ক্রীড়া ডেস্ক
কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন বৃষ্টি বেশি ঝামেলা করবে, সেটা আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল। গ্রিন পার্ক স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়েছিল নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। সঙ্গে যোগ হলো আলোর সমস্যাও।
প্রথম সেশনের খেলা শেষ হতে না হতেই নামে বৃষ্টি। মাঠ ঢাকা হয় কাভারে।লাঞ্চ বিরতির পর খেলা শুরু হওয়ার সময় টিভি সম্প্রচারে লাইভ দেখা গেলেও বৃষ্টির বাগড়ায় তা আবার পিছিয়ে যায়। বাংলাদেশ সময় বেলা দেড়টার পরিবর্তে শুরু হয় ১টা ৪৫ মিনিটে।
দ্বিতীয় সেশন শুরু হওয়ার পর এগোতে থাকে সাবলীলভাবেই। বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৫ ওভারের খেলা শেষে হঠাৎই দেখা যায় ভারতীয় ক্রিকেটাররা অলস সময় পার করছেন। মুশফিকুর রহিম, মুমিনুল হক দুই ব্যাটারও হাঁটা দিচ্ছেন ড্রেসিংরুমের দিকে। কী কারণে এমন কিছু, সেটা জানা গেল দ্রুতই। মাঠের আম্পায়াররা ম্যাচ চালানোর মতো পর্যাপ্ত আলো আছে কি না, সেটা যাচাই করতে গিয়ে ফলপ্রসূ কিছু পাননি। কারণ কানপুরের মেঘলা আবহাওয়ায় চারদিক অন্ধকার করে এসেছে। আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ ঘোষণা করা হয়।
আলোর সমস্যায় খেলা বন্ধ হতে তৈরি হতে না হতেই বৃষ্টি চলে আসে আবহাওয়ার পূর্বাভাস সঠিক করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান করেছে বাংলাদেশ। মুমিনুল ৪০ রানে অপরাজিত। ৮১ বলের ইনিংসে মেরেছেন ৭ চার। ৬ রানে ব্যাটিং করছেন মুশফিক। চতুর্থ উইকেটে তাঁরা এরই মধ্যে ২৭ রানের জুটি গড়েছেন। এই জুটি খেলেছে ৩৭ বল। মুষলধারে বৃষ্টির কারণে এখানেই প্রথম দিনের খেলা ঘোষণা করা হয়েছে।
কানপুরে দ্বিতীয় টেস্টে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক। দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান সাবধানী শুরু করেন। সাদমান তুলনামূলক আক্রমণাত্মক থাকলেও জাকির ছিলেন ধীরস্থির। যদিও মাঝেমধ্যে কয়েকবার আউটের সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত জাকির আউট হলেন রানের খাতা খোলার আগেই। খেলেছেন ২৪ বল।
জাকিরের উইকেট আকাশ নিয়েছেন ম্যাচে নিজের প্রথম ওভার বোলিংয়ে এসেই। নবম ওভারের তৃতীয় বল ফ্রন্টফুটে ডিফেন্স করতে যান জাকির। আউটসাইড এজ হওয়া বল ডাইভ দিয়ে গালি এলাকায় ধরেছেন যশস্বী জয়সওয়াল। বল মাটিতে ছুঁয়েছে কি না, সেটা দেখতে দেখতেই টিভি আম্পায়ারের ‘পাগল’ হওয়ার মতো অবস্থা।
বাংলাদেশের আরেক ওপেনার সাদমানকে ফিরিয়েছেন আকাশই। ১৩তম ওভারের প্রথম বলে সাদমান ফ্লিক করতে যান। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রিভিউতে তিনটা লাল দাগ দেখা গেলে আউট হয়ে যান সাদমান। ৩৬ বলে ৪ চারে ২৪ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার।
৩ রানের ব্যবধানে ২ উইকেট হারালে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১২.১ ওভারে ২ উইকেটে ২৯ রান। চার নম্বরে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। ওভারের তৃতীয় ও পঞ্চম বলে দুটি চার মারেন তিনি। পরের ওভারেই বাংলাদেশের ওপেনারের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন হয়। ১৪তম ওভারের চতুর্থ বলে সিরাজ জোরাল আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি। রিভিউতে দেখা যায় বল লেগ সাইডের বাইরে পিচিং করেছে। মুমিনুল, শান্ত এরপর সাবলীলভাবে খেলতে থাকেন। বাজে ডেলিভারিকে চারে পরিণত করেছেন। বল যাচাই করে কখনো ডট, কখনো সিঙ্গেল নিয়েছেন।
তৃতীয় উইকেট জুটিতে ধীরস্থিরভাবে যখন খেলতে থাকেন মুমিনুল-শান্ত, তখন আবারও ভারতের আবেদন। ১৯তম ওভারের পঞ্চম বলে মুমিনুলের বিরুদ্ধে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন জসপ্রীত বুমরা। মাঠের আম্পায়ার সাড়া না দিলে রোহিত রিভিউ নেন। আম্পায়ার্স কলে বেঁচে যান মুমিনুল। ২৬ ওভারে ২ উইকেটে ৭৪ রান করে বাংলাদেশ যায় মধ্যাহ্নভোজের বিরতিতে।
শান্ত-মুমিনুলের জুটি রবিচন্দ্রন অশ্বিন ভেঙেছেন দ্বিতীয় সেশন শুরু হওয়ার তাড়াতাড়ি। ২৯তম ওভারের পঞ্চম বলে শান্তকে অসাধারণ আর্ম ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অশ্বিন। শান্ত রিভিউ নিলেও সেটা নষ্ট হয়েছে। ৫৭ বলে ৬ চারে ৩১ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। তৃতীয় উইকেট জুটিতে শান্ত-মুমিনুল যোগ করেন ১০১ বলে ৫১ রান। ৩ উইকেটে ৮০ রানে পরিণত হওয়ার পর ৫ নম্বরে ব্যাটিংয়ে নামেন মুশফিক। চতুর্থ উইকেটে মুমিনুল-মুশফিক যে ২৭ রানের জুটি গড়েছেন, সেখানে হয়েছে ৫ চার। যার মধ্যে চারটি বাউন্ডারিই মেরেছেন মুমিনুল। মুশফিক মেরেছেন ১ চার।
নাহিদ রানা, তাসকিন আহমেদ-এই দুই পেসারকে বাদ দিয়ে কানপুর টেস্টে খেলতে নামে বাংলাদেশ। একাদশে এসেছেন তাইজুল ইসলাম ও সৈয়দ আহমেদ। কানপুরের স্পিনবান্ধব উইকেটের কথা চিন্তা করেই হয়তো তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে শান্তর দল। তাইজুলের পাশাপাশি আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।
কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন বৃষ্টি বেশি ঝামেলা করবে, সেটা আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল। গ্রিন পার্ক স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়েছিল নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। সঙ্গে যোগ হলো আলোর সমস্যাও।
প্রথম সেশনের খেলা শেষ হতে না হতেই নামে বৃষ্টি। মাঠ ঢাকা হয় কাভারে।লাঞ্চ বিরতির পর খেলা শুরু হওয়ার সময় টিভি সম্প্রচারে লাইভ দেখা গেলেও বৃষ্টির বাগড়ায় তা আবার পিছিয়ে যায়। বাংলাদেশ সময় বেলা দেড়টার পরিবর্তে শুরু হয় ১টা ৪৫ মিনিটে।
দ্বিতীয় সেশন শুরু হওয়ার পর এগোতে থাকে সাবলীলভাবেই। বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৫ ওভারের খেলা শেষে হঠাৎই দেখা যায় ভারতীয় ক্রিকেটাররা অলস সময় পার করছেন। মুশফিকুর রহিম, মুমিনুল হক দুই ব্যাটারও হাঁটা দিচ্ছেন ড্রেসিংরুমের দিকে। কী কারণে এমন কিছু, সেটা জানা গেল দ্রুতই। মাঠের আম্পায়াররা ম্যাচ চালানোর মতো পর্যাপ্ত আলো আছে কি না, সেটা যাচাই করতে গিয়ে ফলপ্রসূ কিছু পাননি। কারণ কানপুরের মেঘলা আবহাওয়ায় চারদিক অন্ধকার করে এসেছে। আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ ঘোষণা করা হয়।
আলোর সমস্যায় খেলা বন্ধ হতে তৈরি হতে না হতেই বৃষ্টি চলে আসে আবহাওয়ার পূর্বাভাস সঠিক করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান করেছে বাংলাদেশ। মুমিনুল ৪০ রানে অপরাজিত। ৮১ বলের ইনিংসে মেরেছেন ৭ চার। ৬ রানে ব্যাটিং করছেন মুশফিক। চতুর্থ উইকেটে তাঁরা এরই মধ্যে ২৭ রানের জুটি গড়েছেন। এই জুটি খেলেছে ৩৭ বল। মুষলধারে বৃষ্টির কারণে এখানেই প্রথম দিনের খেলা ঘোষণা করা হয়েছে।
কানপুরে দ্বিতীয় টেস্টে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক। দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান সাবধানী শুরু করেন। সাদমান তুলনামূলক আক্রমণাত্মক থাকলেও জাকির ছিলেন ধীরস্থির। যদিও মাঝেমধ্যে কয়েকবার আউটের সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত জাকির আউট হলেন রানের খাতা খোলার আগেই। খেলেছেন ২৪ বল।
জাকিরের উইকেট আকাশ নিয়েছেন ম্যাচে নিজের প্রথম ওভার বোলিংয়ে এসেই। নবম ওভারের তৃতীয় বল ফ্রন্টফুটে ডিফেন্স করতে যান জাকির। আউটসাইড এজ হওয়া বল ডাইভ দিয়ে গালি এলাকায় ধরেছেন যশস্বী জয়সওয়াল। বল মাটিতে ছুঁয়েছে কি না, সেটা দেখতে দেখতেই টিভি আম্পায়ারের ‘পাগল’ হওয়ার মতো অবস্থা।
বাংলাদেশের আরেক ওপেনার সাদমানকে ফিরিয়েছেন আকাশই। ১৩তম ওভারের প্রথম বলে সাদমান ফ্লিক করতে যান। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রিভিউতে তিনটা লাল দাগ দেখা গেলে আউট হয়ে যান সাদমান। ৩৬ বলে ৪ চারে ২৪ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার।
৩ রানের ব্যবধানে ২ উইকেট হারালে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১২.১ ওভারে ২ উইকেটে ২৯ রান। চার নম্বরে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। ওভারের তৃতীয় ও পঞ্চম বলে দুটি চার মারেন তিনি। পরের ওভারেই বাংলাদেশের ওপেনারের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন হয়। ১৪তম ওভারের চতুর্থ বলে সিরাজ জোরাল আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি। রিভিউতে দেখা যায় বল লেগ সাইডের বাইরে পিচিং করেছে। মুমিনুল, শান্ত এরপর সাবলীলভাবে খেলতে থাকেন। বাজে ডেলিভারিকে চারে পরিণত করেছেন। বল যাচাই করে কখনো ডট, কখনো সিঙ্গেল নিয়েছেন।
তৃতীয় উইকেট জুটিতে ধীরস্থিরভাবে যখন খেলতে থাকেন মুমিনুল-শান্ত, তখন আবারও ভারতের আবেদন। ১৯তম ওভারের পঞ্চম বলে মুমিনুলের বিরুদ্ধে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন জসপ্রীত বুমরা। মাঠের আম্পায়ার সাড়া না দিলে রোহিত রিভিউ নেন। আম্পায়ার্স কলে বেঁচে যান মুমিনুল। ২৬ ওভারে ২ উইকেটে ৭৪ রান করে বাংলাদেশ যায় মধ্যাহ্নভোজের বিরতিতে।
শান্ত-মুমিনুলের জুটি রবিচন্দ্রন অশ্বিন ভেঙেছেন দ্বিতীয় সেশন শুরু হওয়ার তাড়াতাড়ি। ২৯তম ওভারের পঞ্চম বলে শান্তকে অসাধারণ আর্ম ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অশ্বিন। শান্ত রিভিউ নিলেও সেটা নষ্ট হয়েছে। ৫৭ বলে ৬ চারে ৩১ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। তৃতীয় উইকেট জুটিতে শান্ত-মুমিনুল যোগ করেন ১০১ বলে ৫১ রান। ৩ উইকেটে ৮০ রানে পরিণত হওয়ার পর ৫ নম্বরে ব্যাটিংয়ে নামেন মুশফিক। চতুর্থ উইকেটে মুমিনুল-মুশফিক যে ২৭ রানের জুটি গড়েছেন, সেখানে হয়েছে ৫ চার। যার মধ্যে চারটি বাউন্ডারিই মেরেছেন মুমিনুল। মুশফিক মেরেছেন ১ চার।
নাহিদ রানা, তাসকিন আহমেদ-এই দুই পেসারকে বাদ দিয়ে কানপুর টেস্টে খেলতে নামে বাংলাদেশ। একাদশে এসেছেন তাইজুল ইসলাম ও সৈয়দ আহমেদ। কানপুরের স্পিনবান্ধব উইকেটের কথা চিন্তা করেই হয়তো তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে শান্তর দল। তাইজুলের পাশাপাশি আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৬ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৮ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৯ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৯ ঘণ্টা আগে