ক্রীড়া ডেস্ক
লঙ্কা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো ফাইনালে উঠেই বাজিমাত করেছে বি-লাভ ক্যান্ডি। ডাম্বুলা অরাকে ৫ উইকেটে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন তারা। চতুর্থ সংস্করণের এই লিগে সবচেয়ে সফলতম দল জাফনা কিংস। বাকি তিনবারই তারাই চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনালে উঠতে কঠিন এক পথ পাড়ি দিতে হয়েছে বি-লাভ ক্যান্ডিকে। এলিমিনেটরের পর কোয়ালিয়াফায়ারের জয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল দলটি। শিরোপা নির্ধারণী ম্যাচে আবার নকআউট ম্যাচ দুটির জয়ের নায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই খেলতে নেমেছিল তারা।
চোটের কারণে হাসারাঙ্গা ছিলেন না ফাইনালে। ক্যান্ডির অধিনায়ক না থাকলেও জয়ের ধারা অব্যাহত রেখেছেন তাঁর সতীর্থরা। ১৪৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও কামিন্দু মেন্ডিস। ২৬ রানে পাকিস্তানি ব্যাটার হারিস আউট হলে ৪৯ রানের জুটি ভাঙে। সতীর্থ আউট হলেও দিনেশ চাণ্ডিমালকে নিয়ে ৪৪ রানের আরেকটি জুটি গড়েন মেন্ডিস। তাঁদের সেই জুটিতেই মূলত ক্যান্ডির জয়ের কাজ প্রায় নিশ্চিত হয়।
কিন্তু ব্যক্তিগত ৪৪ রানে মেন্ডিস আউট হলে ধাক্কা খায় ক্যান্ডি। তাঁর আউটের পর দ্রুত আরও দুই উইকেট হারায় চ্যাম্পিয়নরা। তবে পঞ্চম উইকেটে ২৫ রানের ছোট এক জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও আসিফ আলী। ১০ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংস খেলে পাকিস্তানি ব্যাটার আসিফ আউট হলেও জয় নিয়ে মাঠ ছেড়েছেন অভিজ্ঞ ম্যাথুস। ২১ বলে অপরাজিত ২৫ রানের ঠান্ডা মাথার ইনিংসের জন্য ফাইনাল সেরাও হয়েছেন তিনি। শেষ ওভারে ৬ বলে ৬ রান লাগত। ১ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় পায় ক্যান্ডি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৪৭ রান করে ডাম্বুলা। শুরুটা ভালো না হলেও দল লড়াই করার মতো স্কোর পায় মিডল অর্ডারের সৌজন্যে। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। ২৯ বলের ইনিংসে কোনো চার না থাকলেও ৩ ছক্কা ছিল।
ফাইনালে খেলতে না পারলেও টুর্নামেন্ট সেরা হয়েছেন হাসারাঙ্গা। ব্যাটে-বলে দুই জায়গায় তিনি শীর্ষে। ৯ ইনিংসে ২৭৯ রানের সঙ্গে বোলিংয়ে ১৯ উইকেট নিয়েছেন লঙ্কান এই অলরাউন্ডার।
লঙ্কা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো ফাইনালে উঠেই বাজিমাত করেছে বি-লাভ ক্যান্ডি। ডাম্বুলা অরাকে ৫ উইকেটে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন তারা। চতুর্থ সংস্করণের এই লিগে সবচেয়ে সফলতম দল জাফনা কিংস। বাকি তিনবারই তারাই চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনালে উঠতে কঠিন এক পথ পাড়ি দিতে হয়েছে বি-লাভ ক্যান্ডিকে। এলিমিনেটরের পর কোয়ালিয়াফায়ারের জয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল দলটি। শিরোপা নির্ধারণী ম্যাচে আবার নকআউট ম্যাচ দুটির জয়ের নায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই খেলতে নেমেছিল তারা।
চোটের কারণে হাসারাঙ্গা ছিলেন না ফাইনালে। ক্যান্ডির অধিনায়ক না থাকলেও জয়ের ধারা অব্যাহত রেখেছেন তাঁর সতীর্থরা। ১৪৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও কামিন্দু মেন্ডিস। ২৬ রানে পাকিস্তানি ব্যাটার হারিস আউট হলে ৪৯ রানের জুটি ভাঙে। সতীর্থ আউট হলেও দিনেশ চাণ্ডিমালকে নিয়ে ৪৪ রানের আরেকটি জুটি গড়েন মেন্ডিস। তাঁদের সেই জুটিতেই মূলত ক্যান্ডির জয়ের কাজ প্রায় নিশ্চিত হয়।
কিন্তু ব্যক্তিগত ৪৪ রানে মেন্ডিস আউট হলে ধাক্কা খায় ক্যান্ডি। তাঁর আউটের পর দ্রুত আরও দুই উইকেট হারায় চ্যাম্পিয়নরা। তবে পঞ্চম উইকেটে ২৫ রানের ছোট এক জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও আসিফ আলী। ১০ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংস খেলে পাকিস্তানি ব্যাটার আসিফ আউট হলেও জয় নিয়ে মাঠ ছেড়েছেন অভিজ্ঞ ম্যাথুস। ২১ বলে অপরাজিত ২৫ রানের ঠান্ডা মাথার ইনিংসের জন্য ফাইনাল সেরাও হয়েছেন তিনি। শেষ ওভারে ৬ বলে ৬ রান লাগত। ১ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় পায় ক্যান্ডি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৪৭ রান করে ডাম্বুলা। শুরুটা ভালো না হলেও দল লড়াই করার মতো স্কোর পায় মিডল অর্ডারের সৌজন্যে। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। ২৯ বলের ইনিংসে কোনো চার না থাকলেও ৩ ছক্কা ছিল।
ফাইনালে খেলতে না পারলেও টুর্নামেন্ট সেরা হয়েছেন হাসারাঙ্গা। ব্যাটে-বলে দুই জায়গায় তিনি শীর্ষে। ৯ ইনিংসে ২৭৯ রানের সঙ্গে বোলিংয়ে ১৯ উইকেট নিয়েছেন লঙ্কান এই অলরাউন্ডার।
দুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত। লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে আজ কে জিতবে তা সময়ই বলবে, তবে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম তো পারলে বলেই ফেলেন—‘গত মাসেই তো ওদের লাহোরে হারালাম।’
৩১ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
১২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১৩ ঘণ্টা আগে