ওমর ফারুক, সিলেট থেকে
তিন বছর পর সিলেটে ফিরেছে বিপিএল, তাই এখানকার মানুষের মাঝে ক্রিকেটীয় আমেজ যেন একটু বেশিই। বাংলাদেশের দলের তারকাদের ক্রিকেটারদের পাশাপাশি ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভোদের ব্যাটে চার-ছক্কার ঝড় দেখতে সবারই আগ্রহ বেশিই হওয়ার কথা। তবে এত আগ্রহী হয়েও যে মাঠে বসে সরাসরি প্রিয় তারকার খেলা দেখার সাধ্য নেই কারও। তাই মাঠের চেয়ে ২০০ মিটার দূরে থাকা লাক্কাতুরা চা বাগানের আনুমানিক ৬০ ফুট উচ্চতার টিলায় বসে খেলা দেখতে এসেছেন শতখানেক ক্রিকেটপ্রেমী। যাঁদের প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা ইমরুল কায়েসরা।
করোনা সংক্রমণের কারণে সরকারি বিধিনিষেধে মাঠে দর্শক প্রবেশে অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফাঁকা গ্যালারিতে মাঠে ক্রিকেট গড়ালেও সাধারণ মানুষের মাঝে খেলার প্রতি যে ভালোবাসা, তা দেখা গেছে সিলেটে এসে। ঢাকা ও চট্টগ্রামে দর্শকদের তেমন উপস্থিতি না থাকলেও সিলেটে বেশ ভালোই দর্শক দেখা গেছে। প্রথম ম্যাচের আগেই মাঠের মূল গেটের পাশে অপেক্ষা করতে দেখা যায় কয়েক শ মানুষকে, যাঁরা মূলত খেলা দেখতেই এসেছেন।
সিলেটের লাক্কাতুরা চা বাগানের পাশেই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তিন দিনে এখানেই হবে বিপিএলের ছয় ম্যাচ। দিনের প্রথম ম্যাচে যখন শীর্ষে ওঠার লড়াইয়ে সাকিবদের বরিশালের মুখোমুখি হয় ইমরুল কায়েসদের কুমিল্লা। তখন একটি টিলার ওপর থেকে সাকিব, গেইলদের সমর্থনে দেখা যায় একদল মানুষের জটলা।
উঁচু টিলা পার হয়ে আগত সেই দর্শকদের ভিড়ে গিয়ে কথা বলে জানা যায় বেশির ভাগই সিলেটের বাসিন্দা। এ ছাড়াও সিলেটে ঘুরতে আসা অনেকেই মাঠে খেলা দেখে টিলায় এসে জড়ো হয়েছে খেলা দেখার জন্য। অনেকেই মাঠে ঢোকার জন্য আকুতি জানিয়ে বলেন, আমাদের ডাবল ডোজ টিকা নেওয়ার সার্টিফিকেট আছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে মাঠে প্রবেশ করতে চাচ্ছি। কিন্তু আমাদের টিকিট দিচ্ছে না। যদি আমাদের মাঠে প্রবেশের সুযোগ দেওয়া হতো তাহলে ভালো হতো।
দেশের বিভিন্ন জেলা থেকে সিলেটে ঘুরতে আসাদের একটি দলও যোগ দেন সেখানে। সাকিবের এক ভক্ত বলেন, ‘সাকিবের খেলা দেখার জন্য এখানে উঠেছি। তবে এখান থেকে খুব একটা দেখা যায় না। মাঝে মাঝে গেইলকে এ পাশের বাউন্ডারিতে দেখছি। মাঠে বসে খেলা দেখতে পারলে ভালো লাগত।’
তিন বছর পর সিলেটে ফিরেছে বিপিএল, তাই এখানকার মানুষের মাঝে ক্রিকেটীয় আমেজ যেন একটু বেশিই। বাংলাদেশের দলের তারকাদের ক্রিকেটারদের পাশাপাশি ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভোদের ব্যাটে চার-ছক্কার ঝড় দেখতে সবারই আগ্রহ বেশিই হওয়ার কথা। তবে এত আগ্রহী হয়েও যে মাঠে বসে সরাসরি প্রিয় তারকার খেলা দেখার সাধ্য নেই কারও। তাই মাঠের চেয়ে ২০০ মিটার দূরে থাকা লাক্কাতুরা চা বাগানের আনুমানিক ৬০ ফুট উচ্চতার টিলায় বসে খেলা দেখতে এসেছেন শতখানেক ক্রিকেটপ্রেমী। যাঁদের প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা ইমরুল কায়েসরা।
করোনা সংক্রমণের কারণে সরকারি বিধিনিষেধে মাঠে দর্শক প্রবেশে অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফাঁকা গ্যালারিতে মাঠে ক্রিকেট গড়ালেও সাধারণ মানুষের মাঝে খেলার প্রতি যে ভালোবাসা, তা দেখা গেছে সিলেটে এসে। ঢাকা ও চট্টগ্রামে দর্শকদের তেমন উপস্থিতি না থাকলেও সিলেটে বেশ ভালোই দর্শক দেখা গেছে। প্রথম ম্যাচের আগেই মাঠের মূল গেটের পাশে অপেক্ষা করতে দেখা যায় কয়েক শ মানুষকে, যাঁরা মূলত খেলা দেখতেই এসেছেন।
সিলেটের লাক্কাতুরা চা বাগানের পাশেই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তিন দিনে এখানেই হবে বিপিএলের ছয় ম্যাচ। দিনের প্রথম ম্যাচে যখন শীর্ষে ওঠার লড়াইয়ে সাকিবদের বরিশালের মুখোমুখি হয় ইমরুল কায়েসদের কুমিল্লা। তখন একটি টিলার ওপর থেকে সাকিব, গেইলদের সমর্থনে দেখা যায় একদল মানুষের জটলা।
উঁচু টিলা পার হয়ে আগত সেই দর্শকদের ভিড়ে গিয়ে কথা বলে জানা যায় বেশির ভাগই সিলেটের বাসিন্দা। এ ছাড়াও সিলেটে ঘুরতে আসা অনেকেই মাঠে খেলা দেখে টিলায় এসে জড়ো হয়েছে খেলা দেখার জন্য। অনেকেই মাঠে ঢোকার জন্য আকুতি জানিয়ে বলেন, আমাদের ডাবল ডোজ টিকা নেওয়ার সার্টিফিকেট আছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে মাঠে প্রবেশ করতে চাচ্ছি। কিন্তু আমাদের টিকিট দিচ্ছে না। যদি আমাদের মাঠে প্রবেশের সুযোগ দেওয়া হতো তাহলে ভালো হতো।
দেশের বিভিন্ন জেলা থেকে সিলেটে ঘুরতে আসাদের একটি দলও যোগ দেন সেখানে। সাকিবের এক ভক্ত বলেন, ‘সাকিবের খেলা দেখার জন্য এখানে উঠেছি। তবে এখান থেকে খুব একটা দেখা যায় না। মাঝে মাঝে গেইলকে এ পাশের বাউন্ডারিতে দেখছি। মাঠে বসে খেলা দেখতে পারলে ভালো লাগত।’
‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
১ ঘণ্টা আগেএটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
১ ঘণ্টা আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
২ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৫ ঘণ্টা আগে