Ajker Patrika

আজ কেন বাজে বোলিং, ব্যাখ্যা দিলেন গিবসন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৩: ৫৩
আজ কেন বাজে বোলিং, ব্যাখ্যা দিলেন গিবসন

মাউন্ট মঙ্গানুইয়ের সুখস্মৃতি ক্রাইস্টচার্চে ফিরিয়ে আনতে পারেননি তাসকিন আহমেদ-ইবাদত হোসেনরা। হ্যাগলি ওভালের প্রথম দিনে তাঁদের পারফরম্যান্স সে কথাই বলছে। বাংলাদেশ বোলারদের এলোমেলো বোলিংয়ে বিবর্ণ একটা দিনের ব্যাখ্যা দিয়েছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। তাঁর মতে, বোলিংয়ে শৃঙ্খলা ধরে রাখতে না পারাতেই রানের পাহাড়ে ওঠার অপেক্ষায় নিউজিল্যান্ড। 

বে ওভালে তাসকিন-ইবাদতদের বল খেলতে হিমশম খেয়েছেন নিউজিল্যান্ড ব্যাটাররা। ঠিক উল্টো চিত্র হ্যাগলি ওভালে। অথচ এখানকার উইকেটের সঙ্গে পেস বোলারদের বন্ধুত্ব হওয়ার কথা। তাই তো টেস্ট শুরুর আগে টস জিতে ফিল্ডিং নেওয়ার কথা জানিয়েছিল দুই দলই। টস ভাগ্যকে পাশে পেলেও দিনটা পারলে ভুলে যেতে চাইবেন মুমিনুল হকরা। চার ছুঁই ছুঁই রানরেটে অনেকটা ওয়ানডে গতিতে রান তুলেছেন টম ল্যাথাম-ডেভন কনওয়েরা। 

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে আসা পেস বোলিং কোচ গিবসন ব্যাপারটার ব্যাখ্যা দিয়েছেন। প্রথম টেস্টের পর বোলারদের ক্লান্তির কথাও উঠে এসেছে তাঁর কথায়। তবে এসবকে অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে গিবসনের ভাষ্য, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা গত সপ্তাহের মতো শৃঙ্খলা রেখে বল করতে পারিনি। ল্যাথাম দারুণ খেলেছে। সকালে সে ভালো বল ছেড়েছে। আমরা ভালো বল করে সুযোগ তৈরি করতে পারিনি, যেটা শেষ টেস্টে পেরেছিলাম।’ 

হ্যাগলি ওভালের উইকেট সবুজ দেখা গেলেও সেখানে প্রত্যাশামতো সুইং আর মুভমেন্ট পাননি ইবাদত-তাসকিনরা। তাতে পেসারদের ধারাবাহিকভাবে একই লাইন-লেংথে বল করতে না পারার কথা তো বলেছেনই গিবসন। একই সঙ্গে উইকেটের দায়ও দেখছেন বাংলাদেশ পেস বোলিং কোচ, ‘সবুজ উইকেট দেখে আপনার মনে হবে আজ যেমন করেছে তার চেয়ে ভালো করা উচিত ছিল। আমরা যতটুকু আশা করেছিলাম, উইকেট আসলে সেরকম না। তবে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাব না। খেলাধুলায় পারফরম্যান্সের ওঠানামা সম্পর্কে তো জানি, গত সপ্তাহটা আমাদের দারুণ গেছে। ওই হারে নিউজিল্যান্ড কষ্ট পেয়েছে। আজ তারা প্রমাণ করেছে, কেন তারা টেস্ট চ্যাম্পিয়ন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত