নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখটা দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে স্বর্ণাক্ষরেই লেখা রয়েছে। এ দিনই যে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন শব্দ যুক্ত হয় বাংলাদেশের নামের পাশে।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্নায়ুক্ষয়ী ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা জেতে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ।
বাংলার উনিশ না পেরোনো যুবারা এখন লড়ছে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বাজেভাবে হারলেও কানাডা ও সংযুক্ত আরব আমিরাতকে অনায়াসে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে রাকিবুল হাসানের দল। ওদিকে, তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে পা রেখেছে ভারতও। এবার আর ফাইনালে নয়, কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত।
সেন্ট কিটসে গত রাতে আরব আমিরাতকে ডিএলএস পদ্ধতিতে (বৃষ্টি আইনে) ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ‘এ’ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। অন্যদিকে ত্রিনিদাদে উগান্ডাকে ৩২৬ রানে উড়িয়ে দিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফলে শেষ আটে নিশ্চিত হয়েছে বাংলাদেশ-ভারত লড়াই।
সব উত্তর মিলবে আগামী শনিবার। অ্যান্টিগার কলিজ ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়।
গত বছরের শেষ দিকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে এই ভারতের কাছেই হেরেছিল বাংলাদেশ। এবার গত বিশ্বকাপের ফাইনাল হারের বদলাও নিতে মুখিয়ে ভারতীয়রা। তবে রাকিবুল-নাবিলরাও চাইবেন ফের প্রতিবেশীদের স্বপ্ন ভেঙে বিশ্বকাপ ধরে রাখার অভিযানে আরেক ধাপ এগিয়ে যেতে।
৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখটা দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে স্বর্ণাক্ষরেই লেখা রয়েছে। এ দিনই যে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন শব্দ যুক্ত হয় বাংলাদেশের নামের পাশে।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্নায়ুক্ষয়ী ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা জেতে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ।
বাংলার উনিশ না পেরোনো যুবারা এখন লড়ছে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বাজেভাবে হারলেও কানাডা ও সংযুক্ত আরব আমিরাতকে অনায়াসে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে রাকিবুল হাসানের দল। ওদিকে, তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে পা রেখেছে ভারতও। এবার আর ফাইনালে নয়, কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত।
সেন্ট কিটসে গত রাতে আরব আমিরাতকে ডিএলএস পদ্ধতিতে (বৃষ্টি আইনে) ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ‘এ’ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। অন্যদিকে ত্রিনিদাদে উগান্ডাকে ৩২৬ রানে উড়িয়ে দিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফলে শেষ আটে নিশ্চিত হয়েছে বাংলাদেশ-ভারত লড়াই।
সব উত্তর মিলবে আগামী শনিবার। অ্যান্টিগার কলিজ ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়।
গত বছরের শেষ দিকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে এই ভারতের কাছেই হেরেছিল বাংলাদেশ। এবার গত বিশ্বকাপের ফাইনাল হারের বদলাও নিতে মুখিয়ে ভারতীয়রা। তবে রাকিবুল-নাবিলরাও চাইবেন ফের প্রতিবেশীদের স্বপ্ন ভেঙে বিশ্বকাপ ধরে রাখার অভিযানে আরেক ধাপ এগিয়ে যেতে।
বছরখানেকও হয়নি। এর মধ্যেই অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শিলংয়ে অনুষ্ঠিতব্য সেই ম্যাচেই ভারতের জার্সিতে দেখা যেতে পারে...
৬ ঘণ্টা আগেভারত নাকি নিউজিল্যান্ড—চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর মিলবে আগামী ৯ মার্চ। এর আগে ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়েছে আইসিসি।
৭ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
৮ ঘণ্টা আগেএশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে অম্ল-মধুর এক দিন পার করল বাংলদেশ নারী দল। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। সেমিফাইনালের আশা টিকিয়ে রেখে ম্যাট ছাড়ে ৫২-১২ পয়েন্ট ব্যবধানের জয় নিয়ে।
৮ ঘণ্টা আগে