ক্রীড়া ডেস্ক
নারী এশিয়া কাপে পরপর দুই দিন দুই প্রতিবেশীর বিপক্ষে ভারতকে দেখা গেল ভিন্ন দুই রূপে। গতকাল পাকিস্তানের বিপক্ষে জিততে জিততে হেরে যাওয়া ভারত আজ বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে স্বাগতিকদের ৫৯ রানে হারিয়েছে ভারত।
১৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে বাংলাদেশ। ওপেনিংয়ে ফারজানা হক পিংকি-মুর্শিদা খাতুন ৫৫ বলে ৪৫ রানের জুটি গড়েন। মুর্শিদা ২৫ বলে ২১ রান করে আউট হলে উদ্বোধনী জুটি ভেঙে যায়। বাঁহাতি এই ব্যাটারের পর আরেক ওপেনারও ড্রেসিংরুমে ফিরে যান। ৪০ বলে ৩০ রান করেন পিংকি।
দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশ ম্যাচে ফিরতে পারেনি। ২০ ওভারে ৭ উইকেটে ১০০ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস। ইনিংস সর্বোচ্চ ২৯ বলে ৩৬ রান করেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা হয়েছেন শেফালি ভার্মা। ব্যাটিংয়ে ৪৪ বলে ৫৫ রানের পর বোলিংয়ে নিয়েছেন দুই উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক স্মৃতি মান্ধানা। ২০ ওভারে ৫ উইকেটে ভারত করে ১৫৯ রান। সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন শেফালি ভার্মা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রুমানা আহমেদ।
নারী এশিয়া কাপে পরপর দুই দিন দুই প্রতিবেশীর বিপক্ষে ভারতকে দেখা গেল ভিন্ন দুই রূপে। গতকাল পাকিস্তানের বিপক্ষে জিততে জিততে হেরে যাওয়া ভারত আজ বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে স্বাগতিকদের ৫৯ রানে হারিয়েছে ভারত।
১৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে বাংলাদেশ। ওপেনিংয়ে ফারজানা হক পিংকি-মুর্শিদা খাতুন ৫৫ বলে ৪৫ রানের জুটি গড়েন। মুর্শিদা ২৫ বলে ২১ রান করে আউট হলে উদ্বোধনী জুটি ভেঙে যায়। বাঁহাতি এই ব্যাটারের পর আরেক ওপেনারও ড্রেসিংরুমে ফিরে যান। ৪০ বলে ৩০ রান করেন পিংকি।
দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশ ম্যাচে ফিরতে পারেনি। ২০ ওভারে ৭ উইকেটে ১০০ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস। ইনিংস সর্বোচ্চ ২৯ বলে ৩৬ রান করেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা হয়েছেন শেফালি ভার্মা। ব্যাটিংয়ে ৪৪ বলে ৫৫ রানের পর বোলিংয়ে নিয়েছেন দুই উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক স্মৃতি মান্ধানা। ২০ ওভারে ৫ উইকেটে ভারত করে ১৫৯ রান। সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন শেফালি ভার্মা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রুমানা আহমেদ।
উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ শেষ ষোলোর দ্বিতীয় লেগে মাঠে নামছে বার্সেলোনা ও বেনফিকা। কাতালানরা প্রথম লেগে পর্তুগাল ক্লাবটির মাঠ থেকে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছিল। আজ নিজেদের মাঠে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে হান্সি ফ্লিকের শিষ্যরা।
৪ মিনিট আগেঘরের মাঠে দাপট দেখাবে পিএসজি, সেটাই অনুমিত ছিল। কিন্তু ১-০ গোলের জয়ে প্যারিস থেকে বাড়ি ফেরে লিভারপুল। তাতে বড় কৃতিত্ব অবশ্য গোলরক্ষক আলিসন বেকারের। তাঁর ৯টি সেভের কারণে আজ চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে নির্ভার থেকেই পিএসজিকে আতিথ্য দেবে অলরেডরা।
৩১ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফি জিতে ভারতীয় দলের উচ্ছ্বাস ‘দর্শক’ হিসেবেই দেখল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। তারা দেখছে আফগানিস্তানের মতো দলের ধারাবাহিক ভালো পারফরম্যান্স। বিশ্বমঞ্চে নিয়মিত ব্যর্থ বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ কম। বরং ক্রিকেট এগোচ্ছে না পেছাচ্ছে, এ রকম একটা প্রশ্ন প্রায়ই প্রাসঙ্গিক হয়ে ওঠে
২ ঘণ্টা আগে৩৫ পেরোলেই উপমহাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে অবসরের গুঞ্জনটা বেশিই শোনা যায়। ৩৬ ও ৩৭ বছর বয়সী বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অবসর নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। বিশেষ করে, রোহিতকে নিয়ে ফিসফাস একটু বেশিই শোনা গেছে।
১২ ঘণ্টা আগে