেরেছেন ৩ চার ও ২ ছক্কা। আফিফ হোসেন ধ্রুব ২২ বলে ২০ রানে ব্যাটিং করছেন। আবাহনীর সামনে লক্ষ্য ২৬৮ রানের। ৫ ওভার বোলিং করে সাকিব ১৭ রানে নেন ১ উইকেট।

প্রথমে ব্যাটিং পাওয়া শেখ জামাল ব্যাটিংয়ে ধুঁকতে থাকে। এক পর্যায়ে দলের স্কোর হয়ে যায় ৩৫.৩ ওভারে ৭ উইকেটে ১৫২ রান। ৯ নম্বরে নামা জিয়াউর রহমানের ঝোড়ো ব্যাটিংয়েই ২৫০ পেরোতে পারে শেখ জামাল। ৫৮ বলে ৫ চার ও ৮ ছক্কায় ৮৫ রান করেছেন জিয়াউর। তিনিই শেখ জামালের সর্বোচ্চ স্কোরার। ৯ উইকেটে ২৬৭ রানে ইনিংস শেষ করে দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত