Ajker Patrika

রেকর্ড গড়া শামি জানালেন সাফল্যের রহস্য

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২৩: ৪৯
রেকর্ড গড়া শামি জানালেন সাফল্যের রহস্য

এই বিশ্বকাপেই দুই ম্যাচে নিয়েছিলেন ৫টি করে উইকেট। ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিপক্ষেও নিয়েছেন ৫ উইকেট। কিন্তু এদিন দলকে সেমিফাইনালে তুলতে ক্যারিয়ার সেরা বোলিংটাই করে ফেললেন ৩৩ বছর বয়সী মোহাম্মদ শামি। ৫৭ রানে তুলে নিলেন ৭ উইকেট। 

এটি শুধু তাঁর ক্যারিয়ার সেরা বোলিংই নয়, বিশ্বকাপেও কোনো ভারতীয় বোলারের সেরা বোলিং। শুধু বিশ্বকাপই বা বলছি কেন, ওয়ানডেতেই কোনো ভারতীয়র সেরা বোলিং। ভারতের পক্ষে ৭ উইকেট নেওয়া সেরা বোলারও। আজ ৭ উইকেট নিয়ে ওয়ানডে বিশ্বকাপে তাঁর উইকেট সংখ্যা দাঁড়াল ৫৪। এই উইকেট নিতে তাঁকে খেলতে হয়েছে মাত্র ১৭ ইনিংস। বিশ্বকাপের ইতিহাসেই এত কম ইনিংস খেলে উইকেটে ‘ফিফটি’ করা প্রথম বোলারও তিনি। এত অর্জনের দিনে সেমিফাইনালের সেরাও হয়েছেন তিনি। 

তো এত ভালো বোলিংয়ের রহস্য কী! রহস্য-টহস্য কিছু নেই। ভালো খেলার খেলার তাগিদ, ভালো করার তাগিদ থেকেই এসেছে এই সাফল্য। শামির ভাষায়, ‘আগের দুই বিশ্বকাপে সেমিফাইনালে হেরে গিয়েছিলাম আমরা। আবার কবে সুযোগ পাব কে জানে। তাই আমরা চেয়েছি জয়ের জন্য সবকিছু করতে। কোনো সুযোগ আর হাতছাড়া করতে চাইনি।’

৫৭ রানে শামির ৭ উইকেট-বিশ্বকাপের সেরা বোলিং নয়। সেরা বোলিং গ্লেন ম্যাকগ্রার। ২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার এই পেসার নামিবিয়ার বিপক্ষে ১৫ রানে নিয়েছিলেন ৭ উইকেট। আজ অবধি সেটিই বিশ্বকাপের সেরা বোলিং হয়ে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত