ক্রীড়া ডেস্ক, ঢাকা
ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না বিরাট কোহলির। সেঞ্চুরিকে একসময় ডালভাত বানিয়ে ফেলা কোহলি শেষ ৫০ আন্তর্জাতিক ইনিংসে সেঞ্চুরির দেখা পাননি। ইংল্যান্ড সফরে এসেও যেন রান করা ভুলে গেছেন ভারত অধিনায়ক! রানে ফিরতে কোহলিকে তাই শচীন টেন্ডুলকারের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।
কাল হেডিংলিতে তৃতীয় টেস্টের প্রথম দিনে জিমি অ্যান্ডারসনের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি। এই সিরিজে এখন পর্যন্ত চারবার আউট হয়েছেন কোহলি। অ্যান্ডারসন-ওলি রবিনসন-স্যাম কারানদের অফ স্টাম্পের বাইরের বলে বারবার আত্মাহুতি দিচ্ছেন ভারত অধিনায়ক। ২০১৪ সালে ইংল্যান্ডের মাটিতে দুঃস্বপ্নের সেই সফরেও অফ স্টাম্পের বাইরের বলে কোহলির একই সমস্যা ধরা পড়েছিল।
সেই সফরের পর টেন্ডুলকারের সঙ্গে কথা বলেছিলেন কোহলি। অফ স্ট্যাম্পের বাইরের বলে দুর্বলতা কাটিয়ে উঠে ব্যাট হাতে রানের ফুলঝুরিও ছুটিয়েছিলেন তিনি। কোহলির পুরোনো সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠা চিন্তায় ফেলেছে গাভাস্কারকে। কাল ধারাভাষ্যকক্ষে বসে কোহলির আউট নিয়ে নিজের চিন্তার কথা জানান গাভাস্কার।
এ জন্য কোহলিকে আবার টেন্ডুলকারের শরণাপন্ন হতেও পরামর্শ দেন গাভাস্কার। সিডনিতে ২০০৪ টেন্ডুলকারের ২৪১ রানের ইনিংসের উদাহরণ টেনে আনেন গাভাস্কার। ২৪১ রানের ইনিংসের পথে নিজের সবচেয়ে প্রিয় কাভার ড্রাইভ বিসর্জন দিয়েছিলেন টেন্ডুলকার। গাভাস্কার বলেছেন, ‘তার (কোহলি) খুব তাড়াতাড়ি টেন্ডুলকারের সঙ্গে কথা বলা উচিত। জিজ্ঞেস করবে, আমার কী করা উচিত’?
গাভাস্কারের মতে, ‘এই মুহূর্তে কোহলির সেটাই করা উচিত, সিডনিতে শচীন যা করেছে। নিজেকে বলা উচিত যে, আমি কাভার ড্রাইভ খেলব না।’
ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না বিরাট কোহলির। সেঞ্চুরিকে একসময় ডালভাত বানিয়ে ফেলা কোহলি শেষ ৫০ আন্তর্জাতিক ইনিংসে সেঞ্চুরির দেখা পাননি। ইংল্যান্ড সফরে এসেও যেন রান করা ভুলে গেছেন ভারত অধিনায়ক! রানে ফিরতে কোহলিকে তাই শচীন টেন্ডুলকারের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।
কাল হেডিংলিতে তৃতীয় টেস্টের প্রথম দিনে জিমি অ্যান্ডারসনের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি। এই সিরিজে এখন পর্যন্ত চারবার আউট হয়েছেন কোহলি। অ্যান্ডারসন-ওলি রবিনসন-স্যাম কারানদের অফ স্টাম্পের বাইরের বলে বারবার আত্মাহুতি দিচ্ছেন ভারত অধিনায়ক। ২০১৪ সালে ইংল্যান্ডের মাটিতে দুঃস্বপ্নের সেই সফরেও অফ স্টাম্পের বাইরের বলে কোহলির একই সমস্যা ধরা পড়েছিল।
সেই সফরের পর টেন্ডুলকারের সঙ্গে কথা বলেছিলেন কোহলি। অফ স্ট্যাম্পের বাইরের বলে দুর্বলতা কাটিয়ে উঠে ব্যাট হাতে রানের ফুলঝুরিও ছুটিয়েছিলেন তিনি। কোহলির পুরোনো সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠা চিন্তায় ফেলেছে গাভাস্কারকে। কাল ধারাভাষ্যকক্ষে বসে কোহলির আউট নিয়ে নিজের চিন্তার কথা জানান গাভাস্কার।
এ জন্য কোহলিকে আবার টেন্ডুলকারের শরণাপন্ন হতেও পরামর্শ দেন গাভাস্কার। সিডনিতে ২০০৪ টেন্ডুলকারের ২৪১ রানের ইনিংসের উদাহরণ টেনে আনেন গাভাস্কার। ২৪১ রানের ইনিংসের পথে নিজের সবচেয়ে প্রিয় কাভার ড্রাইভ বিসর্জন দিয়েছিলেন টেন্ডুলকার। গাভাস্কার বলেছেন, ‘তার (কোহলি) খুব তাড়াতাড়ি টেন্ডুলকারের সঙ্গে কথা বলা উচিত। জিজ্ঞেস করবে, আমার কী করা উচিত’?
গাভাস্কারের মতে, ‘এই মুহূর্তে কোহলির সেটাই করা উচিত, সিডনিতে শচীন যা করেছে। নিজেকে বলা উচিত যে, আমি কাভার ড্রাইভ খেলব না।’
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
৪ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৪ ঘণ্টা আগে