Ajker Patrika

বিশ্বকাপে নান্নুর পরেই মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ২১: ২৪
বিশ্বকাপে নান্নুর পরেই মাহমুদউল্লাহ

আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪৯ বলে ৪১ রানের অপরাজিত এক ইনিংস। মাহমুদউল্লাহ রিয়াদের এই ইনিংসের সৌজন্যেই মূলত নিউজিল্যান্ডকে ২৪৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ৩৫.৫ ওভারে ১৭৫ রানে ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তখন তাদের স্কোর দু শ হবে কি না, এ নিয়ে শঙ্কা তৈরি হয়। মাহমুদউল্লাহ নেমে সেই সেই শঙ্কা দূরীভূত করেছেন। 

অথচ এই বিশ্বকাপে মাহমুদউল্লাহ বাংলাদেশ দলে সুযোগ পাবেন কি না, দল ঘোষণার আগ পর্যন্ত এটা ছিল বেশ ‘আলোচিত’ প্রশ্ন। বয়স, ফর্ম, ফিল্ডিং নিয়ে কত আলোচনাই হয়েছিল। তাঁর জায়গায় কয়েকজন ক্রিকেটারের ওপর কয়েক সিরিজে পরীক্ষা-নিরীক্ষাও চালিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তাঁরা সবাই ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে সুযোগই পেয়ে যান মাহমুদউল্লাহ। 

ধর্মশালায় বিশ্বকাপের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ। যদিও সেই ম্যাচে তাঁর ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়েনি। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কম্বিনেশনের কারণে একাদশে রাখা হয়নি তাঁকে। তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েই দারুণ এক ইনিংস খেলে অবদান রেখেছেন দলীয় স্কোরে। 

এতে বিশ্বকাপে ব্যক্তিগত রানও বেড়েছে মাহমুদউল্লাহর। সব মিলিয়ে বিশ্বকাপে ১৯ ম্যাচে ১৬ ইনিংসে ৬৫৭ রান তাঁর। বাংলাদেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এর মধ্যে চার ইনিংসে ছিলেন অপরাজিত। আছে দুটি করে সেঞ্চুরি ও ফিফটি। 

বলা যায়, বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটারদের একজনই মাহমুদউল্লাহ। ১৬ ইনিংসে তাঁর ব্যাটিং গড় ৫৪.৭৫। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে অন্তত ৫০০ রান করেছেন, এমন ব্যাটারদের মধ্যে মাহমুদউল্লাহর গড়ই সবচেয়ে বেশি। আরও কারও ৫০ গড় নেই। 

বিশ্বকাপে মাহমুদউল্লাহসহ বাংলাদেশের দুজন ব্যাটারের ব্যাটিং গড় ৫০-এর ওপরে আছে। আরেকজন হলেন মিনহাজুল আবেদীন নান্নু। বাংলাদেশে দলের বর্তমান এই প্রধান নির্বাচক শুধু ১৯৯৯ বিশ্বকাপই খেলেছিলেন। সেই বিশ্বকাপে ৪ ম্যাচে ৭০.০০ গড়ে করেছিলেন ১৪০ রান। দুই ইনিংসেই ছিলেন অপরাজিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত