Ajker Patrika

১০০ বল ক্রিকেটের প্রথম চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ

ক্রীড়া ডেস্ক, ঢাকা
১০০ বল ক্রিকেটের প্রথম চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ

ক্রিকেটের নতুন সংস্করণ হিসেবে আবির্ভূত হয়েছে ‘দ্য হান্ড্রেড’। ১০০ বলের ক্রিকেট নামেও পরিচিতি পেয়েছে এই সংস্করণ। ২০ ওভারের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণের প্রথম চ্যাম্পিয়নও দেখে ফেলল দর্শক। ক্রিকেটের নতুন এই সংস্করণের প্রথম চ্যাম্পিয়ন হয়েছে সাউদার্ন ব্রেভ। 

লর্ডসে শনিবার রাতে ফাইনালে বার্মিংহাম ফিনিক্সকে ৩২ রানে হারিয়ে শিরোপা জিতেছে সাউদার্ন ব্রেভ। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সাউদার্ন ব্রেভ। যদিও শুরুটা ধীরগতিতেই করেন দুই সাউদার্ন ওপেনার পল স্টার্লিং আর কুইন্টন ডি কক। প্রথম ১৫ বলে স্কোরবোর্ডে ওঠে ১৫ রান। এর মধ্যে নিউজিল্যান্ড ফাস্ট বোলার অ্যাডাম মিলনের বলে ৭ রান করে ফেরেন ডি কক। 

শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার আগে আউট হয়ে যান সাউদার্ন অধিনায়ক জেমস ভিন্সও। অনেকক্ষণ উইকেটে থাকলেও আট বল খেলে লেগ স্পিনার ইমরান তাহিরের বলে বোল্ড হওয়ার আগে ভিন্স করেন ৮ রান। এক প্রান্ত থেকে সাউদার্নের রানের চাকা সচল রাখার চেষ্টা করেন স্টার্লিং। ৩৬ বলে ২ চার আর ৬ ছক্কায় ৬১ রান করে থামেন এই আইরিশ ব্যাটসম্যান। 

নির্ধারিত ১০০ বলে সাউদার্ন যে ১৬৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়, সেটার বড় কৃতিত্ব রস হোয়াটলের। শেষ দিকে ১৯ বলে সমান চারটি করে চার-ছক্কায় ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন হোয়াটলে। 

১৬৯ রানের জবাব দিতে নেমে ১৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ফিনিক্স। পুরো টুর্নামেন্টে আলো ছড়ানো এক লিয়াম লিভিংস্টোন ছাড়া বড় লক্ষ্য তাড়া করার মতো ব্যাটিং করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। সমান চারটি করে চার-ছক্কায় ১৯ বলে ৪৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেও দলের হার এড়াতে পারেননি লিভিংস্টোন। মঈন আলির দল ফিনিক্স শেষ পর্যন্ত থামে ১৩৬ রানে। 

৬১ রানের দারুণ ইনিংসের জন্য ম্যাচ-সেরা হয়েছেন সাউদার্ন ব্যাটসম্যান স্টার্লিং। ৯ ম্যাচে ১৭৮.৪৬ গড়ে ৩৪৮ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ইংলিশ ব্যাটসম্যান লিভিংস্টোন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত