ক্রীড়া ডেস্ক
২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুম থেকেই খেলছেন দিনেশ কার্তিক। দেখতে দেখতে কাছাকাছি চলে এল ১৭ তম আইপিএল। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। ভারতের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবারই কার্তিককে দেখা যেতে পারে শেষবারের মতো।
এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলবেন কার্তিক। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, এবারই শেষবারের মতো খেলতে যাচ্ছেন তিনি। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ব্যাপারেও সিদ্ধান্ত শিগগিরই নেবেন বলে জানা গেছে। কার্তিক আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ এর ২ নভেম্বর। অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ।
দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে অভিষেক হয় কার্তিকের। ২০০৮ সালের ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে অভিষেক হয় আইপিএলে। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবশেষ ম্যাচ খেলেন গত বছরের ২১ মে। সেবার আরসিবির হয়ে খেলেন গুজরাট টাইটান্সের বিপক্ষে। এখন পর্যন্ত হওয়া ১৬ মৌসুমের প্রতিটিতেই খেলেছেন কার্তিক। আইপিএলে ১৫ বছরের ক্যারিয়ারে মিস করেছেন মাত্র দুই ম্যাচ। প্রথমটা ২০০৮ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এরপরে গত বছর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তাঁর খেলা হয়নি। কার্তিকসহ এখন পর্যন্ত সাত ক্রিকেটার আইপিএলের প্রতিটি মৌসুমেই খেলেছেন। বাকি ছয় ক্রিকেটার হলেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা ও মনিশ পান্ডে।
আইপিএলে এখন পর্যন্ত ২৪২ ম্যাচে কার্তিক করেছেন ৪৫১৬ রান। গড় ২৫.৮ ও স্ট্রাইকরেট ১৩২.৭। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় কার্তিক আছেন ১০ নম্বরে। ৭২৬৩ রান করে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি।
২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুম থেকেই খেলছেন দিনেশ কার্তিক। দেখতে দেখতে কাছাকাছি চলে এল ১৭ তম আইপিএল। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। ভারতের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবারই কার্তিককে দেখা যেতে পারে শেষবারের মতো।
এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলবেন কার্তিক। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, এবারই শেষবারের মতো খেলতে যাচ্ছেন তিনি। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ব্যাপারেও সিদ্ধান্ত শিগগিরই নেবেন বলে জানা গেছে। কার্তিক আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ এর ২ নভেম্বর। অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ।
দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে অভিষেক হয় কার্তিকের। ২০০৮ সালের ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে অভিষেক হয় আইপিএলে। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবশেষ ম্যাচ খেলেন গত বছরের ২১ মে। সেবার আরসিবির হয়ে খেলেন গুজরাট টাইটান্সের বিপক্ষে। এখন পর্যন্ত হওয়া ১৬ মৌসুমের প্রতিটিতেই খেলেছেন কার্তিক। আইপিএলে ১৫ বছরের ক্যারিয়ারে মিস করেছেন মাত্র দুই ম্যাচ। প্রথমটা ২০০৮ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এরপরে গত বছর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তাঁর খেলা হয়নি। কার্তিকসহ এখন পর্যন্ত সাত ক্রিকেটার আইপিএলের প্রতিটি মৌসুমেই খেলেছেন। বাকি ছয় ক্রিকেটার হলেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা ও মনিশ পান্ডে।
আইপিএলে এখন পর্যন্ত ২৪২ ম্যাচে কার্তিক করেছেন ৪৫১৬ রান। গড় ২৫.৮ ও স্ট্রাইকরেট ১৩২.৭। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় কার্তিক আছেন ১০ নম্বরে। ৭২৬৩ রান করে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি।
রোববারের ফাইনাল মানেই ভারতের ‘বিপদ’। বিশ্বের বেশির ভাগ দেশে রোববার সাপ্তাহিক ছুটি। ভারতেও ঠিক তাই। কিন্তু রোববার আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট হলে ভারতীয়দের জন্য দিনটি আর ‘সানডে’ থাকে না, হাসি-আনন্দের ছুটির দিনটি রূপ নেয় বিষাদে। পরিসংখ্যান তা-ই বলে...
২ মিনিট আগেআজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দেখা হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের। দুই দলই দারুণ ক্রিকেট খেলছে সম্প্রতি। আজ ফাইনালে কারা জিততে পারে, সাবেকদের সেই ভবিষ্যদ্বাণী দেখে নিন।
২৯ মিনিট আগেআইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে বরাবরই ভারত ফেবারিট। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে তারা। তারপরও দলটির জন্য এ এক অপ্রিয় সত্য—২০১৩ সালের পর ভারত কোনো বৈশ্বিক ওয়ানডে টুর্নামেন্ট জিততে পারেনি। এক যুগের এই শিরোপা বন্ধ্যত্ব ঘোচানোর সুযোগ এবার রোহিত-কোহলিদের সামনে। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আজ ভারত...
১ ঘণ্টা আগেনিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার কথা বলা শুরু করেছিলেন বটে। কিন্তু মাইক থেকে কোনো আওয়াজ বের হলো না। কিছুটা বিব্রতকর পরিস্থিতি হলেও স্যান্টনার হাসি আটকে রাখতে পারলেন না। তা বুঝিয়ে দেয় আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল নিয়ে অনেকটা নির্ভার তিনি।
১ ঘণ্টা আগে