Ajker Patrika

ওয়াকওভার পেয়ে পরের রাউন্ডে আবাহনী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়াকওভার পেয়ে পরের রাউন্ডে আবাহনী 

আবাহনীর বিপক্ষে ম্যাচ খেলতে সিলেটে আসছে না মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া, সেটা জানাই ছিল। শুধু বাকি অপেক্ষা ছিল এএফসির সিদ্ধান্তের। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে এএফসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়াকওভার পেয়ে এএফসি কাপের বাছাইপর্বের পরের রাউন্ডে খেলবে আবাহনী।

আজ দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আবাহনী-ভ্যালেন্সিয়া দুই দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। ভ্যালেন্সিয়া দল না আসায় বাতিল করা হয় সংবাদ সম্মেলন। আগামীকাল এই মাঠেই হওয়ার কথা ছিল দুই দলের প্রাক-বাছাইপর্বের ম্যাচ।

তবে ভ্যালেন্সিয়া যে বাংলাদেশে আসছে না সে বিষয়টি গতকালকেই হয়ে গেছে পরিষ্কার। আর্থিক সমস্যার কারণ দেখিয়ে গতকালকে বিমানেই ওঠেননি ক্লাব ভ্যালেন্সিয়ার ফুটবলাররা। গত বছর এই প্রাক-বাছাইপর্বেই আবাহনীকে বাদ দিয়ে মালদ্বীপের আরেক দল ক্লাব ঈগলসকে বাছাইপর্ব খেলার সুযোগ দিয়েছিল। এবার মালদ্বীপেরই এক দলের বিপক্ষে প্রাক-বাছাইপর্ব না খেলে বাছাইপর্ব খেলার সুযোগ পাচ্ছে আকাশি-নীলরা।

১৯ এপ্রিলের বাছাইপর্বে কঠিন প্রতিপক্ষকেই পেতে পারে আবাহনী। আগামীকাল কলকাতায় মুখোমুখি হবে ভারতের এটিকে মোহনবাগান ও শ্রীলঙ্কার ব্লু স্টার। দুই দলের মধ্যকার জয়ী দলটাই হবে ১৯ এপ্রিল আবাহনীর প্রতিপক্ষ। সেই ম্যাচের জয়ী দল পাবে গ্রুপপর্বে খেলার টিকিট। গ্রুপে বাকি তিন দল বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত