Ajker Patrika

ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড পঞ্চম যুব বিশ্বকাপ শিরোপা ভারতের 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০০
ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড পঞ্চম যুব বিশ্বকাপ শিরোপা ভারতের 

ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। গত রাতে ফাইনালে ইংলিশদের ৪ উইকেটে হারিয়েছেন ভারতীয় যুবারা। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ১৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ভারত। 

এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক টম প্রেস্ট। অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে পারেননি দলের ব্যাটাররা। দলীয় ৫০ রানের আগেই সাজঘরে ফিরে যান প্রথম পাঁচ ব্যাটার। শেষ পর্যন্ত তাঁদের রান যে ১৮৯ হয়েছে, তার বড় কৃতিত্ব জেমস রিউর। তাঁর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৯৫ রান। ১২টি চারে ইনিংসটি সাজান চারে নামা এই ব্যাটার। 

ইংল্যান্ড যুবাদের পরীক্ষা নিয়ে ৯৫ ওভার বল করে ৩১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন রাজ বাওয়া। ৯ ওভার বল করে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন রবি কুমার। ইংলিশ যুবাদের দেওয়া ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতেরও। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন ওপেনার অংকুশ রাজবংশী। শুরুর ধাক্কা সামাল দিয়ে ইনিংস গড়ার কাজে মনোযোগ দেন হারনুর সিং এবং শাইখ রাশিদ। দ্বিতীয় উইকেট জুটিতে ১৭.৩ ওভারে যোগ করেন ৪৯ রান। 

দলীয় ৪৯ রানে ৪৬ বলে ২১ রানের ইনিংস খেলে বিদায় নেন হারুনুর সিং। ৯৫ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। ৫০ রানের দারুণ ইনিংস খেলে জেমস সালেসের বলে আউট হন শাইখ রাশিদ। ১৭ রান করে ফেরেন ভারত অধিনায়ক ইয়াশ ঢুলও। 

শত রানের আগে চার উইকেট হারানো ভারতকে তবু জয়ের পথে রাখেন রাজ বাওয়া ও নিশান্ত সিন্ধু। এ জুটি থেকে আসে ৬৭ রান। জয় থেকে ২৫ রান দূরে থাকতে ৩৫ রান করে আউট হন রাজ। এরপর বাকি কাজটুকু সারেন নিশান্ত এবং উইকেটকিপার দীনেশ বানা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করে অপরাজিত থাকেন নিশাত। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ফাইনালের ম্যাচসেরা হয়েছেন ভারতীয় যুবা রাজ বাওয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত