Ajker Patrika

সিটির জয়ের ম্যাচে হালান্ডের হাতাহাতি, নতুন উচ্চতায় এদেরসন 

ক্রীড়া ডেস্ক
সিটির জয়ের ম্যাচে হালান্ডের হাতাহাতি, নতুন উচ্চতায় এদেরসন 

ইংলিশ প্রিমিয়ার লিগের শততম ক্লিন শিট ছিল ক্যাস্পার স্মাইকেল, ডেভিড সিম্যান ও এডউইন ফন ডার সারের। এবার তাঁদের পাশে বসলেন এদেরসন। তবে এই মাইলফলক ছুঁতে তাঁদের চেয়ে কম ম্যাচ খেলেছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। তাঁর লেগেছে ২০৮ ম্যাচ।

আজ রাতে নিজেদের মাঠ ইতিহাদে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমে এই রেকর্ড গড়েন এদেরসন। তাঁর চেয়ে কম ম্যাচ খেলে ১০০ ক্লিন শিট আছে কেবল পিওতর চেক ও পেপে রেইনার। এদেরসনের রেকর্ডে রাতে ২-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এ নিয়ে ইতিহাদে নিউক্যাসলের বিপক্ষে শেষ ১৪ ম্যাচে জিতেছে সিটিজেনরা।

সতীর্থ রদ্রির কাছ থেকে বল পেয়ে ম্যাচের ১৫ তম মিনিটে একক নৈপুণ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এগিয়ে দেন ফিল ফোডেন। এরপর অবশ্য সমতায় ফিরতে চেষ্টা করে নিউক্যাসল। তবে ৬৭ মিনিটে ব্যবধানটা বাড়িয়ে নেয়ে পেপ গার্দিওলার দল। ৬৭ মিনিটে বিপজ্জনক সীমানায় আর্লিং হালান্ডের থেকে বল পেয়ে জাল খুঁজে নেন বদলি হিসেবে মাঠে নামা বার্নার্দো সিলভা। সেই ব্যবধান ধরে রেখে জয় তুলে নেয় সিটি। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ বাড়াল গার্দিওলার দল। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৫৮। ২৪ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ছয়ে নিউক্যাসল।

তবে জয়-পরাজয় ছাড়িয়ে এই ম্যাচ আলোচনায় ওঠে এসেছে সিটির স্ট্রাইকার ও নিউক্যাসলের ইংলিশ ডিফেন্ডার ড্যান বার্নের হাতাহাতির কারণে। দ্বিতীয়ার্ধে নিজেদের ৪০ গজ ভেতরে সিটি উইঙ্গারকে বাধা দেন বার্ন। এরপর মুখের ভেতর কী যেন বলেন তিনি। এরপর বার্নের দিকে তেড়ে গিয়ে বার্নকে ঢুঁশ মারেন রুবেন দিয়াজ। মারমুখো ভঙ্গি নিয়ে তেড়ে যান হালান্ডও। নরওয়েজীয় স্ট্রাইকারের সঙ্গে হাতাহাতি হয় বার্নের। দুজন দুজনের জার্সি নিয়ে টানতে থাকেন। পরে তাঁদের থামান সতীর্থরা। দুজনকে হলুদ কার্ড দেখান রেফারি। এরপর বার্নের মুখের ওপর হেসে দেন হালান্ড। 

ম্যাচে দুজনের এমন মারমুখি ভঙ্গির সেই দৃশ্য ছড়িয়ে পড়তে সময় লাগেনি নেট দুনিয়ায়। একজন টুইটারে লিখেছেন, ‘আর্লিং হালান্ড-বার্ন যুদ্ধ। আমি এমন লড়াই দেখতে চাই।’ আরেকজনের টুইট, ‘হালান্ড-বার্নকে লড়াই করতে দিন। আমি দেখতে চাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত