Ajker Patrika

ক্রিকেট ইতিহাসে বুমরাই প্রথম

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৩৬
ক্রিকেট ইতিহাসে বুমরাই প্রথম

অপেক্ষাটা অবশেষে ফুরাল। ক্রিকেটের তিন সংস্করণে প্রথম কোনো বোলার হিসেবে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন জাসপ্রীত বুমরা। চক্রটা পূরণ করেছেন আজ টেস্ট বোলিংয়ের শীর্ষে উঠে।

ক্যারিয়ারের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে আসা বুমরা প্রথমবারের মতো বোলিংয়ের শীর্ষে উঠেন টি-টোয়েন্টিতে। ২০১৮ সালের জানুয়ারিতে। বর্তমানে অবশ্য সংক্ষিপ্ত সংস্করণে ১০০ নম্বরে আছেন। এরপর ২০২২ সালের জুলাইয়ে ওয়ানডেতেও শীর্ষস্থান লাভ করেন বর্তমানে ৬ নম্বরে থাকা ভারতীয় পেসার।

সীমিত ওভারে দুই সংস্করণের পর এবার টেস্টেও শীর্ষে উঠলেন বুমরা। তাঁর আগে কোনো বোলার এই কীর্তি গড়তে পারেননি। তবে বাংলাদেশের সাকিব আল হাসান অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে এই কীর্তি গড়েছেন। সেটিই আবার একই সময়ে তিন সংস্করণে শীর্ষে ছিলেন। তাঁর কীর্তিতেও এখন পর্যন্ত কেউই ভাগ বসাতে পারেননি। একই সময়ে তো নয় আলাদা করেও কোনো অলরাউন্ডার পারেননি।

ক্রিকেটের ইতিহাসে যেমন প্রথম ঠিক তেমনি ভারতের প্রথম পেসার হিসেবে টেস্টে শীর্ষে উঠেছেন বুমরা। তাঁর আগে ১৯৭৯-৮০ সাল পর্যন্ত ভারতের হয়ে সর্বোচ্চ ২ নম্বরে ছিলেন দলকে ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। টেস্টে বুমরার আগের সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল ৩। সমান র‍্যাঙ্কিংয়ে উঠেছিলেন ভারতের সাবেক বাঁহাতি পেসার জহির খানও। সব মিলিয়ে ভারতের চতুর্থ বোলার হিসেবে টেস্টে শীর্ষে উঠেছেন বুমরা। তাঁর আগে চূড়া উঠেছিলেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও প্রয়াত বিষেন সিং বেদি।

প্রথমবারের মতো টেস্টে জোড়া সেঞ্চুরি করে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আর মজবুত করেছেন উইলিয়ামসন।ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনমে ৯ উইকেট নিয়ে মাঠেই ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন বুমরা। এবার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য র‍্যাঙ্কিংয়েও পুরস্কৃত হলেন ৩০ বছর বয়সী পেসার। যাঁকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন তিনি অবশ্য তাঁরই সতীর্থ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বিশাখাপত্তনমে ৩ উইকেট নেওয়া অশ্বিন অবশ্য দুইয়ে নয় তিনে নেমে গেছেন। দুই ভারতীয়র মাঝে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে কলম্বো টেস্টে ৮ উইকেট নেওয়া প্রবাথ জয়াসুরিয়া ৩ ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন।

বুমরার মতো র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে যশস্বী জয়সওয়ালেরও। ২০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন উদীয়মান ব্যাটার। বিশাখাপত্তনম টেস্টেই দুই ইনিংসে ফিফটি করা জ্যাক ক্রলি ৮ ধাপ এগিয়ে ২২ নম্বরে আছেন। আর শীর্ষে থাকা কেন উইলিয়ামসন নিজের জায়গা আরও সুসংগঠিত করেছেন মাউন্ট মঙ্গানুই টেস্টে জোড়া সেঞ্চুরি করে। প্রথম ইনিংসে ১১৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। এতে ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্টে জোড়া সেঞ্চুরিও করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত