ক্রীড়া ডেস্ক
ইয়াসির রাব্বির চোট টেস্ট দলে সুযোগ করে দিয়েছিল এনামুল হক বিজয়কে। আট বছর পর টেস্ট দলে ফেরার পর এবার একাদশে থাকারও সম্ভাবনা তৈরি হয়েছে বিজয়ের। জানা গেছে, আগামীকাল থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টে নাজমুল হোসেন শান্তর জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন বিজয়।
২০১৪ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন বিজয়। এবারও সেই একই প্রতিপক্ষের বিপক্ষে প্রত্যাবর্তনের অপেক্ষা। বিজয় এ নিয়ে বলেন, ‘ওইভাবে আসলে চিন্তা করিনি। দেশের হয়ে খেলব এটা খুব গুরুত্বপূর্ণ। আবার সুযোগ এসেছে এটা কাজে লাগানোর, চেষ্টা করব।’
দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত বিজয়। নিজের প্রস্তুতি নিয়ে এই উইকেটরক্ষক-ব্যাটার বলেন, ‘অবশ্যই এটা সত্য, শুরুতে শুধু সাদা বলের দলেই সুযোগ পেয়েছিলাম। সাদা বলেই অনুশীলন করেছি এটাও সত্য। তবে আগেও বলেছি, আমি নিজে সব সময় বিশ্বাস করি টেস্ট ক্রিকেটটা আমি অনেক বেশি ভালোবাসি। এটার জন্য অনেক বেশি নিবেদন কাজ করে। টেস্টে যখন সুযোগ পাব, অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব। যেহেতু আট বছর পর টেস্টে সুযোগ পেয়েছি, নিজেকে প্রমাণের সুযোগ পাব যে আমি কতটুকু টেস্ট ভালোবাসি। অবশ্যই আমি রোমাঞ্চিত। যেভাবে এতদিন প্রথম শ্রেণির ক্রিকেট খেলে এসেছি, সেভাবেই খেলার চেষ্টা করব। নতুন করে কিছু পরিবর্তন করতে চাই না।’
এদিকে দীর্ঘদিন ধরে রানের খরায় ভুগছেন শান্ত। টেস্টে সবশেষ ফিফটি পেয়েছিলেন এই বছরের জানুয়ারিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ রানের ইনিংস খেলার পর ব্যাট হাতে খারাপ সময় পার করছেন এই ওপেনার। সবশেষ ৬ ইনিংসে শান্তর রান ৭, ১, ৮, ২, ০, ১৭। ব্যাটে ধারাবাহিক রানখরার কারণে দ্বিতীয় টেস্টে বাদ পড়তে পারেন তিনি। আর তাঁর জায়গায় দেখা যেতে পারে বিজয়কে।
গত ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পর আবারও আলোচনায় আসেন বিজয়। ডিপিএলে রেকর্ড রান করা বিজয়কে হতাশ করেননি নির্বাচকেরা। শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে, টি-টোয়েন্টি দলে জায়গা পান তিনি। পরে ইয়াসির আলী রাব্বি চোটে পড়লে টেস্ট দলেও সুযোগ পেয়ে যান বিজয়। এবার শান্তর অফ ফর্মে টেস্টেও সম্ভাবনা তৈরি হয়েছে। এখন নিজেকে প্রমাণ করে জাতীয় দলে থিতু হতে পারবেন কি না, সেটা দেখার বিষয়।
ইয়াসির রাব্বির চোট টেস্ট দলে সুযোগ করে দিয়েছিল এনামুল হক বিজয়কে। আট বছর পর টেস্ট দলে ফেরার পর এবার একাদশে থাকারও সম্ভাবনা তৈরি হয়েছে বিজয়ের। জানা গেছে, আগামীকাল থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টে নাজমুল হোসেন শান্তর জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন বিজয়।
২০১৪ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন বিজয়। এবারও সেই একই প্রতিপক্ষের বিপক্ষে প্রত্যাবর্তনের অপেক্ষা। বিজয় এ নিয়ে বলেন, ‘ওইভাবে আসলে চিন্তা করিনি। দেশের হয়ে খেলব এটা খুব গুরুত্বপূর্ণ। আবার সুযোগ এসেছে এটা কাজে লাগানোর, চেষ্টা করব।’
দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত বিজয়। নিজের প্রস্তুতি নিয়ে এই উইকেটরক্ষক-ব্যাটার বলেন, ‘অবশ্যই এটা সত্য, শুরুতে শুধু সাদা বলের দলেই সুযোগ পেয়েছিলাম। সাদা বলেই অনুশীলন করেছি এটাও সত্য। তবে আগেও বলেছি, আমি নিজে সব সময় বিশ্বাস করি টেস্ট ক্রিকেটটা আমি অনেক বেশি ভালোবাসি। এটার জন্য অনেক বেশি নিবেদন কাজ করে। টেস্টে যখন সুযোগ পাব, অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব। যেহেতু আট বছর পর টেস্টে সুযোগ পেয়েছি, নিজেকে প্রমাণের সুযোগ পাব যে আমি কতটুকু টেস্ট ভালোবাসি। অবশ্যই আমি রোমাঞ্চিত। যেভাবে এতদিন প্রথম শ্রেণির ক্রিকেট খেলে এসেছি, সেভাবেই খেলার চেষ্টা করব। নতুন করে কিছু পরিবর্তন করতে চাই না।’
এদিকে দীর্ঘদিন ধরে রানের খরায় ভুগছেন শান্ত। টেস্টে সবশেষ ফিফটি পেয়েছিলেন এই বছরের জানুয়ারিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ রানের ইনিংস খেলার পর ব্যাট হাতে খারাপ সময় পার করছেন এই ওপেনার। সবশেষ ৬ ইনিংসে শান্তর রান ৭, ১, ৮, ২, ০, ১৭। ব্যাটে ধারাবাহিক রানখরার কারণে দ্বিতীয় টেস্টে বাদ পড়তে পারেন তিনি। আর তাঁর জায়গায় দেখা যেতে পারে বিজয়কে।
গত ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পর আবারও আলোচনায় আসেন বিজয়। ডিপিএলে রেকর্ড রান করা বিজয়কে হতাশ করেননি নির্বাচকেরা। শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে, টি-টোয়েন্টি দলে জায়গা পান তিনি। পরে ইয়াসির আলী রাব্বি চোটে পড়লে টেস্ট দলেও সুযোগ পেয়ে যান বিজয়। এবার শান্তর অফ ফর্মে টেস্টেও সম্ভাবনা তৈরি হয়েছে। এখন নিজেকে প্রমাণ করে জাতীয় দলে থিতু হতে পারবেন কি না, সেটা দেখার বিষয়।
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
২৫ মিনিট আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
২ ঘণ্টা আগে