Ajker Patrika

ভারতের পিচ বদল নিয়ে সমস্যা দেখছে না আইসিসি 

ক্রীড়া ডেস্ক
ভারতের পিচ বদল নিয়ে সমস্যা দেখছে না আইসিসি 

সেমিফাইনালের আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ বদল নিয়ে বিতর্ক উঠেছে। এই বিষয়ে আইসিসিকে ইমেল করে অভিযোগ করেছিলেন আইসিসির প্রধান পিচ প্রস্তুতকারক অ্যান্ডি অ্যাটকিনসন। তার মেইলের জবাবে বিবৃতি দিতে হয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে।

আজ এক বিবৃতিতে আইসিসির একজন মুখপাত্র বলেছেন, ‘এই ধরনের প্রতিযোগিতার শেষ দিকে পিচে বদল স্বাভাবিক ব্যাপার। আগেও এই ঘটনা হয়েছে। আয়োজক দেশের যে মাঠে খেলা হচ্ছে, সেই মাঠের পিচ প্রস্তুতকারকের পরামর্শে বদল হতে পারে। আইসিসির পিচ প্রস্তুতকারককে এই বিষয়ে জানানো হয়েছে। পিচ বদল হলে যে সেই পিচে খেলা ভালো হবে না তার কোনো কারণ নেই।’

ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনালের ম্যাচটি ওয়াংখেড়ের ৭ নম্বর উইকেট হওয়ার কথা ছিল। এই মাঠে এখন পর্যন্ত হওয়া লিগ পর্বের চার ম্যাচের একটিও এই উইকেটে হয়নি। সেটি বিবেচনা করেই সেমির ম্যাচ হওয়ার কথা ছিল এই উইকেটে। কিন্তু ভারত স্পিনসহায়ক পিচের সুবিধা নেওয়ার জন্য ৬ নম্বর উইকেট পছন্দ করেছে, যেখানে এর আগে দুটি ম্যাচ হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ভারত-নিউজিল্যান্ড যে উইকেটে খেলছে সেখানে এর আগে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ও ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ হয়েছে। সেমিফাইনালের জন্য তাই অব্যবহৃত ৭ নম্বর পিচকে নির্বাচন করেছিলেন অ্যাটকিনসন। যে পিচে আগে খেলা হওয়ার কথা ছিল সেখানে ঘাস ছিল। মেইলের প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতীয় বোলারদের সুবিধা করে দিতেই নতুন পিচ বেছে নেওয়া হয়েছে।

আইসিসির সেই মুখপাত্রের দাবি, ‘কোন পিচে খেলা হবে সেই পিচ বেছে নেওয়া ও তারপর সেটা তৈরি করার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সংস্থা ও সেই সংস্থার পিচ প্রস্তুতকারকের। এ ক্ষেত্রে দায়িত্বটা ছিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত