ক্রীড়া ডেস্ক
সর্বোচ্চ ছয় ব্যালন ডি অর জিতে আগেই সবার ওপরে ছিলেন লিওনেল মেসি। রাতে সপ্তমবারের মতো পুরস্কারটি জিতে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন মেসি। ব্যক্তিগত পুরস্কার নিয়ে কখনোই তেমন একটা কথা বলতে দেখা যায় না এই আর্জেন্টাইন তারকাকে।
তবে এবার সপ্তম ব্যালন ডি অর জিতে উচ্ছ্বাস লুকাতে পারেননি মেসি। পুরস্কার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের আনন্দের কথা জানিয়েছেন তিনি। বলেছেন, ‘যদিও আমি সব সময় দলীয় সাফল্যকে প্রাধান্য দিয়ে থাকি। তবে এবার আরেকটি ব্যালন ডি অর জেতার আনন্দ লুকিয়ে রাখতে পারছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
মেসির এবারের ব্যালন ডি অর জেতার পেছনে আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা খরা কাটানো বড় ভূমিকা রেখেছে। এ বছর আলবিসেলেস্তেদের হয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছেন আর্জেন্টিনা অধিনায়ক। দলকে শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। এ জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে লিখেছেন, ‘আমি এটি (ব্যালন ডি অর) উৎসর্গ করছি আমার সকল সতীর্থ ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। আর্জেন্টিনা, বার্সেলোনা ও পিএসজিতে দারুণ পুরস্কারটি উৎসর্গ করছি। দারুণ একটি বছর কাটিয়েছি আমরা।’
দারুণ এই মুহূর্তে পরিবারকেও ভুলে যাননি মেসি, ‘অবশ্যই আমার পরিবার ও বন্ধুবান্ধবকে উৎসর্গ করছি, পাশাপাশি যারা সব সময় আমাকে সমর্থন দিয়েছেন, আমার পাশে থেকেছেন এবং প্রতিনিয়ত পারফর্ম করতে সহায়তা করেছে। আপনাদের সবাইকে ছাড়া এটি কোনো দিন সম্ভব হতো না। অবশ্যই ফ্রান্স ফুটবলকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন ও পুরস্কারের জন্য। অনেক ভালোবাসা।’
সর্বোচ্চ ছয় ব্যালন ডি অর জিতে আগেই সবার ওপরে ছিলেন লিওনেল মেসি। রাতে সপ্তমবারের মতো পুরস্কারটি জিতে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন মেসি। ব্যক্তিগত পুরস্কার নিয়ে কখনোই তেমন একটা কথা বলতে দেখা যায় না এই আর্জেন্টাইন তারকাকে।
তবে এবার সপ্তম ব্যালন ডি অর জিতে উচ্ছ্বাস লুকাতে পারেননি মেসি। পুরস্কার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের আনন্দের কথা জানিয়েছেন তিনি। বলেছেন, ‘যদিও আমি সব সময় দলীয় সাফল্যকে প্রাধান্য দিয়ে থাকি। তবে এবার আরেকটি ব্যালন ডি অর জেতার আনন্দ লুকিয়ে রাখতে পারছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
মেসির এবারের ব্যালন ডি অর জেতার পেছনে আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা খরা কাটানো বড় ভূমিকা রেখেছে। এ বছর আলবিসেলেস্তেদের হয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছেন আর্জেন্টিনা অধিনায়ক। দলকে শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। এ জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে লিখেছেন, ‘আমি এটি (ব্যালন ডি অর) উৎসর্গ করছি আমার সকল সতীর্থ ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। আর্জেন্টিনা, বার্সেলোনা ও পিএসজিতে দারুণ পুরস্কারটি উৎসর্গ করছি। দারুণ একটি বছর কাটিয়েছি আমরা।’
দারুণ এই মুহূর্তে পরিবারকেও ভুলে যাননি মেসি, ‘অবশ্যই আমার পরিবার ও বন্ধুবান্ধবকে উৎসর্গ করছি, পাশাপাশি যারা সব সময় আমাকে সমর্থন দিয়েছেন, আমার পাশে থেকেছেন এবং প্রতিনিয়ত পারফর্ম করতে সহায়তা করেছে। আপনাদের সবাইকে ছাড়া এটি কোনো দিন সম্ভব হতো না। অবশ্যই ফ্রান্স ফুটবলকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন ও পুরস্কারের জন্য। অনেক ভালোবাসা।’
৩৫ পেরোলেই উপমহাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে অবসরের গুঞ্জনটা বেশিই শোনা যায়। ৩৬ ও ৩৭ বছর বয়সী বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অবসর নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। বিশেষ করে, রোহিতকে নিয়ে ফিসফাস একটু বেশিই শোনা গেছে।
৪ ঘণ্টা আগেভয়াবহ বন্যা আঘাত হেনেছে আর্জেন্টিনায়। এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির জনজীবন বিপর্যস্ত। দেশের মানুষের এই দুঃসময়ে প্রাণ কাঁদছে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কেন্দ্রীয় চুক্তিতে না থাকার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি সূত্রে সেটা জানা গেছে। আর নতুন চুক্তি অনুযায়ী বিসিবির সর্বোচ্চ বেতন পাবেন তাসকিন আহমেদ।
৬ ঘণ্টা আগেনিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। ফাইনাল হয়েছে সেখানে। ৮ দলের অংশগ্রহণে ১৫ ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে ভারতেরই দাপট বেশি।
৭ ঘণ্টা আগে