Ajker Patrika

ঢাকার সঙ্গে বাঁচা-মরার লড়াই খুলনার

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৩৩
ঢাকার সঙ্গে বাঁচা-মরার লড়াই খুলনার। ছবি: সৌজন্য
ঢাকার সঙ্গে বাঁচা-মরার লড়াই খুলনার। ছবি: সৌজন্য

এক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।

আজ মাঠে মুখোমুখি হচ্ছে না এ দুই দল। বিপিএলের ঢাকা শেষ পর্বে প্রতিদিনের মতো আজও দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও খুলনা টাইগার্স। আর পরের ম্যাচে চিটাগং কিংস খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। দুই দলই প্লে-অফ নিশ্চিত করায় দ্বিতীয় ম্যাচটি কার্যত নিয়মরক্ষার। তবে প্রথম ম্যাচটি খুলনার জন্য বাঁচা-মরার। প্লে-অফের শেষ টিকিটটি পেতে হলে ঢাকা ক্যাপিটালসকে জিততে হবে আজ।

খুলনা হেরে গেলে কিংবা ঢাকা ক্যাপিটালস খুলনার বিপক্ষে জিতে গেলে লাভবান হবে পারিশ্রমিক ইস্যুতে বিতর্কিত দুর্বার রাজশাহী। কারণ, খুলনার হারই শুধু প্লে-অফের শেষ টিকিটটি পাইয়ে দিতে পারে তাদের। লিগ পর্বে রাজশাহীর আর কোনো ম্যাচ না থাকায় দলটির ক্রিকেটারদের হোটেল ছাড়ার গুঞ্জন বাতাসে। তবে দলটির ক্রিকেটারদের চোখ ঠিকই থাকবে এই ম্যাচে। এই ম্যাচের ফলাফলের ওপর তাদের প্লে-অফে খেলার স্বপ্ন বাঁচবে।

বরিশাল-চিটাগংয়ের ম্যাচটি নিয়মরক্ষার হলেও তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশালের জন্য এটি প্লে-অফের আগে নিজেদের শক্তি পরখ করার সুযোগ। প্লে-অফের আগে দলটিতে যুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের গতি তারকা অ্যাডাম মিলনে। চিটাগং কিংসের জন্য ম্যাচটি অন্য কারণে গুরুত্বপূর্ণ। তাদের ১১ ম্যাচে ১৪ পয়েন্ট (নেট রানরেট ১.৪১৪)। বড় ব্যবধানে বরিশালকে হারালে তারা লিগের দ্বিতীয় সেরা দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করতে পারে। অন্যদিকে রংপুর রাইডার্স ১২ ম্যাচে ১৬ পয়েন্ট (নেট রানরেট ০.৫৯৬) নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত