Ajker Patrika

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমের লক্ষ্যে ব্যাটিংয়ে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৪: ৩৭
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমের লক্ষ্যে ব্যাটিংয়ে আফগানিস্তান

তিন বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান। এবার তাদের সামনে টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া। অজিদের হারাতে পারলে প্রথমবারের মতো ওয়ানডে জয় পাবে আফগানরা। সঙ্গে সেমির পথ আরও উজ্জ্বল হবে। 

অস্ট্রেলিয়াকে হারানোর লক্ষ্যে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হাশমতউল্লাহ শাহীদি। প্রতিপক্ষকে পরে আটকে দিতে চান বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক। টস জিতলে অস্ট্রেলিয়াও ব্যাটিং করত বলে জানিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। 

একাদশে আজ দুই দলই পরিবর্তন এনেছে। আফগানিস্তানের একটির বদলে দুটি করেছে অস্ট্রেলিয়া। ফজলহক ফারুকির বদলে আফগানদের একাদশে সুযোগ পেয়েছেন নাভিন-উল-হক। আর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নিয়েছে সর্বশেষ ম্যাচে না খেলা দুই অলরাউন্ডার মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। তাঁদের জায়গা দিতে একাদশের বাইরে গেছেন ক্যামেরুন গ্রিন ও অফ ফর্মে থাকা স্টিভেন স্মিথ। 

অস্ট্রেলিয়ার একাদশ: 

প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।  

আফগানিস্তানের একাদশ: 

হাশমতউল্লাহ শাহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হক, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত