ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে মেসির সতীর্থ হিসেবে থাকতে পারতেন আগুয়েরো। কিন্তু হৃদ্রোগ কেড়ে নিয়েছে তাঁর সেই স্বপ্ন। কাতারে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে আগুয়েরো বলেন, ‘সময়ের সঙ্গে মেসি এই দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। মেসি যদি শতভাগ খেলতে পারে, সেটা (প্রতিপক্ষের জন্য) বিধ্বংসী ব্যাপার হবে। তবে মেসি ৬০-৭০ শতাংশ খেলতে পারলেও সেটাও আর্জেন্টিনার জন্য দারুণ ব্যাপার হবে। দল তাকে দারুণভাবে সহায়তা করবে। যেটা আগে খুব বেশি দেখা যায়নি। এই দল দারুণভাবে নিজেদের প্রস্তুত করেছে। তাই তাকে সব সময় শতভাগ না দিলেও চলবে।’
মেসিকে ঘিরেই রোমাঞ্চিত অনুভব করছেন জানিয়ে আগুয়েরো বলেন, ‘এই বিশ্বকাপ অনেক খেলোয়াড়ের শেষ বিশ্বকাপ। যেখানে মেসিও আছে। মানুষের অনেক প্রত্যাশা। তবে সর্বোচ্চ চাওয়া হচ্ছে ট্রফি নিয়ে আসা। লিও (মেসি) আমাদের রোমাঞ্চিত করছে।’
কোচ লিওনেল স্কালোনির অধীনে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে আর্জেন্টিনা। স্কালোনিই আর্জেন্টিনাকে বদলে দিয়েছে বলে মনে করেন আগুয়েরো, ‘আর্জেন্টিনা সব সময় বল দখলে রেখে খেলা দল ছিল। তবে এখন ব্যাপারটা হলো, তারা খুব বেশি আক্রমণে যায় না। স্কালোনি সবকিছু বদলে দিয়েছে। আর্জেন্টিনা দলে এখন ভালো খেলোয়াড় আছে। খেলোয়াড়েরা এখন খুব বেশি বল ধরে রাখে না, যখন রাখে তখন প্রতিপক্ষকে ভালোই বিপদে ফেলতে পারে।’
বিশ্বকাপে মেসির সতীর্থ হিসেবে থাকতে পারতেন আগুয়েরো। কিন্তু হৃদ্রোগ কেড়ে নিয়েছে তাঁর সেই স্বপ্ন। কাতারে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে আগুয়েরো বলেন, ‘সময়ের সঙ্গে মেসি এই দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। মেসি যদি শতভাগ খেলতে পারে, সেটা (প্রতিপক্ষের জন্য) বিধ্বংসী ব্যাপার হবে। তবে মেসি ৬০-৭০ শতাংশ খেলতে পারলেও সেটাও আর্জেন্টিনার জন্য দারুণ ব্যাপার হবে। দল তাকে দারুণভাবে সহায়তা করবে। যেটা আগে খুব বেশি দেখা যায়নি। এই দল দারুণভাবে নিজেদের প্রস্তুত করেছে। তাই তাকে সব সময় শতভাগ না দিলেও চলবে।’
মেসিকে ঘিরেই রোমাঞ্চিত অনুভব করছেন জানিয়ে আগুয়েরো বলেন, ‘এই বিশ্বকাপ অনেক খেলোয়াড়ের শেষ বিশ্বকাপ। যেখানে মেসিও আছে। মানুষের অনেক প্রত্যাশা। তবে সর্বোচ্চ চাওয়া হচ্ছে ট্রফি নিয়ে আসা। লিও (মেসি) আমাদের রোমাঞ্চিত করছে।’
কোচ লিওনেল স্কালোনির অধীনে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে আর্জেন্টিনা। স্কালোনিই আর্জেন্টিনাকে বদলে দিয়েছে বলে মনে করেন আগুয়েরো, ‘আর্জেন্টিনা সব সময় বল দখলে রেখে খেলা দল ছিল। তবে এখন ব্যাপারটা হলো, তারা খুব বেশি আক্রমণে যায় না। স্কালোনি সবকিছু বদলে দিয়েছে। আর্জেন্টিনা দলে এখন ভালো খেলোয়াড় আছে। খেলোয়াড়েরা এখন খুব বেশি বল ধরে রাখে না, যখন রাখে তখন প্রতিপক্ষকে ভালোই বিপদে ফেলতে পারে।’
আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দেখা হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের। দুই দলই দারুণ ক্রিকেট খেলছে সম্প্রতি। আজ ফাইনালে কারা জিততে পারে, সাবেকদের সেই ভবিষ্যদ্বাণী দেখে নিন।
২৬ মিনিট আগেআইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে বরাবরই ভারত ফেবারিট। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে তারা। তারপরও দলটির জন্য এ এক অপ্রিয় সত্য—২০১৩ সালের পর ভারত কোনো বৈশ্বিক ওয়ানডে টুর্নামেন্ট জিততে পারেনি। এক যুগের এই শিরোপা বন্ধ্যত্ব ঘোচানোর সুযোগ এবার রোহিত-কোহলিদের সামনে। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আজ ভারত...
১ ঘণ্টা আগেনিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার কথা বলা শুরু করেছিলেন বটে। কিন্তু মাইক থেকে কোনো আওয়াজ বের হলো না। কিছুটা বিব্রতকর পরিস্থিতি হলেও স্যান্টনার হাসি আটকে রাখতে পারলেন না। তা বুঝিয়ে দেয় আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল নিয়ে অনেকটা নির্ভার তিনি।
১ ঘণ্টা আগেরোহিত শর্মা যতই বলুন, দুবাই তাঁদের বাড়ি নয়; ‘বাড়ি’র সুবিধা কিন্তু তাঁরা পাচ্ছেনই। আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগে পাকিস্তান-দুবাই, দুবাই-পাকিস্তান করতে করতে নিউজিল্যান্ড ভ্রমণ করে ফেলেছে ৭ হাজার কিলোমিটারের বেশি। আর টুর্নামেন্ট খেলতে দুবাইয়ে পা রাখার পর সেখানেই ঘাঁটি গেড়েছে ভারত। এক হোটেলে...
১ ঘণ্টা আগে