ক্রীড়া ডেস্ক
ইন্টার মায়ামির বিপক্ষে জয়ের সুবাতাস পাচ্ছিল এফসি ডালাস। এফসি ডালাস টয়োটা স্টেডিয়ামে লিগ কাপের শেষ ষোলোয় আজ ৩-১ গোলে পিছিয়ে ছিল মায়ামি। তখন ম্যাচের ৩০ মিনিটও বাকি নেই। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প লেখে ইন্টার মায়ামি। টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচে শেষ হাসি হাসে মায়ামি।
এফসি ডালাসের বিপক্ষে অল্প সময়েই এগিয়ে যায় ইন্টার মায়ামি। ৬ মিনিটে জর্দি আলবার অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে এই গোলের সিদ্ধান্ত দেওয়া হয়। এরপর ১৯ মিনিটের সময় গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি মায়ামি। গোলবারের অনেক ওপর দিয়ে উড়িয়ে মারেন ডিয়েগো গোমেজ। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল মায়ামির। তবে রবার্ট টেলরের শট ঠেকিয়ে দিয়েছেন ডালাস গোলরক্ষক মার্টেন পায়েজ। এবার অ্যাসিস্ট করেছেন মেসি। পরের মিনিটে মেসির শট ব্লক করেছেন ডালাস ডিফেন্ডাররা। মায়ামির বারবার সুযোগ হারানোর মিছিলে ডালাসকে সমতায় ফেরান ফাকুন্দো কুইগনন। ৩৭ মিনিটে মার্কো ফার্ফানের অ্যাসিস্টে গোল করেন কুইগনন। এরপর ৪৫ মিনিটে ডালাসের ব্যবধান দ্বিগুণ করেন বার্নার্ড কামুনগো। প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে ডালাস।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। তবে কেউই গোল করতে পারছিল না। ৬৩ মিনিটে তৃতীয় গোল করে ডালাস। ফ্রি কিকে গোল করেন অ্যালান ভেলাসকো। ডালাস তখন ৩-১ গোলে এগিয়ে। এরপর ৬৫ মিনিটে ব্যবধান কমায় মায়ামি। আলবার অ্যাসিস্টে গোল করেন বেঞ্জামিন ক্রেমাসচি। এরপর ৬৮ মিনিটে টেলরের আত্মঘাতী গোলে ৪-২ গোলে এগিয়ে যায় ডালাস। ৮০ মিনিটে আবার আত্মঘাতী গোল করেন ডালাসের ফার্ফান। মায়ামির পরাজয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখন আশা জাগিয়ে তোলেন মেসি। ৮৫ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। মূল ম্যাচ ৪-৪ গোলে ড্র হলে গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে দলের প্রথম শট নিয়েই গোল করেন মেসি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ গোলের জয় পায় মায়ামি। জয়সূচক গোল করেন ক্রেমাসচি।
ইন্টার মায়ামির বিপক্ষে জয়ের সুবাতাস পাচ্ছিল এফসি ডালাস। এফসি ডালাস টয়োটা স্টেডিয়ামে লিগ কাপের শেষ ষোলোয় আজ ৩-১ গোলে পিছিয়ে ছিল মায়ামি। তখন ম্যাচের ৩০ মিনিটও বাকি নেই। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প লেখে ইন্টার মায়ামি। টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচে শেষ হাসি হাসে মায়ামি।
এফসি ডালাসের বিপক্ষে অল্প সময়েই এগিয়ে যায় ইন্টার মায়ামি। ৬ মিনিটে জর্দি আলবার অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে এই গোলের সিদ্ধান্ত দেওয়া হয়। এরপর ১৯ মিনিটের সময় গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি মায়ামি। গোলবারের অনেক ওপর দিয়ে উড়িয়ে মারেন ডিয়েগো গোমেজ। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল মায়ামির। তবে রবার্ট টেলরের শট ঠেকিয়ে দিয়েছেন ডালাস গোলরক্ষক মার্টেন পায়েজ। এবার অ্যাসিস্ট করেছেন মেসি। পরের মিনিটে মেসির শট ব্লক করেছেন ডালাস ডিফেন্ডাররা। মায়ামির বারবার সুযোগ হারানোর মিছিলে ডালাসকে সমতায় ফেরান ফাকুন্দো কুইগনন। ৩৭ মিনিটে মার্কো ফার্ফানের অ্যাসিস্টে গোল করেন কুইগনন। এরপর ৪৫ মিনিটে ডালাসের ব্যবধান দ্বিগুণ করেন বার্নার্ড কামুনগো। প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে ডালাস।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। তবে কেউই গোল করতে পারছিল না। ৬৩ মিনিটে তৃতীয় গোল করে ডালাস। ফ্রি কিকে গোল করেন অ্যালান ভেলাসকো। ডালাস তখন ৩-১ গোলে এগিয়ে। এরপর ৬৫ মিনিটে ব্যবধান কমায় মায়ামি। আলবার অ্যাসিস্টে গোল করেন বেঞ্জামিন ক্রেমাসচি। এরপর ৬৮ মিনিটে টেলরের আত্মঘাতী গোলে ৪-২ গোলে এগিয়ে যায় ডালাস। ৮০ মিনিটে আবার আত্মঘাতী গোল করেন ডালাসের ফার্ফান। মায়ামির পরাজয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখন আশা জাগিয়ে তোলেন মেসি। ৮৫ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। মূল ম্যাচ ৪-৪ গোলে ড্র হলে গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে দলের প্রথম শট নিয়েই গোল করেন মেসি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ গোলের জয় পায় মায়ামি। জয়সূচক গোল করেন ক্রেমাসচি।
আইসিসি ইভেন্টের নকআউট পর্বে পা হড়কানো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে নতুন কিছু নয়। চাপ সামলাতে না পারায় লাহোরে গতকাল চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে প্রোটিয়ারা ৫০ রানে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। সেমিফাইনালে বিদায়ঘণ্টা...
১১ মিনিট আগেআচমকা এক ঘোষণায় গত রাতে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেটের এই সংস্করণে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে কত ক্রিকেটারকেই তো সতীর্থ হিসেবে পেয়েছেন তিনি। ওয়ানডেকে মুশফিক বিদায় জানানোর পর সামাজিক...
১ ঘণ্টা আগেমুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
১০ ঘণ্টা আগে