Ajker Patrika

ভারতের বিপক্ষে সর্বশক্তি দিয়ে লড়বে বাংলাদেশ

ক্রীড়া  ডেস্ক 
যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ছবি: এসিসি
যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ছবি: এসিসি

বড় মঞ্চে পারছেন না বড়রা; কিন্তু পাঁচ বছর ধরে ক্রিকেট দেখছে বাংলাদেশ উনিশের ‘দাপট’। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলের জিততে প্রয়োজন ১ রান, বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম মারলেন চার। ৭ উইকেটের জয়ে আবারও নিশ্চিত হলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল। গত চার যুব এশিয়া কাপে তৃতীয়বার ফাইনালে তারা। ২০১৯ যুব এশিয়া কাপে রানার্সআপ, ২০২৩-এ চ্যাম্পিয়ন, চব্বিশের গল্পটা ভারতের বিপক্ষে লেখা হবে আগামী পরশু। মাঝে ২০২০ যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন।

সবশেষ যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এবার প্রতিপক্ষ ছিল পাকিস্তান। প্রতিপক্ষের মতো পারফরম্যান্সেও অদল-বদল হলেন ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা। এই দুই পেসারের তোপেরমুখে গতবার সেমিতে ধরাশায়ী হয়েছিল ভারত। এবার কাঁধ মিলিয়ে তাঁদের তোপেরমুখে বিধ্বস্ত পাকিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসা পাকিস্তান আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে গুটিয়ে যায় ৩৭ ওভারে ১১৬ রানে।

মৃধা-ইমনের অদল-বদল পারফরম্যান্সও স্পষ্ট করা যাক—গতবার সেমিতে ভারতের বিপক্ষে মৃধার শিকার ছিল ৪ উইকেট, আর ইমনের ২ উইকেট। এবার ইমন নিলেন ৪ টি, মৃধার শিকার ২ টি। সেবার ম্যাচসেরা হয়েছিলেন মৃধা, এবার পুরস্কার হাতে তুললেন ইমন। পাকিস্তানের ব্যাটারদের মধ্যে মিডল অর্ডার ফারহান ইউসুফ সর্বোচ্চ ৩২ রান করেছেন। মোহাম্মদ রিয়াজউল্লাহ ২৮ ও অধিনায়ক সাদ বেগ করেন ১৮ রান। অধিনায়ক তামিমের ঝোড়ো ফিফটিতে ৩ উইকেট হারিয়ে ১৬৭ বল হাতে রেখে অনায়াসে ১১৭ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ যুবারা।

আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতের যুবারা। পরশু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। তামিম অবশ্য ঘোষণা দিয়ে রাখলেন, দুবাইয়ে আবারও রূপকথার গল্প লিখতে চায় বাংলাদেশ। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘ফাইনালে আমাদের নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের সর্বশক্তি নিয়ে লড়াই করব। নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সমর্থন করবেন।’

সেমিফাইনালে দলে জয়ে বোলারদের কৃতিত্ব দিলেন তামিম, ‘আজকে আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। ভালো লাগছে। টস জিতেছি, সবকিছু আমাদের অনুকূলে ছিল। আমাদের বোলাররা সবাই ভালো করেছে। ইমন, মারুফ, ফাহাদ ও রিজান, ওরা অনেক ভালো বোলিং করেছে। ইমন ৪ উইকেট নিয়েছে। । এ জন্য ১১৬ রানে রানে ওদেরকে আটকে রাখতে পেরেছি। দলে আমাদের বার্তা ছিল পরিকল্পনা অনুযায়ী এগোব। আমরা গ্রুপ পর্বে কিছু ভুল করেছিলাম সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। আমরা সেগুলো করে দেখিয়েছি।’

বড়সড় লক্ষ্য না হলেও শুরুতে বাংলাদেশকে চাপে রেখেছিল পাকিস্তান। প্রথম পাঁচ ওভারে থেকে মাত্র ৪ রান তুলতে পারে বাংলাদেশ। ২৮ রানে ফেরেন দুই ওপেনার কালাম সিদ্দিকী (০) ও জাওয়াদ আবরার (১৭)। তৃতীয় উইকেটে তামিম ও শিহাব জেমসের ৫৭ রানের জুটিতে বিপর্যয় সামলে জয়ের পথ মসৃণ হয় বাংলাদেশের। ২৬ রান ফেরেন শিহাব।

পাঁচে নামা রিজান হোসেনকে সঙ্গে নিয়ে ২২.১ ওভারে জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম। ৪২ বলে সাতটি চার ও তিন ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক। টুর্নামেন্টে চার ম্যাচে তৃতীয়বার ফিফটির দেখা পেলেন। একটি সেঞ্চুরি ও দুই অপরাজিত ফিফটির সৌজন্যে ২২৪ রান করে এ পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। নজরকাড়া গড় ১১২.০০। নিজের ব্যাটিং নিয়ে তৃপ্ত তামিম, ‘আজকে যে ইনিংসটা খেলেছি, খুব ভালো লাগছে। আমরা দেশের জন্য জিতেছি, এটা ভালো লাগছে বেশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত