ক্রীড়া ডেস্ক
রোমাঞ্চকর এক দিনে বুন্দেসলিগার টানা ১১ শিরোপা গতকাল ঘরে তুলল বায়ার্ন মিউনিখ। তবু এই শিরোপা জয়ের দিনই দুঃসংবাদ দিল বায়ার্ন। বরখাস্ত করা হয়েছে অলিভার কান ও হাসান সালিহামিদজিচকে।
কান ও সালিহামিদজিচের বরখাস্ত হওয়ার কথা গতকাল ম্যাচ শেষে নিশ্চিত করেছেন হার্বার্ট হেইনার। বায়ার্নের প্রধান নির্বাহীর পদ থেকে কানকে বহিষ্কারের প্রসঙ্গে ম্যাচ শেষে ক্লাব সভাপতি হার্বাট হেইনার বলেন, ‘অলিভার কানের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া তত্ত্বাবধায়ক বোর্ডের পক্ষে সহজ ছিল না। তবু সার্বিক উন্নয়নের কারণে আমরা বোর্ডের কার্যনির্বাহীর শীর্ষ পদে নতুন কাউকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। তাঁর দায়িত্বশীলতা, চিন্তাভাবনা, আমরা যা অর্জন করেছি তার জন্য অলিভার কানকে ধন্যবাদ জানাই। বায়ার্ন মিউনিখে সে সব সময় বড় ব্যক্তিত্ব হয়ে থাকবে। তাঁর ভবিষ্যতের সর্বোচ্চ সফলতা কামনা করছি।’ আর ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের পদ থেকে বরখাস্ত করা হয়েছে সালিহামিদজিচকে।
২০২০-এর ১ জানুয়ারি কার্ল হেইঞ্জ রুমিনিগের পরিবর্তে বায়ার্নের প্রধান নির্বাহী হয়েছিলেন কান। সাড়ে তিন বছরের দায়িত্ব শেষে গতকাল চাকরি হারালেন ২০০২ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী জার্মান গোলরক্ষক। কানের স্থলাভিষিক্ত হয়েছেন ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসেন। তবে সালিহামিদজিচের পরিবর্তে দায়িত্ব কে নেবেন, তা এখনো জানা যায়নি।
২০২২-২৩ মৌসুমের বুন্দেসলিগার গতকাল ছিল শেষ দিন। গতকালের ম্যাচের আগে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বরুসিয়া ডর্টমুন্ড। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে বায়ার্ন ছিল দ্বিতীয়। সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ডের প্রতিপক্ষ ছিল মেইঞ্জ। আর রেইন এনার্জি স্টেডিয়ামে বায়ার্ন খেলেছে কোলনের বিপক্ষ। ডর্টমুন্ড জিতলে বিনা সমীকরণে তারাই হতো চ্যাম্পিয়ন। যদি দুটো দলই যার যার নিজেদের খেলায় ড্র করতো, তাতেও চ্যাম্পিয়ন ডর্টমুন্ড। এমনকি ডর্টমুন্ড হারলেও বায়ার্নের ড্রতে হয়ে যেত চ্যাম্পিয়ন। অন্যদিকে চ্যাম্পিয়ন হতে হলে বায়ার্নের জয়ের তো কোনো বিকল্প ছিল না। একই সঙ্গে তাদের প্রার্থনা করতে হতো ডর্টমুন্ড যেন যেকোনো মূল্যে পয়েন্ট হারায়। শেষ পর্যন্ত বায়ার্ন ২-১ গোলে হারায় কোলনকে। আর ২-২ গোলে ড্র করে ডর্টমুন্ড-মেইঞ্জ।
রোমাঞ্চকর এক দিনে বুন্দেসলিগার টানা ১১ শিরোপা গতকাল ঘরে তুলল বায়ার্ন মিউনিখ। তবু এই শিরোপা জয়ের দিনই দুঃসংবাদ দিল বায়ার্ন। বরখাস্ত করা হয়েছে অলিভার কান ও হাসান সালিহামিদজিচকে।
কান ও সালিহামিদজিচের বরখাস্ত হওয়ার কথা গতকাল ম্যাচ শেষে নিশ্চিত করেছেন হার্বার্ট হেইনার। বায়ার্নের প্রধান নির্বাহীর পদ থেকে কানকে বহিষ্কারের প্রসঙ্গে ম্যাচ শেষে ক্লাব সভাপতি হার্বাট হেইনার বলেন, ‘অলিভার কানের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া তত্ত্বাবধায়ক বোর্ডের পক্ষে সহজ ছিল না। তবু সার্বিক উন্নয়নের কারণে আমরা বোর্ডের কার্যনির্বাহীর শীর্ষ পদে নতুন কাউকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। তাঁর দায়িত্বশীলতা, চিন্তাভাবনা, আমরা যা অর্জন করেছি তার জন্য অলিভার কানকে ধন্যবাদ জানাই। বায়ার্ন মিউনিখে সে সব সময় বড় ব্যক্তিত্ব হয়ে থাকবে। তাঁর ভবিষ্যতের সর্বোচ্চ সফলতা কামনা করছি।’ আর ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের পদ থেকে বরখাস্ত করা হয়েছে সালিহামিদজিচকে।
২০২০-এর ১ জানুয়ারি কার্ল হেইঞ্জ রুমিনিগের পরিবর্তে বায়ার্নের প্রধান নির্বাহী হয়েছিলেন কান। সাড়ে তিন বছরের দায়িত্ব শেষে গতকাল চাকরি হারালেন ২০০২ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী জার্মান গোলরক্ষক। কানের স্থলাভিষিক্ত হয়েছেন ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসেন। তবে সালিহামিদজিচের পরিবর্তে দায়িত্ব কে নেবেন, তা এখনো জানা যায়নি।
২০২২-২৩ মৌসুমের বুন্দেসলিগার গতকাল ছিল শেষ দিন। গতকালের ম্যাচের আগে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বরুসিয়া ডর্টমুন্ড। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে বায়ার্ন ছিল দ্বিতীয়। সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ডের প্রতিপক্ষ ছিল মেইঞ্জ। আর রেইন এনার্জি স্টেডিয়ামে বায়ার্ন খেলেছে কোলনের বিপক্ষ। ডর্টমুন্ড জিতলে বিনা সমীকরণে তারাই হতো চ্যাম্পিয়ন। যদি দুটো দলই যার যার নিজেদের খেলায় ড্র করতো, তাতেও চ্যাম্পিয়ন ডর্টমুন্ড। এমনকি ডর্টমুন্ড হারলেও বায়ার্নের ড্রতে হয়ে যেত চ্যাম্পিয়ন। অন্যদিকে চ্যাম্পিয়ন হতে হলে বায়ার্নের জয়ের তো কোনো বিকল্প ছিল না। একই সঙ্গে তাদের প্রার্থনা করতে হতো ডর্টমুন্ড যেন যেকোনো মূল্যে পয়েন্ট হারায়। শেষ পর্যন্ত বায়ার্ন ২-১ গোলে হারায় কোলনকে। আর ২-২ গোলে ড্র করে ডর্টমুন্ড-মেইঞ্জ।
বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল মেসিকে নিয়ে আলাদা করে পরিকল্পনা করতে হতো রিয়াল মাদ্রিদকে। এক যুগের বেশি সময় ধরে রিয়ালের আতঙ্কই যেন ছিলেন আর্জেন্টাইন সুপার স্টার। সেটি এখন অতীত। কিন্তু হালের তারকা হুলিয়ান আলভারেজও...
৩ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে গতকাল ভারতের কাছে ৪ উইকেটে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এই টুর্নামেন্টে অজিদের নেতৃত্ব দিয়েছেন স্টিভেন স্মিথ। চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর স্মিথ শোনালেন বিদায়ের সুর। ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিলেন সময়ের অন্যতম...
২ ঘণ্টা আগেলাহোরে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নামছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। তবে কিউইদের বিপক্ষে পরিসংখ্যান এগিয়ে রাখছে প্রোটিয়াদের। এর আগে সব মিলিয়ে ৭৩ ওয়ানডেতে দেখা হয়েছিল দুই দলের। দক্ষিণ আফ্রিকার জয়ের পাল্লাই ভারী—৪২ জয়ের বিপরীতে ২৬ ম্যাচে হার। পরিত্যক্ত হয়েছে ৫ ম্যাচ।
২ ঘণ্টা আগেপ্রাপ্তির সবই তো পেয়ে গেলেন বিরাট কোহলি। ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সবই জিতেছেন। মাঠে নামলেই রেকর্ড আর রেকর্ড ধরা দিচ্ছে। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত।
৩ ঘণ্টা আগে