বিপিএল ফাইনালের টিকিটের হাহাকার, আহত দর্শক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ৪২
Thumbnail image

শরীরের কয়েক জায়গায় পুলিশের লাঠিচার্জের রক্ত জমাট বাঁধা চিহ্ন। রক্তও বের হচ্ছিল ইব্রাহিম মিয়ার। কান্না জড়ানো কণ্ঠে বললেন, ‘গতকাল রাত ৩টা থেকে একটা টিকিটের জন্য অপেক্ষা করছি, লাইনে দাঁড়িয়ে আছি, ভোর থেকেই বাড়ছে ভিড়। টিকিট পাব কি না, তা-ও জানি না। সকাল থেকেই লাইনে মানুষের চাপ বেড়েছে, ঠিকমতো দাঁড়ানোর অবস্থা নেই। পুলিশ এসে আমাদের মারতে শুরু করল। আমরা কী অন্যায় করেছি?’

ন্যায়-অন্যায়ের প্রশ্নে দায় এড়াতে কতটা পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সে প্রশ্ন থাকছেই। কোনো বুথে এখনো বিপিএল ফাইনালের টিকিট ছাড়েনি বিসিবি। বরিশাল-কুমিল্লা থেকে আসা সমর্থকেরা টিকিট আদৌ পাবেন কি না, সেটাই জানতে চাইলেন অনেকেই। এই অনিশ্চিত প্রশ্ন ছুড়ে দেওয়ার আগে ঢাকা বিদ্যালয়ের পড়ুয়া ফরচুন বরিশালের সমর্থকের কাছে জানতে চাইলে বলেন, ‘কাল আমার পরীক্ষা। একটা টিকিটের জন্য ভোর সাড়ে ৪টা থেকে অপেক্ষা করে আছি। পরীক্ষা তো আমার দিনের বেলায়। সন্ধ্যায় ফাইনাল ম্যাচটা দেখব। ক্রিকেট পছন্দ করি বলেই এ দাঁড়িয়ে থাকা। আগে খেলা পরে পরীক্ষা। টিকিট কি পাব?’

এ রকম অনেক ক্রিকেট সমর্থকের একটাই প্রশ্ন, ফাইনালের টিকিট পাবেন কি না। ফাইনালের আগে প্লে-অফের ম্যাচগুলো কিংবা লিগ পর্বের ম্যাচের আগেও টিকিটের মূল্য আগেই জানিয়ে দিত বিসিবি। তবে ফাইনালের আগে সেই তালিকা দেয়নি তারা। অনলাইন-অফলাইনে কোথাও পাওয়া যাচ্ছে না টিকিট। কিন্তু টিকিট না পাওয়ার কোনো যুক্তি বা কারণও এর মধ্যে জানায়নি ক্রিকেট বোর্ড।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটসংলগ্ন টিকিটের ১ নম্বর বুথে গিয়ে জানা যায়, টিকিটের জন্য এসে একজন অজ্ঞানও হয়েছেন! চিকিৎসা করাতে তাঁকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। আবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামসংলগ্ন বুথে একজনের মাথা ফেটেছে বলেও জানা গেছে।

টিকিটের জন্য এসে পুলিশের লাঠিচার্জে আহত ইব্রাহিম মিয়া। ছবি: আজকের পত্রিকাফাইনালের টিকিট নিতে আসা দর্শকদের ভিড়ে রাস্তায় তৈরি হয়েছে যানজট। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মীদের হিমশিম খেতে হচ্ছে উপস্থিত দর্শকদের সামলাতে। বারবার হ্যান্ডমাইকে ঘোষণা দেওয়া হচ্ছে টিকিট ছাড়ার। দর্শকেরা অবশ্য তাতে খুব একটা ভরসা পাচ্ছেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত