Ajker Patrika

আরেকটি ব্যালন ডি অর জিতে আপ্লুত মেসি 

ক্রীড়া ডেস্ক
আরেকটি ব্যালন ডি অর জিতে আপ্লুত মেসি 

সর্বোচ্চ ছয় ব্যালন ডি অর জিতে আগেই সবার ওপরে ছিলেন লিওনেল মেসি। রাতে সপ্তমবারের মতো পুরস্কারটি জিতে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন মেসি। ব্যক্তিগত পুরস্কার নিয়ে কখনোই তেমন একটা কথা বলতে দেখা যায় না এই আর্জেন্টাইন তারকাকে। 

তবে এবার সপ্তম ব্যালন ডি অর জিতে উচ্ছ্বাস লুকাতে পারেননি মেসি। পুরস্কার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের আনন্দের কথা জানিয়েছেন তিনি। বলেছেন, ‘যদিও আমি সব সময় দলীয় সাফল্যকে প্রাধান্য দিয়ে থাকি। তবে এবার আরেকটি ব্যালন ডি অর জেতার আনন্দ লুকিয়ে রাখতে পারছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’ 

মেসির এবারের ব্যালন ডি অর জেতার পেছনে আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা খরা কাটানো বড় ভূমিকা রেখেছে। এ বছর আলবিসেলেস্তেদের হয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছেন আর্জেন্টিনা অধিনায়ক। দলকে শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। এ জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে লিখেছেন, ‘আমি এটি (ব্যালন ডি অর) উৎসর্গ করছি আমার সকল সতীর্থ ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। আর্জেন্টিনা, বার্সেলোনা ও পিএসজিতে দারুণ পুরস্কারটি উৎসর্গ করছি। দারুণ একটি বছর কাটিয়েছি আমরা।’ 

দারুণ এই মুহূর্তে পরিবারকেও ভুলে যাননি মেসি, ‘অবশ্যই আমার পরিবার ও বন্ধুবান্ধবকে উৎসর্গ করছি, পাশাপাশি যারা সব সময় আমাকে সমর্থন দিয়েছেন, আমার পাশে থেকেছেন এবং প্রতিনিয়ত পারফর্ম করতে সহায়তা করেছে। আপনাদের সবাইকে ছাড়া এটি কোনো দিন সম্ভব হতো না। অবশ্যই ফ্রান্স ফুটবলকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন ও পুরস্কারের জন্য। অনেক ভালোবাসা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত