Ajker Patrika

আইপিএলের বিদেশি ক্রিকেটারদের ওপর কেন ক্ষোভ পাঠানের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৬ মে ২০২৪, ১৬: ৩৮
আইপিএলের বিদেশি ক্রিকেটারদের ওপর কেন ক্ষোভ পাঠানের

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১ জুন। আইপিএল শেষ হচ্ছে বিশ্বকাপ শুরুর ঠিক আগের সপ্তাহেই। এ কারণে আইপিএল শেষ হওয়ার আগেই অনেক বিদেশি ক্রিকেটার নিজ দেশে চলে যাচ্ছেন। বিদেশি ক্রিকেটারের ওপর ক্ষোভ ঝেড়েছেন ইরফান পাঠান। 

আইপিএল চললেও আন্তর্জাতিক ক্রিকেট তো থেমে নেই। বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হয়ে গেছে। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড—দুই দলের বিপক্ষে ঘরের মাঠ ও দেশের বাইরে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। ২২ থেকে ৩০ মে পর্যন্ত চলবে ইংল্যান্ড-পাকিস্তান চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। লিয়াম লিভিংস্টোন, উইল জ্যাকস, রিস টপলি, ফিল সল্ট, জস বাটলার—ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা এরই মধ্যে আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে। লিভিংস্টোনের আইপিএল ছাড়ার কারণ হাঁটুর চোটও। খেলোয়াড়দের মাঝপথে আইপিএল ছেড়ে চলে যাওয়ায় কদিন আগে ক্ষোভ ঝেড়েছেন সুনীল গাভাস্কার। এবার যোগ দিলেন পাঠানও। নিজের এক্স হ্যান্ডলে ভারতের সাবেক অলরাউন্ডার বলেন, ‘থাকলে পুরো মৌসুমের জন্য থাক। না হলে এসো না।’ 

ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে এবার আলো ছড়িয়েছেন ফিল সল্ট, জস বাটলার ও উইল জ্যাকসরা। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে সল্ট করেছেন ৪৩৫ রান। গড় ৩৯.৫৪ ও স্ট্রাইকরেট ১৮২। সুনীল নারাইনের সঙ্গে জুটি বেঁধে কলকাতাকে ঝোড়ো শুরু এনে দিতে অবদান রেখেছেন সল্ট। রাজস্থান রয়্যালসের হয়ে বাটলার দুই সেঞ্চুরি করে ফেলেছেন। জ্যাকসেরও সেঞ্চুরি রয়েছে। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার এবার খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত