ক্রীড়া ডেস্ক
একদিনও পাকিস্তানের প্রধান নির্বাচকের চেয়ারটি খালি থাকার সুযোগ পেল না। গতকাল মোহাম্মদ ওয়াসিমকে বরখাস্তের পর পিসিবি আজ চেয়ারটিতে বসিয়েছে শহীদ আফ্রিদিকে। তবে স্থায়ীভাবে নয়, অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে দায়িত্ব শুরু হবে তাঁর ।
দল নির্বাচনে আফ্রিদিকে সহায়তা করবেন দুই সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাক, রাও ইফতিখার আনজুম। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, ‘জাতীয় দলের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটিকে স্বাগত জানাচ্ছি। আমার কোনো সন্দেহ নেই, সীমিত সময়েও তারা সাহসী সিদ্ধান্ত নিবে। কমিটি নিউজিল্যান্ডের বিপক্ষে শক্ত ও প্রতিযোগিতামূলক দল গড়তে সাহায্য করবে।’
আফ্রিদিকে নিয়ে শেঠি বলেছেন,‘শহীদ আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার এবং সে ভয়হীন ক্রিকেট খেলেছে। তার ২০ বছরের ক্রিকেট অভিজ্ঞতা আছে। সে সব সংস্করণে সফল হয়েছে। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে মেধাবী তরুণদের সে সব সময় সাহায্য করেছে। আমাদের মতে আধুনিক ক্রিকেটে তার চেয়ে যোগ্য আর কেউই নেই।’
আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৯৬ সালে অভিষেক হয় আফ্রিদির। আর ২০১৮ সালে অবসর নেন তিনি। দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সব মিলিয়ে ১১, ১৯৬ রান ও ৫৪১ উইকেট নিয়েছেন সাবেক এই অধিনায়ক।
একদিনও পাকিস্তানের প্রধান নির্বাচকের চেয়ারটি খালি থাকার সুযোগ পেল না। গতকাল মোহাম্মদ ওয়াসিমকে বরখাস্তের পর পিসিবি আজ চেয়ারটিতে বসিয়েছে শহীদ আফ্রিদিকে। তবে স্থায়ীভাবে নয়, অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে দায়িত্ব শুরু হবে তাঁর ।
দল নির্বাচনে আফ্রিদিকে সহায়তা করবেন দুই সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাক, রাও ইফতিখার আনজুম। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, ‘জাতীয় দলের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটিকে স্বাগত জানাচ্ছি। আমার কোনো সন্দেহ নেই, সীমিত সময়েও তারা সাহসী সিদ্ধান্ত নিবে। কমিটি নিউজিল্যান্ডের বিপক্ষে শক্ত ও প্রতিযোগিতামূলক দল গড়তে সাহায্য করবে।’
আফ্রিদিকে নিয়ে শেঠি বলেছেন,‘শহীদ আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার এবং সে ভয়হীন ক্রিকেট খেলেছে। তার ২০ বছরের ক্রিকেট অভিজ্ঞতা আছে। সে সব সংস্করণে সফল হয়েছে। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে মেধাবী তরুণদের সে সব সময় সাহায্য করেছে। আমাদের মতে আধুনিক ক্রিকেটে তার চেয়ে যোগ্য আর কেউই নেই।’
আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৯৬ সালে অভিষেক হয় আফ্রিদির। আর ২০১৮ সালে অবসর নেন তিনি। দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সব মিলিয়ে ১১, ১৯৬ রান ও ৫৪১ উইকেট নিয়েছেন সাবেক এই অধিনায়ক।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে গতকাল ভারতের কাছে ৪ উইকেটে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এই টুর্নামেন্টে অজিদের নেতৃত্ব দিয়েছেন স্টিভেন স্মিথ। চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর স্মিথ শোনালেন বিদায়ের সুর। ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিলেন সময়ের অন্যতম...
১ ঘণ্টা আগেলাহোরে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নামছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। তবে কিউইদের বিপক্ষে পরিসংখ্যান এগিয়ে রাখছে প্রোটিয়াদের। এর আগে সব মিলিয়ে ৭৩ ওয়ানডেতে দেখা হয়েছিল দুই দলের। দক্ষিণ আফ্রিকার জয়ের পাল্লাই ভারী—৪২ জয়ের বিপরীতে ২৬ ম্যাচে হার। পরিত্যক্ত হয়েছে ৫ ম্যাচ।
২ ঘণ্টা আগেপ্রাপ্তির সবই তো পেয়ে গেলেন বিরাট কোহলি। ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সবই জিতেছেন। মাঠে নামলেই রেকর্ড আর রেকর্ড ধরা দিচ্ছে। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ লাহোরে দেখা হচ্ছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের। পাকিস্তানে গ্রুপপর্বের তিনটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আরও কয়েকটি ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছে, ফলে কিউই-প্রোটিয়াদের ম্যাচ নিয়েও একটা অদৃশ্য ভয় ছিল। তবে আকুওয়েদার বলছে, সেই অদৃশ্য ভয় নেই এ ম্যাচে।
৩ ঘণ্টা আগে