ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে মেসির সতীর্থ হিসেবে থাকতে পারতেন আগুয়েরো। কিন্তু হৃদ্রোগ কেড়ে নিয়েছে তাঁর সেই স্বপ্ন। কাতারে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে আগুয়েরো বলেন, ‘সময়ের সঙ্গে মেসি এই দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। মেসি যদি শতভাগ খেলতে পারে, সেটা (প্রতিপক্ষের জন্য) বিধ্বংসী ব্যাপার হবে। তবে মেসি ৬০-৭০ শতাংশ খেলতে পারলেও সেটাও আর্জেন্টিনার জন্য দারুণ ব্যাপার হবে। দল তাকে দারুণভাবে সহায়তা করবে। যেটা আগে খুব বেশি দেখা যায়নি। এই দল দারুণভাবে নিজেদের প্রস্তুত করেছে। তাই তাকে সব সময় শতভাগ না দিলেও চলবে।’
মেসিকে ঘিরেই রোমাঞ্চিত অনুভব করছেন জানিয়ে আগুয়েরো বলেন, ‘এই বিশ্বকাপ অনেক খেলোয়াড়ের শেষ বিশ্বকাপ। যেখানে মেসিও আছে। মানুষের অনেক প্রত্যাশা। তবে সর্বোচ্চ চাওয়া হচ্ছে ট্রফি নিয়ে আসা। লিও (মেসি) আমাদের রোমাঞ্চিত করছে।’
কোচ লিওনেল স্কালোনির অধীনে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে আর্জেন্টিনা। স্কালোনিই আর্জেন্টিনাকে বদলে দিয়েছে বলে মনে করেন আগুয়েরো, ‘আর্জেন্টিনা সব সময় বল দখলে রেখে খেলা দল ছিল। তবে এখন ব্যাপারটা হলো, তারা খুব বেশি আক্রমণে যায় না। স্কালোনি সবকিছু বদলে দিয়েছে। আর্জেন্টিনা দলে এখন ভালো খেলোয়াড় আছে। খেলোয়াড়েরা এখন খুব বেশি বল ধরে রাখে না, যখন রাখে তখন প্রতিপক্ষকে ভালোই বিপদে ফেলতে পারে।’
বিশ্বকাপে মেসির সতীর্থ হিসেবে থাকতে পারতেন আগুয়েরো। কিন্তু হৃদ্রোগ কেড়ে নিয়েছে তাঁর সেই স্বপ্ন। কাতারে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে আগুয়েরো বলেন, ‘সময়ের সঙ্গে মেসি এই দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। মেসি যদি শতভাগ খেলতে পারে, সেটা (প্রতিপক্ষের জন্য) বিধ্বংসী ব্যাপার হবে। তবে মেসি ৬০-৭০ শতাংশ খেলতে পারলেও সেটাও আর্জেন্টিনার জন্য দারুণ ব্যাপার হবে। দল তাকে দারুণভাবে সহায়তা করবে। যেটা আগে খুব বেশি দেখা যায়নি। এই দল দারুণভাবে নিজেদের প্রস্তুত করেছে। তাই তাকে সব সময় শতভাগ না দিলেও চলবে।’
মেসিকে ঘিরেই রোমাঞ্চিত অনুভব করছেন জানিয়ে আগুয়েরো বলেন, ‘এই বিশ্বকাপ অনেক খেলোয়াড়ের শেষ বিশ্বকাপ। যেখানে মেসিও আছে। মানুষের অনেক প্রত্যাশা। তবে সর্বোচ্চ চাওয়া হচ্ছে ট্রফি নিয়ে আসা। লিও (মেসি) আমাদের রোমাঞ্চিত করছে।’
কোচ লিওনেল স্কালোনির অধীনে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে আর্জেন্টিনা। স্কালোনিই আর্জেন্টিনাকে বদলে দিয়েছে বলে মনে করেন আগুয়েরো, ‘আর্জেন্টিনা সব সময় বল দখলে রেখে খেলা দল ছিল। তবে এখন ব্যাপারটা হলো, তারা খুব বেশি আক্রমণে যায় না। স্কালোনি সবকিছু বদলে দিয়েছে। আর্জেন্টিনা দলে এখন ভালো খেলোয়াড় আছে। খেলোয়াড়েরা এখন খুব বেশি বল ধরে রাখে না, যখন রাখে তখন প্রতিপক্ষকে ভালোই বিপদে ফেলতে পারে।’
৩ নভেম্বর, ২০২৪—মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেদিন ভারতকে তৃতীয় টেস্টে ২৫ রানে হারিয়ে ইতিহাস গড়ে নিউজিল্যান্ড। ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়। এক মাস না যেতে টেস্ট খেলতে নামার আগেই চমকে গেল কিউইরা।
৩৮ মিনিট আগেশিরোপার সুবাস আগেই পাচ্ছিল সিলেট। অপেক্ষা ছিল শুধু সময়ের অপেক্ষা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ তারা শিরোপার স্বাদ পেল প্রথম সেশনেই। ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ইতিহাসে এটা প্রথম শিরোপা।
২ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমান-রিশাদ হোসেন গতকাল আইপিএলের নিলামে উঠলেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। শুধু তাঁরাই নন, দল পাননি নিলামে নাম তোলা বাংলাদেশের কোনো ক্রিকেটারই।
৩ ঘণ্টা আগেকথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
৬ ঘণ্টা আগে