ক্রীড়া ডেস্ক
দ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
ভারতে রঞ্জি ট্রফিতে এলিট গ্রুপ সি-এর ম্যাচে প্রথম ইনিংসে কেরালার সবগুলো উইকেট নিয়েছেন হরিয়ানার কাম্বোজ। লাহিলের চৌধুরী বানসি লাল স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের প্রথম দিনে দুই উইকেট নেন কাম্বোজ। দ্বিতীয় দিনও খেলা হয়নি ঠিকঠাক। এ দিন তাঁর প্রাপ্তি ছয় উইকেট। আজ তৃতীয় দিন সকালে বাকি দুই উইকেটও নেন তিনি।
রঞ্জি ট্রফির ইতিহাসে কোনো বোলারের একাই ১০ উইকেট নেওয়ার তৃতীয় ঘটনা এটি। ১৯৫৫-৫৬ মৌসুমে বাঁহাতি পেসার প্রেমাংশু চ্যাটার্জি আসামের বিপক্ষে নিয়েছিলেন ২০ রানে ১০ উইকেট। ১৯৮৫-৮৬ মৌসুমে বিদার্ভর বিপক্ষে রাজস্থানের পেসার প্রদীপ সুন্দারাম ৭৮ রান দিয়ে নিয়েছিলেন ১০ উইকেট।
সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ১০ উইকেট শিকার করা ষষ্ঠ ভারতীয় বোলার আনশুল। বাকি তিনজন হলেন—লেগ স্পিনার শুভাষ গুপ্ত, কিংবদন্তি অনিল কুম্বলে ও পেসার দেবাশিস মোহান্তি। পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেট নিয়েছিলেন কুম্বলে।
২৩ বছর বয়সী কাম্বোজ আগেও প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ৮ উইকেট শিকার করেছিলেন। ভারতের ঘরোয়া ক্রিকেটে পুরো মৌসুমেই দারুণ ছন্দে আছেন তিনি। এই বছর ভিজায় হাজারে ট্রফিতে ৫০ ওভারের টুর্নামেন্টে হরিয়ানার ঐতিহাসিক প্রথম শিরোপা জয়ে বড় অবদান রাখেন কাম্বোজ। শিকার করেছেন ১৭ উইকেট।
সবশেষ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলে অভিষেকও হয়ে কাম্বোজের। তিন ম্যাচে সুযোগ পেয়েছিলেন একাদশে। তবে আগামী নিলামে নজর থাকবে এই পেসারের দিকেও।
দ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
ভারতে রঞ্জি ট্রফিতে এলিট গ্রুপ সি-এর ম্যাচে প্রথম ইনিংসে কেরালার সবগুলো উইকেট নিয়েছেন হরিয়ানার কাম্বোজ। লাহিলের চৌধুরী বানসি লাল স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের প্রথম দিনে দুই উইকেট নেন কাম্বোজ। দ্বিতীয় দিনও খেলা হয়নি ঠিকঠাক। এ দিন তাঁর প্রাপ্তি ছয় উইকেট। আজ তৃতীয় দিন সকালে বাকি দুই উইকেটও নেন তিনি।
রঞ্জি ট্রফির ইতিহাসে কোনো বোলারের একাই ১০ উইকেট নেওয়ার তৃতীয় ঘটনা এটি। ১৯৫৫-৫৬ মৌসুমে বাঁহাতি পেসার প্রেমাংশু চ্যাটার্জি আসামের বিপক্ষে নিয়েছিলেন ২০ রানে ১০ উইকেট। ১৯৮৫-৮৬ মৌসুমে বিদার্ভর বিপক্ষে রাজস্থানের পেসার প্রদীপ সুন্দারাম ৭৮ রান দিয়ে নিয়েছিলেন ১০ উইকেট।
সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ১০ উইকেট শিকার করা ষষ্ঠ ভারতীয় বোলার আনশুল। বাকি তিনজন হলেন—লেগ স্পিনার শুভাষ গুপ্ত, কিংবদন্তি অনিল কুম্বলে ও পেসার দেবাশিস মোহান্তি। পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেট নিয়েছিলেন কুম্বলে।
২৩ বছর বয়সী কাম্বোজ আগেও প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ৮ উইকেট শিকার করেছিলেন। ভারতের ঘরোয়া ক্রিকেটে পুরো মৌসুমেই দারুণ ছন্দে আছেন তিনি। এই বছর ভিজায় হাজারে ট্রফিতে ৫০ ওভারের টুর্নামেন্টে হরিয়ানার ঐতিহাসিক প্রথম শিরোপা জয়ে বড় অবদান রাখেন কাম্বোজ। শিকার করেছেন ১৭ উইকেট।
সবশেষ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলে অভিষেকও হয়ে কাম্বোজের। তিন ম্যাচে সুযোগ পেয়েছিলেন একাদশে। তবে আগামী নিলামে নজর থাকবে এই পেসারের দিকেও।
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
৪ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৪ ঘণ্টা আগে