Ajker Patrika

আইপিএলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ ফেরালেন জাদেজা, ছিলেন অখুশি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১২ মে ২০২৪, ২২: ১১
আইপিএলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ ফেরালেন জাদেজা, ছিলেন অখুশি

আলোচনায় রাখতেই যেন পছন্দ করেন রবীন্দ্র জাদেজা। কখনো মাঠের পারফরম্যান্সে, কখনোবা ভিন্ন কোনো ঘটনা ঘটিয়ে পাদপ্রতীপের আলোয় আসেন তিনি। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আজ পাঁচ বছর পর ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ ফিরিয়ে এনেছেন আইপিএলে। আউটের সিদ্ধান্তে খুশি হতে পারেননি তিনি। 

রাজস্থান রয়্যালসের বিপক্ষে আজ ১৪২ রান তাড়া করছিল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ইনিংসের ১৬ তম ওভারের পঞ্চম বলে আবেশ খানকে থার্ড ম্যানে ঠেলে দুই রান নিতে যান জাদেজা। তবে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের থেকে কোনো সাড়া পাননি। রাজস্থানের উইকেটরক্ষক সঞ্জু স্যামসন ননস্ট্রাইক প্রান্তে থ্রো করলে সেটা জাদেজার গায়ে লেগে সরে যায়। ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের’ আবেদন করে রাজস্থান। ইচ্ছে করে বল আটকেছেন কি না, সেটা নিয়ে তৃতীয় আম্পায়ার সবকিছু বিচার বিশ্লেষণ করে আউট ঘোষণা করেন। এমন আউটের পর খুশি হতে পারেননি জাদেজা। ৯ বলে ৫ রান করে আউট হয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার। 

জাদেজা যখন আউট হন, তখন ২৫ বলে ২১ রান দরকার হয় চেন্নাইয়ের। রুতুরাজের দল আনুষ্ঠানিকতা সেরেছে তাড়াতাড়ি। ১০ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে তারা। প্লে অফের লড়াইটা আরও একবার জমিয়ে দিল চেন্নাই। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তারা এখনপয়েন্ট তালিকার তিনে। সমান ১৪ পয়েন্ট নিয়ে চারে সানরাইজার্স হায়দরাবাদ।

এখন পর্যন্ত আইপিএলে তিনবার ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের ঘটনা ঘটেছে। ২০১৩ আইপিএলে ইউসুফ পাঠান প্রথম ব্যাটার হিসেবে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হয়েছেন। দ্বিতীয় ঘটনা ঘটেছে ২০১৯ সালে। অমিত মিশ্র এমন আউটের শিকার হয়েছেন। 


আইপিএলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের’ ঘটনা
                                          দল                                                   প্রতিপক্ষ                             সাল
ইউসুফ পাঠান               কলকাতা নাইট রাইডার্স               পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া                      ২০১৩
অমিত মিশ্র                   দিল্লি ক্যাপিটালস                         সানরাইজার্স হায়দরাবাদ                  ২০১৯
রবীন্দ্র জাদেজা              চেন্নাই সুপার কিংস                       রাজস্থান রয়্যালস                            ২০২৪

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত